Hiya Dey-Arshia Mukherjee: পটলকুমার-ভুতু একই ফ্রেমে, ৮ বছরের দীর্ঘ বন্ধুত্ব উদযাপন হিয়া-আর্শিয়ার

Hiya Dey-Arshia Mukherjee: আট বছর পেরিয়ে গেলেও এই দুই সিরিয়ালের জনপ্রিয়তা কিন্তু একটুও কমেনি। আর এই দুই সিরিয়ালের মাধ্যমে দর্শক পেয়েছিল দুই শিশুশিল্পীকে। ইন্ডাস্ট্রিতে এখনও হিয়ার পরিচয় পটলকুমার নামেই। আর অন্য দিকে, আর্শিয়াকে হিন্দি সিরিয়ালের জগতেও সকলে চেনেন ‘ভুতু’ নামে। বহুদিন পর হিয়া ও ভুতুকে পাওয়া গেল একই ফ্রেমে।

Advertisement
পটলকুমার-ভুতু একই ফ্রেমে, ৮ বছরের দীর্ঘ বন্ধুত্ব উদযাপন হিয়া-আর্শিয়ারহিয়া দে ও আর্শিয়া মুখোপাধ্যায়
হাইলাইটস
  • ২০১৫ সাল। দুই চ্যানেলে শুরু হয় দুটি সিরিয়াল। একটির নাম ভুতু আর অপরটির নাম পটলকুমার গানওয়ালা
  • আট বছর পেরিয়ে গেলেও এই দুই সিরিয়ালের জনপ্রিয়তা কিন্তু একটুও কমেনি। আর এই দুই সিরিয়ালের মাধ্যমে দর্শক পেয়েছিল দুই শিশুশিল্পীকে।

২০১৫ সাল। দুই চ্যানেলে শুরু হয় দুটি সিরিয়াল। একটির নাম ভুতু আর অপরটির নাম পটলকুমার গানওয়ালা। ভুতু-তে শিশুশিল্পী আর্শিয়া মুখোপাধ্যায়কে দেখে দর্শকেরা দারুণ মজা পায়। মিষ্টি এক ছোট্ট ভুত রীতিমতো বাঙালি দর্শকদের মন জয় করে নিয়েছিল। অন্যদিকে পটলকুমার সিরিয়ালে হিয়া দে ওরফে পটলকুমারও তার অভিনয় দিয়ে দর্শকদের কাছে জনপ্রিয়তা অর্জন করে। 

আট বছর পেরিয়ে গেলেও এই দুই সিরিয়ালের জনপ্রিয়তা কিন্তু একটুও কমেনি। আর এই দুই সিরিয়ালের মাধ্যমে দর্শক পেয়েছিল দুই শিশুশিল্পীকে। ইন্ডাস্ট্রিতে এখনও হিয়ার পরিচয় পটলকুমার নামেই। আর অন্য দিকে, আর্শিয়াকে হিন্দি সিরিয়ালের জগতেও সকলে চেনেন ‘ভুতু’ নামে। বহুদিন পর হিয়া ও ভুতুকে পাওয়া গেল একই ফ্রেমে। 

সিরিয়ালে সিরিয়ালে প্রতিযোগিতা থাকলেও হিয়া ও আর্শিয়ার মধ্যে কিন্তু বন্ধুত্ব দারুণ। ছোটবেলার সেই স্মৃতিতেই ফিরে গেলেন হিয়া। আট বছর পেরিয়ে গেলেও ছোটবেলার সেই বন্ধুত্ব এখনও যে অটুট তা জানিয়ে দিলেন পটলকুমার। ইনস্টাগ্রামে পুরনো এক ছবি শেয়ার করে নিল হিয়া। পাশাপাশি দুই বন্ধুর দুই সময়ের ছবি। এক দিকে ছোট্ট পটল আর ভুতু, আর অন্য পাশে হিয়া এবং আর্শিয়া। দুই সময়েই এই দুজন ব্যস্ত সেলফি তোলায়। এমনই এক মিষ্টি ছবি শেয়ার করে হিয়া লেখেন, সেলফি তোলায় রানি, সেই ২০১৫ সাল থেকে।” স্কুলের গণ্ডি না পার করলেও দু’জনেই এখন বড় হয়ে গিয়েছে। এই দুজনকে একসঙ্গে দেখে অনেকেই কমেন্ট করে পুরনো দুই সিরিয়ালের কথা মনে করিয়ে দেয়।   

হিয়ার ইনস্টাগ্রাম পোস্ট ও ভিডিওকে কেন্দ্রে করে মাঝে মধ্যেই বিতর্কের মুখে পড়তে হয় পটলকুমারকে। আর্শিয়াও এখন পড়াশোনা করছে। হিয়া ও আর্শিয়া এখন দুজনেই টেলিভিশন জগত থেকে দূরে রয়েছে। হিয়ার ইচ্ছা পড়াশোনার পাশাপাশি সে ভবিষ্যতে প্রযোজক হবে।   

Advertisement

POST A COMMENT
Advertisement