Paayel Sarkar: বয়স ৪০ পেরিয়েছে, আজও কেন সিঙ্গল পায়েল?

Paayel Sarkar: উইকিপিডিয়া বলছে টলিউড অভিনেত্রী পায়েল সরকারের ৪৩ বছর। অভিনয় জীবনে সফল হলেও ব্যক্তিগত জীবনে এখনও তিনি প্রেমিকের খোঁজে রয়েছেন। আজও সিঙ্গল অভিনেত্রী পায়েল সরকার। সেই সঙ্গে কমেছে তাঁর কাজের পরিধিও।

Advertisement
বয়স ৪০ পেরিয়েছে, আজও কেন সিঙ্গল পায়েল?এখনও সিঙ্গল পায়েল সরকার কেন?
হাইলাইটস
  • উইকিপিডিয়া বলছে টলিউড অভিনেত্রী পায়েল সরকারের ৪৩ বছর। অভিনয় জীবনে সফল হলেও ব্যক্তিগত জীবনে এখনও তিনি প্রেমিকের খোঁজে রয়েছেন। আজও সিঙ্গল অভিনেত্রী পায়েল সরকার। সেই সঙ্গে কমেছে তাঁর কাজের পরিধিও।

উইকিপিডিয়া বলছে টলিউড অভিনেত্রী পায়েল সরকারের ৪৩ বছর। অভিনয় জীবনে সফল হলেও ব্যক্তিগত জীবনে এখনও তিনি প্রেমিকের খোঁজে রয়েছেন। আজও সিঙ্গল অভিনেত্রী পায়েল সরকার। সেই সঙ্গে কমেছে তাঁর কাজের পরিধিও। এক সময় লিড চরিত্রে থাকা পায়েল সরকারকে এখন সেভাবে সিনেমার পর্দায় দেখা যায় না। শেষবার পায়েলকে দেখা গিয়েছিল হ্যালো ২ ওয়েব সিরিজে। এখানে তাঁর অভিনয় বেশ প্রশংসিত হয়েছিল। অভিনেত্রীর জীবনে বহুবার বসন্তের ছোঁয়া লাগলেও একটা সম্পর্কও টেকেনি। প্রেম ভেঙে যায় পরিচালক আবীরের সঙ্গেও। 

 

আরও পড়ুন: আইসল্যান্ডে ব্লু লেগুনে ভিজলেন অঙ্কুশ-ঐন্দ্রিলা, এই লাক্সারি স্পা 'মিরাকল' ঘটায়

 

যমের রাজা দিল বর এই সিনেমার পরিচালক ছিলেন আবীর সেনগুপ্ত। পরিচালকের প্রথম সিনেমা ছিল এটি। আর এই সিনেমার নায়িকা ছিলেন পায়েল সরকার। টলিউড অন্দরের খবর, সিনেমার প্রচারে গিয়েই দুজন দুজনকে মন দিয়ে বসেছিলেন। প্রথম দিকে সবার কাছে তাঁদের সম্পর্কের কথা লুকিয়ে রাখলেও পরে তা স্বীকার করেন দুজনেই। আবিরের হোয়াটসঅ্যাপ ডিপিতেও ছিল দুজনের ছবি। শোনা গিয়েছিল তাঁরা নাকি বিয়েও করবেন। কিন্তু তারপরই আচমকাই সেই সম্পর্ক ভেঙে যায়। 

 

শোনা যায়, 'যমের রাজা দিল বর' ফ্লপ হওয়ার পর থেকেই নাকি টলে যায় সম্পর্ক। শুধু তাই নয়, আবীর ও পায়েলের মধ্যে ছিল মতের অমিলও। সেই কারণেই আবীর ও পায়েলের সম্পর্ক ভেঙে যায়। এর আগে পায়েলের সঙ্গে টলিউডের এক ব্যস্ততম পরিচালকের সম্পর্কও ছিল। তবে সেই সম্পর্করে কথা প্রকাশ্যে না আনলেও তা ওপেন সিক্রেট থিল সকলের কাছে। 

 

আরও পড়ুন: চেষ্টা করেও টলিউডে হিরো হতে পারেননি, এখন ছোটপর্দায় রাজ করছেন এই ৫ অভিনেতা

বর্তমানে নিজেকে সিঙ্গেল বলেই দাবি করেন পায়েল সরকার। বাংলা সিনেমায় সেভাবে এখন দেখা পাওয়া যায় না অভিনেত্রীকে। ওয়েব সিরিজ ও মিউজিক ভিডিও করছেন তিনি। তবে কিছুদিনের মধ্যে নতুন বাংলা সিনেমায় তাঁর দেখা পাওয়া যাবে। অপরদিকে আবীর সেনগুপ্ত টলিউডে একটা সিনেমা করেই মুম্বইতে পাড়ি দিয়েছেন। সেখানেই নিজের কেরিয়ার তৈরি করার চেষ্টা করছেন পরিচালক। পায়েলের কোনও প্রেমই পূর্ণতা পায়নি। তাই তিনি এখনও সিঙ্গল রয়েছেন। 

Advertisement

 

আরও পড়ুন: হেঁড়ে গলায় গান কৌশানীর, মঞ্চ কাঁপিয়ে নাচ 'কাকু'র, হাসাহাসি সোশ্যালে

এক পুরনো সাক্ষাৎকারে পায়েল জানিয়েছিলেন যে ১৫-১৬ বছর বয়সে তিনি প্রথম প্রেমে পড়েছিলেন। কিন্তু সেটাও ভেঙে যায়। তবে মন ভাঙার পর অভিনেত্রী হতাশ হননি বরং নতুন উদ্যোমে এগিয়ে চলেছেন আগামীর দিকে। অভিনেত্রীর ভক্তরাও চান নতুন সিনেমার পাশাপাশি নতুন সম্পর্কের কথাও ঘোষণা করুক পায়েল সরকার।  

POST A COMMENT
Advertisement