Param-Piya: চতুর্থীর দিন সামনে এল পরম-পিয়ার ছেলে, কী নাম রেখেছেন?

Param-Piya: জুনের ১ তারিখ মা হয়েছিলেন পিয়া চক্রবর্তী। আর বাবা হয়েছিলেন পরমব্রত। যদিও মা-বাবা হওয়ার পর থেকে তাঁদের সন্তানের মুখ আড়ালেই রেখেছিলেন তারকা দম্পতি। মাঝে মাঝে ঝলক দেখা গেলেও, মুখ কখনই সামনে আনেননি তাঁরা।

Advertisement
চতুর্থীর দিন সামনে এল পরম-পিয়ার ছেলে, কী নাম রেখেছেন?পরমব্রত-পিয়ার ছেলে এল সামনে
হাইলাইটস
  • জুনের ১ তারিখ মা হয়েছিলেন পিয়া চক্রবর্তী।

জুনের ১ তারিখ মা হয়েছিলেন পিয়া চক্রবর্তী। আর বাবা হয়েছিলেন পরমব্রত। যদিও মা-বাবা হওয়ার পর থেকে তাঁদের সন্তানের মুখ আড়ালেই রেখেছিলেন তারকা দম্পতি। মাঝে মাঝে ঝলক দেখা গেলেও, মুখ কখনই সামনে আনেননি তাঁরা। তবে দেবীপক্ষের শুরুতেই, চতুর্থীর দিনই পরম-পিয়ার ছেলের মুখ সামনে এল। এরই সঙ্গে জানা গেল তাঁদের ছেলের নামও।

পিয়া দুটো ছবি শেয়ার করেন ছেলের। একটা ছবিতে একরত্তিকে দেখা গিয়েছে নীল রঙের পোশাকে, মাথাতে কাজলের টিকা। একদৃষ্টে চেয়ে আছে ক্যামেরার দিকে। আর একটি ছবিতে চোখ বড় বড় করে ক্যামেরায় পোজ দিচ্ছে পরম-পুত্র। পিয়া এই দুই ছবি শেয়ার করে ক্যাপশনে লেখেন, নিষাদের (Nishad) সঙ্গে পরিচয় করুন। এরপরই পিয়া তাঁর ছেলের নাম নিষাদের অর্থ জানিয়েছেন। নিষাদ শব্দের অর্থ ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের সপ্তম সুর । আর একটি অর্থ হল, যাকে দুঃখ ছুঁতে পারে না।

পরম-পিয়ার ছেলের ভাল নাম নিষাদ হলেও ডাকনাম কিন্তু অন্য। সেটা হল নডি, ছোট্ট ছেলের বড় মাথা, জানিয়েছেন পিয়া। চতুর্থীর দিনই পরম-পিয়া তাঁদের একরত্তির মুখ দেখিয়ে দিলেন। প্রসঙ্গত, চলতি বছরের ফেব্রুয়ারিতেই পরম-পিয়া তাঁদের জীবনে তৃতীয়জনের আসার কথা ঘোষণা করেন। এরপর পিয়া খুব সুন্দরভাবেই তাঁর মাতৃত্বকালীন সময় উপভোগ করেন। জুনের প্রথমেই সন্তানের জন্ম দেন পিয়া। পরম ও পিয়া সোশ্যাল মিডিয়াতে এই খুশির খবর সকলের সঙ্গে শেয়ার করেন।

মাঝে মধ্যেই পরম ও পিয়া তাঁদের সন্তানের ঝলক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। কখনও সেখানে দেখা গিয়েছিল একরত্তির ছোট ছোট পা, কখনও মাথা আবার কখনও বা পরমের কোলে শুয়ে বোতলে দুধ খাচ্ছে। যদিও পুরো মুখ সামনে আনেননি তাঁরা কখনও। পরম ছেলেকে জুনিয়র বলে ডাকলেও ছেলের নামও এই প্রথমবার সামনে এল। পুজোর আগেই পরম-পিয়ার একরত্তিকে দেখতে পেয়ে তাঁদের ভক্ত-অনুরাগীরাও খুব খুশি।

Advertisement

 

POST A COMMENT
Advertisement