বলিউডে বেশ পরিচিত মুখ পাক অভিনেতা ফাওয়াদ খান। বেশ কিছু হিন্দি ছবিতে তাঁকে দেখা গিয়েছে। ভারতে তাঁর মহিলা ফলোয়ার্সের সংখ্যা নেহাত কম নয়। তবে বেশ কিছু বছর তিনি বলিউড থেকে দূরেই ছিলেন। কিন্তু আবির গুলাল ছবির মাধ্যমে ফাওয়াদ আবার বলিউডে কামব্যাক করতেই তাঁকে নিয়ে শোরগোল পড়ে যায়। আর এরই মাঝে ঘটে পহেলগাঁওয়ের হাড়হিম করা ঘটনা। আর সেই আবহেই আটকে যায় বাণী কাপুর ও ফাওয়াদ খানের আবির গুলাল ছবিটি।
৯ মে মুক্তি পাওয়ার কথা ছিল ফাওয়াদ খানের আবির গুলাল। এতে পাক অভিনেতার সঙ্গে কাজ করেছেন বাণী কাপুর। শোনা গিয়েছে, আবির গুলাল ছবির জন্য ফাওয়াদ কোটি টাকার পারিশ্রমিক নিয়েছিলেন। পাকিস্তানের ফিল্ম ইন্ডাস্ট্রিতে ফাওয়াদের জনপ্রিয়তা তুঙ্গে। রিপোর্ট অনুযায়ী, পাকিস্তানি সিনেমায় ফাওয়াদ একজন জনপ্রিয় তারকাদের মধ্যে অন্যতম। তিনি পাক সিরিয়ালের প্রতিটি পর্বের জন্য ১৫ থেকে ২০ লক্ষ টাকা করে পারিশ্রমিক নেন।
শুধু তাই নয়, ফাওয়াদ পাকিস্তানি ছবিতে অভিনয় করার জন্য ২ কোটি টাকা নেন পারিশ্রমিক হিসাবে। আর এরকম অবস্থায় তিনি ভারতীয় ছবি করার জন্য যে মোটা অঙ্কের টাকা নেবেন তা জানা কথাই। রিপোর্ট অনুযায়ী, আবির গুলাল ছবিকে অভিনয় করতে ফাওয়াদ ৫ থেকে ১০ কোটি টাকা পারিশ্রমিক নেন। তবে এটা কতটা সত্যি তা জানা যায়নি। পাকিস্তান থেকে ভারত দুই জায়গাতেই ফাওয়াদের জনপ্রিয়তা যে বিপুল, এ কথা অস্বীকার করা যাবে না। পহেলগাঁও হামলার পর ফাওয়াদের ছবি আবির গুলাল বয়কট করার দাবি ওঠে। যদিও এই হামলার পর ভারতে এই ছবি আর মুক্তি পাবে না। বৃহস্পতিবার কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর।
তবে ফাওয়াদের ক্ষেত্রে এই প্রথম এমনটা ঘটল না। পাকিস্তানের জনপ্রিয় অভিনেতা ফাওয়াদ ২০১৪ সালে বলিউডে আত্মপ্রকাশ করেন। একের পর এক বড় ব্যানারের ছবিতে চুটিয়ে অভিনয় করছিলেন তিনি। দর্শকদের মনে, বিশেষ করে মহিলা অনুরাগীদের মনে বিশেষ জায়গা করে নিয়েছিলেন তিনি। কিন্তু ২০১৬ সালে উরি হামলার পর পাকিস্তানি শিল্পীদের ভারতে অভিনয় করা নিয়ে আপত্তি ওঠে। মহারাষ্ট্রে রাজ ঠাকরের দল নবনির্মাণ সেনা বিশেষ করে আপত্তি জানায়, বিজেপি-র তরফেও সেই নিয়ে আপত্তি ওঠে। এর পর তল্পিতল্পা গুটিয়ে ফাওয়াদ-সহ সমস্ত পাকিস্তানি শিল্পীকে দেশে ফিরে যেতে হয়। ভারতে আর ছবি করার অনুমতি পাননি।
সেই সময় সরকারি সিদ্ধান্ত নিয়ে অনেকেই মুখ খুলেছিলেন। সন্ত্রাসবাদী হামলার সমালোচনা করলেও, শিল্পীদের উপর কোপ পড়া নিয়ে আপত্তি জানান অনেকেই। কিন্তু কোনও ওজর আপত্তিই ধোপে টেকেনি। সম্প্রতি সেই অচলাবস্থা কাটতে চলেছিল। নতুন করে বাণীর সঙ্গে জুটি বেঁধে বলিউডে প্রত্যাবর্তন করতে যাচ্ছিলেন ফাওয়াদ। কিন্তু পহেলগাঁও হামলার জেরে তা আর ঘটছে না।