Didi No 1: সময় বদল 'দিদি নম্বর ১'-এর, ১ ফেব্রুয়ারি থেকে রচনাকে কখন দেখা যাবে?

বাংলা রিয়্যালিটি শো-এর মধ্যে অন্যতম হল দিদি নম্বর ১। বাংলার ঘরে ঘরে এই শো দেখার জন্য দর্শকেরা অপেক্ষা করে থাকেন। এই শো-এর সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায় ঘরে ঘরে জনপ্রিয়তা পেয়ে গিয়েছেন। তবে এবার বড়সড় ধামাকা হতে চলেছে এই রিয়্যালিটি শো-তে।

Advertisement
সময় বদল 'দিদি নম্বর ১'-এর, ১ ফেব্রুয়ারি থেকে রচনাকে কখন দেখা যাবে?দিদি নং ১
হাইলাইটস
  • বাংলা রিয়্যালিটি শো-এর মধ্যে অন্যতম হল 'দিদি নম্বর ১'।

বাংলা রিয়্যালিটি শো-এর মধ্যে অন্যতম হল দিদি নম্বর ১। বাংলার ঘরে ঘরে এই শো দেখার জন্য দর্শকেরা অপেক্ষা করে থাকেন। এই শো-এর সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায় ঘরে ঘরে জনপ্রিয়তা পেয়ে গিয়েছেন। তবে এবার বড়সড় ধামাকা হতে চলেছে এই রিয়্যালিটি শো-তে। শুধু তাই নয়, বিরাট এক বদল হবে ১ ফেব্রুয়ারি থেকে। চ্যানেলের পক্ষ থেকে এক ভিডিও পোস্ট তা জানানো হয়েছে। 

'দিদি নম্বর ১' মানেই সেখানে তারকা থেকে সাধারণ মানুষের আড্ডা দিদি রচনার সঙ্গে। আর তারকাদের হাঁড়ির খবর জানান পারফেক্ট জায়গা হল দিদি নম্বর ১। এখানে রচনা অভিনেত্রীদের হাঁড়ির খবর নিয়ে থাকেন আবার কেউ কেউ নিজে থেকেই দিদিকে জানিয়ে দেন তাঁদের ব্যক্তিগত জীবনের খবর। সেই 'দিদি নম্বর ১'-এর সময় বদলে যাবে ১ ফেব্রুয়ারি থেকে। পুরনো সময়ের বদলে নতুন সময়ে দেখা যাবে এই শো। 

চ্যানেলের পক্ষ থেকে পোস্ট করা এক ভিডিওতে রচনা জানিয়েছেন যে ১ ফেব্রুয়ারি থেকে এই শোয়ের সময় বদলে যাচ্ছে। আগে সোম থেকে শনি এই শোয়ের সময় ছিল রাত সাড়ে আটটা আর শুধুমাত্র রবিবার বিকেল সাড়ে চারটের সময় এই 'দিদি নম্বর ১' সম্প্রচার হত। কিন্তু ১ ফেব্রুয়ারি থেকে সময় বদলে গেল। ফেব্রুয়ারির প্রথমদিন থেকেই এই শোয়ের সময় পাকাপাকিভাবে হল সাড়ে চারটে। অর্থাৎ ১ ফেব্রুয়ারি থেকে সোম থেকে রবি বিকেল সাড়ে চারটের সময় এই শো সম্প্রচার হবে। 

এর আগে শুধুমাত্র রবিবারই বিকেল সাড়ে চারটের সময় এই শো দেখানো হত। তবে এই প্রথম নয়, এর আগেও দিদি নম্বর ১ শো-এর সময় বদলেছে। ২০২৪ সালে এই জনপ্রিয় শো বিকেল সাড়ে ৫ টার সময় বদলে বিকেল সাড়ে ৪টের সময় সম্প্রচার হবে। এরপর ফের দিদি নম্বর ১-এর স্লট বদলে যায়। সোম থেকে শনি এই শো সাড়ে আটটায় এবং রবিবার সাড়ে চারটের সময় সম্প্রচার হবে। তবে ১ ফেব্রুয়ারি থেকে সপ্তাহের সাতদিনই বিকেল সাড়ে চারটের সময় এই দিদি নম্বর ১ দেখানো হবে।   

Advertisement

POST A COMMENT
Advertisement