Ranveer Allahbadia: কলকাতায় দুর্গাপুজোয় ধুনুচি নাচ বিতর্কিত ইউটিউবার রণবীর আলাহাবাদিয়ার, VIDEO

Ranveer Allahbadia: মা-বাবাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করে বিপাকে পড়েছিলেন Beer Bicep-এর এলাহাবাদিয়া (Ranveer Allahbadia)। তাঁর নামে একাধিক রাজ্য থেকে একাধিক এফআইআর দায়ের করা হয়েছিল। বেশ কিছুদিনের জন্য বন্ধ করতে হয়েছিল রণবীর এলাহাবাদিয়ার পডকাস্ট শো।

Advertisement
কলকাতায় দুর্গাপুজোয় ধুনুচি নাচ বিতর্কিত ইউটিউবার রণবীর আলাহাবাদিয়ার, VIDEOকলকাতায় রণবীর আলাহাবাদিয়া
হাইলাইটস
  • পুজোর কয়েকদিন কলকাতাতেই কাটাচ্ছেন রণবীর।

মা-বাবাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করে বিপাকে পড়েছিলেন Beer Bicep-এর রণবীর আলাহাবাদিয়া (Ranveer Allahbadia)। তাঁর নামে একাধিক রাজ্য থেকে একাধিক এফআইআর দায়ের করা হয়েছিল। বেশ কিছুদিনের জন্য বন্ধ করতে হয়েছিল রণবীর আলাহাবাদিয়ার পডকাস্ট শো। তবে এইসব বিতর্ক অতীত। দুর্গাপুজোর আগে আগেই কলকাতায় হাজির রণবীর আলাহাবাদিয়া। প্রথমবার শহরের পুজো ঘুরে দেখলেন রণবীর। সঙ্গে করলেন ধুনুচি নাচও। সোশ্যাল মিডিয়ায় যা রীতিমতো ভাইরাল। 


পুজোর কয়েকদিন কলকাতাতেই কাটাচ্ছেন রণবীর। লাল পাঞ্জাবি আর সাদা ধুতি পরে নিজের সোশ্যাল মিডিয়া পেজে ছবি দিয়েছেন জনপ্রিয় ইউটিউবার। কখনও ফুচকা খাচ্ছেন আবার কখনও বা লুচি-ছোলার ডাল। আর সঙ্গে এই শহরের পুজো ঘুরে দেখছেন রণবীর। এরই মাঝে রণবীর ধুনুচি নাচের ভিডিও পোস্ট করেন সোশ্যাল মিডিয়া পেজে। হাতে ধুনুচি নিয়ে নাচলেন ইউটিউবার। সকলের সঙ্গে মিলে ধুনুচি নাচের সিগনেচার পোজ দেওয়ার চেষ্টা করেন রণবীর। এই প্রথমবার তিনি এই অভিজ্ঞতা সঞ্চয় করলেন। 

এই ভিডিও শেয়ার করে রণবীর তাঁর ক্যাপশনে বাংলায় লেখেন, 'তোমার উষ্ণতা এবং স্নেহ এত প্রিয়! পৃথিবী দেখেছি, কিন্তু অন্য কোথাও এই ধরণের আতিথেয়তা পাইনি। তোমাকে ভালোবাসি বাংলা! এই ৩ দিনে দারুন খাবার খেয়েছি। অনেক প্যান্ডেল দেখেছি। আমার দল ৩টি অসাধারণ তথ্যচিত্রের শুটিং করেছে। আরও আসছে। তোমার সমস্ত সৌন্দর্য গ্রহণ করছি। এবং তারপর আমি এটি বিশ্বের সাথে ভাগ করে নেওয়ার আশা করি!আমাদের কাজের জন্য প্রার্থনা করুন। শুভ দুর্গা পুজো!' আর এই পোস্ট দেখেই স্পষ্ট রণবীরের কলকাতায় আসার উদ্দেশ্য। জনপ্রিয় ইউটিউবারের ভিডিও ইতিমধ্যেই ভিউয়ার্সের সংখ্যা ২ লক্ষ পেরিয়ে গিয়েছে। 

কয়েকমাস আগেই বিতর্কে জড়িয়েছিলেন রণবীর। 'ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট' (India's Got Latent) -এ এসে রণবীর মা-বাবার যৌনতা নিয়ে প্রশ্ন করেন। এই মন্তব্য ইউটিউবে প্রকাশ পাওয়ার পরেই তা ভাইরাল হয়ে যায়। চূড়ান্ত কটাক্ষের শিকার হল রণবীর। পডকাস্টের দুনিয়ায় জনপ্রিয় রণবীরের এ হেন মন্তব্য শুনে সোশ্যাল মিডিয়ায় ওঠে সমালোতনার ঝড়। এফআইআর সহ এই ঘটনার রেশ পৌঁছায় সুপ্রিম কোর্টেও। তবে এখন শীর্ষ আদালত থেকে তাঁকে স্বস্তি দেওয়া হয়েছে। আবার নতুন করে পডকাস্ট চালু করেছেন রণবীর।

Advertisement

          

POST A COMMENT
Advertisement