সেভাবে টলিউডের প্রথম সারির ছবিতে দেখা যায় না। যদিও তাঁর অভিনয় বেশ প্রশংসিত। নিজের কেরিয়ার জীবনে একাধিক চরিত্রে অভিনয় করলেও তিনি আজও অঞ্জন দত্তের রঞ্জনা হিসাবেই পরিচিত। তিনি যে সাহসী তা বহু আগেই প্রমাণ করেছেন পার্নো। আর এবারও সোশ্যাল মিডিয়ায় তাঁর ছোট্ট একটি ভিডিও নেট দুনিয়া তোলপাড় করল।
পার্নো মিত্রের সৌন্দর্য এবং স্টাইলিং সবার নজর কাড়ে। ছকভাঙা স্টাইলিংয়ে সবাইকে মুগ্ধ করেন অভিনেত্রী। শাড়ি থেকে ওয়েস্টার্ন সব পোশাকেই পার্নো দারুণভাবে সাবলীল। তবে অভিনেত্রী সম্প্রতি যে ভইডিও শেয়ার করেছেন, সেখানে পার্নোকে দেখা গিয়েছে নীল-সাদা চেক শার্টে। পরনে শুধুই শার্ট ও নীচে একেবারে ছোট শর্ট। এভাবেই তিনি তাঁর শীলের অলস দুপুর কাটান, সঙ্গে রয়েছে শরদিন্দু অমনিবাস। কখনও খোলা চুল নিয়ে খেলছেন আবার কখনও বা আঙুল চলে যাচ্ছে ঠোঁটে আবার কখনও শরদিন্দু অমনিবাসে মুখ লোকাচ্ছেন অভিনেত্রী আবার কখনও সোফায় শুয়ে আলসেমি ভাঙছেন। পার্নোর এই ভিডিও পোস্ট হতেই লাইক-কমেন্টের ঝড় বয়ে গিয়েছে।
ইন্ডাস্ট্রিতে মিষ্টি মেয়ে নামেই পরিচিত পার্নো। নিজেকে সবসময়ই একটু আলদা করে তুলে ধরার চেষ্টা করেন তিনি। কিছুদিন আগেই পার্নো মিত্র অভিনীত তারকার মৃত্যু ছবিটি মুক্তি পেয়েছে। তবে সেভাবে সফলতা পায়নি। টলিউডের প্রথম সারির ছবিতে দেখা যায় না অভিনেত্রীকে। তবে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে তাঁর অভিনীত ২টি ছবি মুক্তি পায়। বনবিবি ও সুজি কিউ। সোশ্যাল মিডিয়ায় ভালোই অ্যাক্টিভ থাকেন অভিনেত্রী। নিজের ফটোশ্যুটের একাধিক ছবি পোস্ট করে তিনি ভক্তদের মন জয় করে থাকেন।
অভিনয় জীবনের পাশাপাশি পার্নোর ব্যক্তিগত জীবনও বেশ চর্চিত। একসময় পরিচালক মৈনাক ভৌমিকের সঙ্গে সম্পর্ক ছিল বলে ইন্ডাস্ট্রিতে কানাঘুঁষো শোনা গিয়েছিল। এরপর এক হোটেল ব্যবসায়ীর সঙ্গেও চুটিয়ে প্রেম করলেও তা বিয়ে পর্যন্ত পৌঁছায়নি। আপাতত সিঙ্গল লাইফ এনজয় করছেন পার্নো। এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে অভিনেত্রী জানিয়েছিলেন যে তিনি প্রেম করছেন না। তিনি আপাতত তাঁর অলস জীবনই উপভোগ করছেন।