scorecardresearch
 

Porimoni: 'সেই ভুল মানুষকে ছেড়ে... বুকের মধ্যে জাপটে ধরে ছিল,' হাসি মুখেই তিক্ত দিনের গল্প বললেন পরীমনি

bangladeshi Actress Porimoni: কাজের পাশাপাশি ছোট্ট ছেলে- মেয়েকে নিয়ে তুমুল ব্যস্ততা পরীমনির। এক প্রকার একা হাতেই সামলাচ্ছেন দুই বাচ্চাকে। আলোচনায় থাকেন অভিনেত্রী। কখনও ব্যক্তিগত জীবন, তো কখনও কাজের জন্য তাঁকে নিয়ে চর্চার শেষ নেই। 

Advertisement
পরীমনি পরীমনি

ঢালিউড নায়িকা পরীমনি (Porimoni) এখন দুই সন্তানের মা। ছেলের জন্মের প্রায় বছর দেড়েক পরে কন্যা সন্তান দত্তক নিয়েছেন অভিনেত্রী, যার তিনি 'সিঙ্গেল মাদার'। কাজের পাশাপাশি ছোট্ট ছেলে- মেয়েকে নিয়ে তুমুল ব্যস্ততা তাঁর। এক প্রকার একা হাতেই সামলাচ্ছেন দুই বাচ্চাকে। আলোচনায় থাকেন অভিনেত্রী। কখনও ব্যক্তিগত জীবন, তো কখনও কাজের জন্য তাঁকে নিয়ে চর্চার শেষ নেই। 

জীবনের নানা ঝর পেরিয়ে, আজ পরী অনেকটাই পরিণত। ভাল আছেন তিনি। একথা নিজেই বারবার প্রকাশ্যে জানিয়েছেন। মঙ্গলবার বাংলাদেশের গ্ল্যামারাস নায়িকা পরীমনি একটি ছবি শেয়ার করেন তাঁর সোশ্যাল পেজে। তাঁর কোলে রয়েছে  তিন সন্তান। দুই ছেলে-মেয়ে ও একটি পোষ্য। অভিনেত্রীর মুখের হাসি ইঙ্গিত দেয় অনেক কিছুর। তবে তাঁর পোস্টের ক্যাপশন দেখলেই নিশ্চিত হওয়া যায়, তাঁর সুখী থাকার কথা। ডিভোর্স অ্যানিভার্সারিতে এই বিশেষ পোস্টটি করেন পদ্মাপাড়ের নায়িকা। 

পরীমনি লিখেছেন, "আজ এখন যখন আমি আমার দিকে দেখি, আমি দেখতে পাই একজন পরিপূর্ণ সুখী মানুষকে। এই জীবনে কষ্ট থাকুক। সেটা কেবল বড় হওয়ার কষ্ট। আমি সেই কষ্টটা আনন্দ নিয়েই করতে চাই। কিন্তু অন্যের ছেড়ে যাওয়ার কষ্ট পেতে দেবো না আর নিজেকে আমি। এই তো কেমন হাসতে খেলতে ওদের নিয়ে জীবন উদযাপন করছি। আমার মানিকজোড়, একদিন আমরা সত্যি ঐ আকাশ ছোঁব দেখিস। আজ থেকে এক বছর আগে আমার জীবনের সেই ভুল মানুষকে ছেড়ে দিয়েছিলাম। এক বুক হাহাকার, হতাশা আর বুকের মধ্যে জাপটে ধরে ছিল আমার ছোট্ট বাচ্চা ছেলেটা! কিন্তু দেখো, আজ আমরা একটু একটু করে নিজেদের মতো ভালো থাকতে শিখে গেছি। আজ আর সেই ভুল মানুষের কোন অস্তিত্ব নেই আমাদের কারোর জীবনে। না সেটা আমার বা আমার ছেলের! শুকরিয়া। আমারা ভাল আছি । হ্যাপি ডিভোর্স অ্যানিভার্সারি পরী!" 

Advertisement

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Pori Moni (@pori.moni.902)

 

পরীমনির পাশাপাশি আলোচনায় থাকেন নায়িকার প্রাক্তন স্বামী শরিফুল রাজও। বিচ্ছেদ হয়ে গিয়েছে জুটির। রাজ - পরীর সংসারে আগমন হয় তৃতীয় ব্যক্তির। সেই থেকেই সমস্যার শুরু। চারবার বিবাহ বিচ্ছেদ হওয়ার পর, বিয়ে করেন পরীমনি ও শরীফুল রাজ। ২০১০ সালে পরীমনির প্রথম বিয়ে হয় তাঁর আত্মীয় ইসমাইল হোসেনের সঙ্গে। মাত্র দু'বছর সংসার করার পর, ২০১২ সালে সেই সংসার ভেঙে যায়। সেই বছরই ফুটবলার ফেরদৌস কবির সৌরভের সঙ্গে পরীর বিয়ে হয়। এই বিয়ে টিকেছিল বছর সাতেক। ২০১৯ সালে এই বিয়েও ভেঙে যায় এবং সেই বছর সাংবাদিক ও আরজে তামিম হাসানকে বিয়ে করেন পরীমনি। যদিও সেই বিয়ের বয়স ছিল খুবই অল্প দিন। শোনা যায়, ২০২০ সালে চলচ্চিত্র নির্মাতা ও অভিনেতা কামরুজ্জামান রনির সঙ্গে হঠাৎ করেই বিয়ের কথা জানান পরীমনি। এই বিয়েও  অল্প দিনের মধ্যেই ভেঙে যায়।

চতুর্থবার বিয়ে ভাঙার পর, ২০২২ সালের জানুয়ারি মাসে জনসমক্ষে বিয়ে করেন পরীমনি ও শরীফুল রাজ। যদিও শোনা যায় ২০২১ সালের ১৭ অক্টোবর রাজের সঙ্গে গোপনে বিয়ে করেছিলেন নায়িকা। গিয়াসউদ্দিন সেলিমের 'গুনিন' ছবিতে কাজ করতে গিয়ে কাছাকাছি আসেন দুই তারকা। এবছরের জানুয়ারিতে অন্তঃসত্ত্বা হওয়ার খবর দেন এই তারকা দম্পত্তি। গত ১০ অগাস্ট রাজ-পরীর কোলজুড়ে আসে এক পুত্র সন্তান। তবে গত এক বছর ধরে তাঁরা আলাদা থাকছেন। 


 

Advertisement