
মৌবনী সরকারের বিয়েআর মাত্র কয়েকদিনের অপেক্ষা। আর তারপরই জাদু সম্রাট পি সি সরকার (জুনিয়ার)-এর বাড়িতে বিয়ের সানাই বাজবে। সরকার পরিবারের মেজ মেয়ে মৌবনী সরকার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। আগামী ৩০ নভেম্বর মা-বাবার বাছাই করা পাত্রের গলাতেই মালা দেবেন টলিপাড়ার এক সময়কার অভিনেত্রী। বাড়িতে বিয়ে নিয়ে তোড়জোড় একেবারে তুঙ্গে। শনিবার মেয়ে মৌবনীকে আইবুড়ো ভাত খাওয়ালেন সরকার পরিবার।
শনিবার দুপুরে মৌবনীর আইবুড়ো ভাতের আয়োজন করা হয়েছিল। মা-বাবা, দিদি ও বোন মিলে মৌবনীর জন্য একাধিক পদের আয়োজন করেছিল। এদিন মৌবনী সেজেছিলেন বেগুনি রঙের সিল্কের শাড়ি ও সবুজ রঙা ব্লাইজে, সঙ্গে মানানসই গয়না, কপালে টিপ ও হালকা মেকআপ। তাতেই সরকার-কন্যাকে অপরূপ লাগছিল। রুপোর থালায় মৌবনীর জন্য পঞ্চব্যাঞ্জন সাজানো হল। ভাত, পাঁচ রকম ভাজা, ডাল, তরকারি, মাছের হরেক পদ। আর পায়েস তো থাকবেই। রুপোর চামচে করে মেয়েকে পায়েস খাইয়ে দেন বাবা পি সি সরকার। স্বাভাবিকভাবেই আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। হবু কনে মৌবনীও নিজের চোখের জল আটকে রাখতে পারেননি।

গত বছরই মুমতাজ সরকার জানিয়েছিলেন যে তাঁদের বিয়ের তোড়জোড় শুরু করে দিয়েছেন বাবা-মা। আর যে কারণে কাগজে বিজ্ঞাপন দিয়ে তিন মেয়ের জন্য পাত্র খোঁজা চলছিল। অবশেষে মৌবনীর জন্য পাত্র বাছাই করা হয়েছে। মৌবনীর হবু বরের নাম সৌম্য রায়। পেশায় স্কলার রিসার্চার তিনি। আগে বিদেশে থাকলেও এখন কলকাতাতেই থাকেন। মৌবনীর মতো সৌম্য শান্তশিষ্ট। সৌম্যর পরিবারেরও মৌবনীকে ভীষণ পছন্দ হয়েছে। পি সি সরকারের মেয়ের কথায় তিনি ঠিক যেমনটা শ্বশুরবাড়ি চেয়েছিলেন, তেমনই পেয়েছেন।

বিয়ে ঘিরে বাড়িতে হইহই ব্যাপার। মা-বাবার সঙ্গে দুই বোনও কোমর বেঁধে লেগে পড়েছেন তোড়জোড় করতে। বারাণসী থেকে বেনারসী শাড়ি এসেছে। একেবারে সাবেকি বাঙালি বধূ রূপেই সাজবেন মৌবনী। খাওয়া-দাওয়াতেও থাকবে বাঙালি ছোঁয়া। মৌবনীর পর এবার বিয়ের পিঁড়িতে মানেকা না মুমতাজ বসেন, সেটাই এখন দেখার।