Parno Mitra: চিলি চিকেন খেয়েও মারকাটারি ফিগার, সিক্রেট জানালেন পার্নো

Parno Mitra: টলিউড ইন্ডাস্ট্রিতে অন্যতম জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে একজন পার্নো মিত্র। তাঁর অভিনয় দক্ষতা দারুণভাবে দর্শকদের মন জয় করেছে। পার্নো মিত্রের সৌন্দর্য এবং স্টাইলিং সবার নজর কাড়ে। ছকভাঙা স্টাইলিংয়ে সবাইকে মুগ্ধ করেন অভিনেত্রী।

Advertisement
চিলি চিকেন খেয়েও মারকাটারি ফিগার, সিক্রেট জানালেন পার্নোপার্নো মিত্র
হাইলাইটস
  • টলিউড ইন্ডাস্ট্রিতে অন্যতম জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে একজন পার্নো মিত্র। তাঁর অভিনয় দক্ষতা দারুণভাবে দর্শকদের মন জয় করেছে। পার্নো মিত্রের সৌন্দর্য এবং স্টাইলিং সবার নজর কাড়ে।

টলিউড ইন্ডাস্ট্রিতে অন্যতম জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে একজন পার্নো মিত্র। তাঁর অভিনয় দক্ষতা দারুণভাবে দর্শকদের মন জয় করেছে। পার্নো মিত্রের সৌন্দর্য এবং স্টাইলিং সবার নজর কাড়ে। ছকভাঙা স্টাইলিংয়ে সবাইকে মুগ্ধ করেন অভিনেত্রী। গ্ল্যামার দুনিয়ায় থাকতে গেলে অভিনেত্রীদের থাকতে হয় কড়া ডায়েট ও কঠোর পরিশ্রমের মধ্যে। খাওয়া-দাওয়াও করতে হয় মেপে। বিশেষ করে অতিরিক্ত তেলজাতীয় খাবার একেবারেই বারণ থাকে অভিনেত্রীদের। 

সেই তালিকা থেকে কোনওভাবেই বাদ নন পার্নো মিত্র। তবে অভিনেত্রী যে ডায়েট ভুলে এইভাবে গপাগপ খাবেন তা ভাবা যায়নি। আসলে ঋতাভরীর দিদি চিত্রাঙ্গদা তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে পার্নোর একটি ছোট ভিডিও পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে পার্নো স্যুপ খাচ্ছেন, তবে পাশে রাখা রয়েছে এক প্লেট চিলি চিকেন। পার্নোকে চিত্রাঙ্গদা সেখানে জিজ্ঞাসা করছেন যে এই চিলি চিকেন খেয়ে তুমি ডায়েট কর। সেই জবাবে অভিনেত্রী খুব লজ্জিত হয়েই জবাব দেন যে তিনি কী করবেন এই খেয়েই তিনি ডায়েট করেন। 

এমনিতে পার্নো খেতে খুব ভালোবাসেন, কিন্তু সেই সঙ্গে ক্যামেরার সামনে বাড়তি ওজন নিয়ে বিড়ম্বনাতেও পড়তে চান না, তাই তিনি খাওয়া-দাওয়া করেন খুব সাবধানে। নিজের ওজন যাতে না বাড়ে তার জন্য নিজেকে সবসময় শরীরচর্চার মধ্যে রাখেন তিনি। অভিনয়ের পাশাপাশি অভিনেত্রী দারুণভাবে ফ্যাশনিস্তাও বটে। শাড়ি থেকে ওয়েস্টার্ন ড্রেস সবেতেই দারুণভাবে সাবলীল তিনি। কিছু বছর আগে তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন। তবে এখন সম্পূর্ণভাবে রাজনীতি থেকে দূরেই রয়েছেন। অভিনয়ের দিকেই এখন পুরো মনোযোগ দিতে চান তিনি। 

 

পরপর বেশ কিছু ছবি রয়েছে পার্নো মিত্রর হাতে। যা মুক্তির অপেক্ষায়। পাকদণ্ডী, তারকার মৃত্যু, অঙ্ক কি কঠিন এই তিনটে সিনেমা মুক্তি পেতে চলেছে পার্নোর। কিছুদিন আগেই ওটিটি প্ল্যাটফর্মে পার্নোর হোমস্টে মার্ডার মুক্তি পেয়েছে। যেখানে তাঁর অভিনয় দারুণভাবে প্রশংসিত। তারকার মৃত্যু ছবিতে পার্নোকে দেখা যাবে রঞ্জিত মল্লিক ও ঋত্বিক চক্রবর্তীর সঙ্গে। 

Advertisement

POST A COMMENT
Advertisement