Panchayat: পঞ্চায়েত ওয়েব সিরিজের বিখ্যাত অভিনেতার হার্ট অ্যাটাক, ভর্তি হাসপাতালে

'পঞ্চায়েত' খ্যাত অভিনেতা আসিফ খানের হার্ট অ্যাটাক। আপাতত হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। হাসপাতালের বিছানায় শুয়েই ইনস্টা পোস্ট করে অনুরাগীদের আশ্বস্ত করেছেন। এখন কেমন আছেন অভিনেতা?

Advertisement
পঞ্চায়েত ওয়েব সিরিজের বিখ্যাত অভিনেতার হার্ট অ্যাটাক, ভর্তি হাসপাতালেপঞ্চায়েতের অভিনেতার হার্ট অ্যাটাক
হাইলাইটস
  • 'পঞ্চায়েত' খ্যাত অভিনেতা আসিফ খানের হার্ট অ্যাটাক
  • হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি
  • ইনস্টা পোস্ট করে অনুরাগীদের আশ্বস্ত করেছেন

হৃদরোগে আক্রান্ত হলেন 'পঞ্চায়েত' খ্যাত অভিনেতা আসিফ খান। মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। জানা গিয়েছে, গত রবিবার তাঁর হার্ট অ্যাটাক হয়। সেদিন থেকেই চিকিৎসাধীন 'পঞ্চায়েত'-এর 'মেহমান' তথা ফুলেরা গ্রামের জামাই। বর্তমানে স্থিতিশীল অভিনেতা। আগামী ২-৩ দিনের মধ্যে তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে বলে খবর। 

নিজেই ইনস্টাগ্রাম স্টোরিতে হার্ট অ্যাটাকের খবর দিয়ে ছবি পোস্ট করেছেন আসিফ খান। হাসপাতালের বিছানায় শুয়ে সিলিংয়ের ছবি তুলে ইনস্টা স্টোরিতে পোস্ট করেন আসিফ। তিনি বলেন, 'গত ৩৬ ঘণ্টা ধরে এই একই দৃশ্য নাগাড়ে দেখছি,আমি উপলব্ধি করেছি জীবন বড় ছোট। একটা দিনকেও অবহেলা করবেন না। এক মুহূর্তে সব বদলে যেতে পারে। যা আপনার রয়েছে এবং আপনি নিজে যেখানে পৌঁছেছেন, তার জন্য কৃতজ্ঞ বোধ করুন। মনে রাখুন কারা আপনার জন্য গুরুত্বপূর্ণ এবং তাঁদের সর্বদা আনন্দে সামিল করুন। জীবন একটা উপহার এবং আমরা আশীর্বাদধন্য।'

ইন্ডিয়া টুডে-কে 'পঞ্চায়েত' খ্যাত এই অভিনেতা বলেন, 'বিগত কয়েক ঘণ্টা ধরে আমি শারীরিক অসুস্থতায় ভুগছি। তার জন্য হাসপাতালে ভর্তি করতে হয়েছে আমাকে। সকলকে আনন্দের সঙ্গে জানাতে চাই, সুস্থ হয়ে উঠছি আমি। এখন অনেকটা সুস্থ বোধ করছি। সকলের ভালবাসা, চিন্তার জন্য আমি কৃতজ্ঞ। খুব শীঘ্রই ফিরব। ততদিন আমায় মনে রাখার জন্য ধন্যবাদ।'

জনপ্রিয় ওয়েব সিরিজ 'পঞ্চায়েত'-এ ফুলেরার জামাই অর্থাৎ গণেশের চরিত্রে অভিনয় করত। এছাড়াও 'পাতাললোক' ওয়েব সিরিজেও অভিনয় করেছেন। 

'পঞ্চায়েত'-এ আসিফ খান অভিনীত ফুলেরা গ্রামের জামাইয়ের চরিত্রটি সকলের প্রিয়। ফুলেরার পঞ্চায়েত অফিসে গ্রামের মেয়ের সঙ্গে বিয়ে করতে এসে জামাই গণেশ ও তাঁর বন্ধুদের কীর্তি এবং 'গজব বেইজ্জতি' ডায়লগ তারিফ কুড়িয়েছিল দর্শকদের। ফলে সেই অভিনেতার অসুস্থতার খবরে উদ্বিগ্ন হয়ে পড়েছেন অনুরাগীরা। 

 

POST A COMMENT
Advertisement