Paayel Sarkar: পায়েলকে যৌন প্রস্তাব দিয়েছিলেন প্রযোজক, কী বলেছিলেন জানেন? সব ফাঁস

Paayel Sarkar: আই লাভ ইউ থেকে প্রেম আমার, যমের রাজা দিল বর থেকে শুরু করে লে ছক্কা, লে হালুয়া। পায়েল সরকারের ঝুলিতে বাংলা ছবির তালিকাটা বেশ দীর্ঘ। ওয়েব সিরিজেও ডেবিউ করে ফেলেছেন নায়িকা। তিনি কোনও স্টারকিড নন কিংবা পারিবারিক সূত্রেও অভিনয়ে আসেননি। তাই বাংলা ইন্ডাস্ট্রিতে নিজেকে প্রমাণ করার চাপ বরাবরই ছিল তাঁর ওপর।

Advertisement
পায়েলকে যৌন প্রস্তাব দিয়েছিলেন প্রযোজক, কী বলেছিলেন জানেন? সব ফাঁসপায়েল সরকার
হাইলাইটস
  • বাংলা ইন্ডাস্ট্রিতে বাণিজ্যিক ছবির নায়িকাদের মধ্যে পায়েল সরকার অন্যতম।

আই লাভ ইউ থেকে প্রেম আমার, যমের রাজা দিল বর থেকে শুরু করে লে ছক্কা, লে হালুয়া। পায়েল সরকারের ঝুলিতে বাংলা ছবির তালিকাটা বেশ দীর্ঘ। ওয়েব সিরিজেও ডেবিউ করে ফেলেছেন নায়িকা। তিনি কোনও স্টারকিড নন কিংবা পারিবারিক সূত্রেও অভিনয়ে আসেননি। তাই বাংলা ইন্ডাস্ট্রিতে নিজেকে প্রমাণ করার চাপ বরাবরই ছিল তাঁর ওপর। উপরন্তু বলিউড বা টলিউডে কাস্টিং কাউচের কথা অজানা কারোরই নয়। সেরকমই এক তিক্ত অভিজ্ঞতা হয়েছিল পায়েলের। সম্প্রতি এক পডকাস্টে এসে পায়েল শোনালেন তাঁর সঙ্গে ঠিক কী ঘটনা ঘটেছিল। 

সেই পডকাস্টে পায়েল বলেন, ‘আমাদের ইন্ডাস্ট্রির একজন প্রযোজক আমার কাছে নির্দিষ্ট কিছু সুবিধা দাবি করেছিলেন’। সঞ্চালিকা পালটা জানতে চান, ‘যৌন সুবিধা?’ এইবার পায়েল রাখঢাক না রেখেই বলেন, ‘হ্য়াঁ, সেটাই’। নায়িকা আরও বলেন, ‘উনি সোশ্য়াল মিডিয়ায় আমাকে নিয়ে খারাপ কথা লিখেছিলেন। আমার ছবিতে ক্রস ক্রস দিয়ে ভুলভাল লিখছিলেন, বেসিক্যালি পুরো সাইকো হয়ে গিয়েছিলেন। তারপর আমি কামব্যাক করলাম। এরপর প্রেম আমার হল, লে ছক্কা হল। মনে আছে, এক বছরের ব্যবধানে দুটো ছবি শ্যুটিং করেছিলাম’।

বাংলা ইন্ডাস্ট্রিতে বাণিজ্যিক ছবির নায়িকাদের মধ্যে পায়েল সরকার অন্যতম। দেবের সঙ্গে তাঁর জুটি ছিল সুপারহিট। এছাড়াও পায়েল অভিনয় করেছেন পরমব্রত, আবির চট্টোপাধ্যায়, অঙ্কুশ হাজরা, সোহমের মতো অভিনেতাদের সঙ্গে। দ্য অ্যাকাডেমি অফ ফাইন আর্টস-এও অভিনয় করেছেন পায়েল। কিন্তু তা ১৪ নভেম্বর মুক্তি পাওয়ার কথা থাকলেও, কোনও কারণবশত সেটা হয়নি। ফলে হিশ বাঁও জলে এই ছবির মুক্তি। 

পায়েলের ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনা হয় প্রচুর। একটা সময় পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন পায়েল। কিন্তু বোঝে না সে বোঝে না ছবির পর সেই সম্পর্কে ইতি পড়ে। রাজের পর আরও এক পুরুষ জীবনে আসে পায়েলের। কিন্তু সেই সম্পর্ক টেকেনি। আপাতত সিঙ্গলই রয়েছেন নায়িকা। আর প্রচুর ভাল ভাল কাজ করতে চান তিনি। নায়িকাকে শেষ দেখা গিয়েছিল নজরবন্দি ছবিতে।

Advertisement

POST A COMMENT
Advertisement