Pahalgam Attack-Mahira Khan: 'কাপুরুষোচিত...', পহেলগাঁও-কাণ্ডের নিন্দা করেও পোস্ট ডিলিট পাক নায়িকার!

Pahalgam Attack-Mahira Khan: পহেলগাঁও কাণ্ডের পর রাগে-ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। কাশ্মীরে ঘুরতে গিয়ে ২৬ জন পর্যটকের মৃত্যু। এই ঘটনার দায় স্বীকার করেছে পাকিস্তানি জঙ্গিগোষ্ঠী লশকর-এ-ত্যায়বার ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্লন্ট (টিআরএফ)। ইতিমধ্যেই এই ঘটনার তীব্র নিন্দা করে বলিউডের অনেক তারকাই নিন্দায় সরব হয়েছেন।

Advertisement
'কাপুরুষোচিত...', পহেলগাঁও-কাণ্ডের নিন্দা করেও পোস্ট ডিলিট পাক নায়িকার!মাহিরা খান
হাইলাইটস
  • পহেলগাঁও কাণ্ডের পর রাগে-ক্ষোভে ফুঁসছে গোটা দেশ।

পহেলগাঁও কাণ্ডের পর রাগে-ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। কাশ্মীরে ঘুরতে গিয়ে ২৬ জন পর্যটকের মৃত্যু হয়েছে জঙ্গিদের হাতে। ইতিমধ্যেই এই ঘটনার তীব্র নিন্দা করে বলিউডের অনেক তারকাই নিন্দায় সরব হয়েছেন। পাকিস্তানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করেছে ভারত সরকার। পহেলগাঁও কাণ্ডে পাকি তারকাদের মতো মাহিরা খানও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেও পরে তা মুছে দেন। আর এই নিয়েই নতুন করে বিতর্ক শুরু হয়েছে। 

পহেলগাঁওয়ের ঘটনা তীব্রভাবে প্রভাব ফেলেছে বলিউডের ওপরও। ইতিমধ্যেই পাক অভিনেতা ফাওয়াদ খানকে নিষিদ্ধ করেছে ভারত, আর যার ফলে তাঁর ছবি আবির গুলাল মুক্তি পাবে না এই দেশে। তারই মাঝে শাহরুখ খানের অভিনেত্রী পহেলগাঁও নিয়ে পোস্ট করেও মুছে দিলেন। পাক অভিনেত্রী তাঁর ইনস্টাগ্রামে একট পোস্ট শেয়ার করে এই হামলার তীব্র নিন্দা করেন এবং আক্রান্তদের পরিবারকে সমবেদনা জানান। মাহিরা লেখেন, বিশ্বের যে কোনও জায়গায়, যে কোনও পদ্ধতিতে হওয়া হিংসার ঘটনা কাপুরুষতার পরিচয়। পহেলগাঁও কাণ্ডে নিহত সকলের জন্য আমি শোকাহত।

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

কিন্তু এই পোস্ট করেও তা ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই মুছে দিলেন পাক অভিনেত্রী। তবে তিনি কেন এই পোস্ট মুছলেন তা এখনও স্পষ্ট নয়। এর আগে, পাক অভিনেতা ফাওয়াদ খান এই হামলা নিয়ে তাঁর দুঃখপ্রকাশ করেছিলেন। ফাওয়াদ লেখেন, পহেলগাঁওয়ে ঘটে যাওয়া ঘৃণ্য ঘটনার খবর পেয়ে আমি ভারাক্রান্ত। প্রার্থনা করছি নিহতদের পরিবারের জন্যে। আমরা নিহতদের পরিবারের পাশে আছি। তাঁরা যেন এই কঠিন পরিস্থিতিতে শক্তি খুঁজে পান। ফাওয়াদের পাশাপাশি হানিয়া আমির, ফারহান সইদ, মাওরা হোসেনের মতো পাক তারকারাও পহেলগাঁও ঘটনা নিয়ে তীব্র প্রতিবাদ করেন। 

মাওরা হোসেন ভারতে যথেষ্ট জনপ্রিয়। তাঁর সনম তেরি কসম ছবিটি এখনও মানুষের মনে গেঁথে রয়েছে। মাওরা লিখেছিলেন, নিহতদের পরিবারের প্রতি আমি সমব্যথী। কোনও একজনের বিরুদ্ধে সন্ত্রাসবাদ মানে আমাদের সকলের বিরুদ্ধে সন্ত্রাসবাদ। এই বিশ্বে এ কী হচ্ছে? প্রসঙ্গত, মঙ্গলবার দুপুরে পহেলগাঁওতে ঘুরতে আসা পর্যটকদের ওপর হামলা চালায় জঙ্গিরা। জঙ্গিদের হামলায় প্রাণ যায় ২৬ জন পর্যটকের। পুলওয়ামা ঘটনার পর আবারও এই হামলা দেশবাসীকে শিহরিত করে তুলেছে। পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক আরও তিক্ত হয়ে গিয়েছে। যার ফলে ভারত একাধিক কঠিন পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে পাকিস্তানের বিরুদ্ধে। 

Advertisement

POST A COMMENT
Advertisement