
গ্রেফতার বাঙালি প্রযোজক শ্যামসুন্দর দে। কয়েক মাস আগেই অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায় এই প্রযোজকের বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ এনেছিলেন। শনিবার কলকাতা থেকে প্রযোজককে গ্রেফতার করে মুম্বই পুলিশ। শ্যামসুন্দর দে-এর গ্রেফতারের পর স্বাভাবিকভাবেই খুশি অভিনেত্রী।
কিছুমাস আগেই পূজা সোশ্যাল মিডিয়ায় একটি ভিডি পোস্ট করেছিলেন। নাম না করেই তিনি এই প্রযোজকের বিরুদ্ধে অভইযোগ এনে বলেছিলেন যে তাঁদের এক পুরনো বন্ধু অভিনেত্রী ও তাঁর স্বামীকে সর্বস্বান্ত করেছেন। আর্থিকভাবে সব কেড়ে নিয়েছেন। পূজা তাঁকে অন্ধের মতো বিশ্বাস করতেন। এই অভিযোগ আনার পরই সকলে নড়েচড়ে বসেন। এরপরেই অভিযুক্ত প্রযোজকের স্ত্রী সোশ্যাল মিডিয়ায় পূজার বিরুদ্ধে পাল্টা অভিযোগ এনে জানান যে গোয়ায় নিয়ে গিয়ে পূজা তাঁর স্বামীকে আর্থিক প্রতারণা করেছেন। মানসিক এবং শারীরিক নির্যাতন করেছেন। শ্যামসুন্দর দে গোয়া পুলিশের কাছে লিখিত অভিযোগ করেছিলেন। সেই সময় সমস্ত দায় তিনি চাপিয়ে দেন অভিনেত্রী আর তাঁর স্বামীর উপরে।
সূত্রের খবর, এই মামলায় শনিবার শ্যামসুন্দর দে-কে কলকাতা থেকেই গ্রেফতার করে মুম্বই পুলিশের একটি দল। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে অভিনেত্রীর অভিযোগের সত্যতা খতিয়ে দেখা হবে বলে জানা গেছে। এদিন এক সংবাদমাধ্যমকে পূজা বলেন যে এই বিষয়টি নিয়ে তিনি তিন মাস আগে মুম্বই পুলিশের দ্বারস্থ হয়েছিলেন। শ্যামসুন্দর দে গ্রেফতারে স্বস্তি পেয়েছেন অভিনেত্রী।
পূজার প্রথম থেকেই ভরসা ছিল আইনের ওপর। প্রসঙ্গত, শনিবার রঘু ডাকাত-এর গ্র্যান্ড ট্রেলার মুক্তির দিন শহরে উপস্থিত ছিলেন পূজা। নেতাজি ইনডোরে দেবের সঙ্গে তাঁর পারফর্ম ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। গত বছর থেকে মুম্বইতে নিজের পুজো শুরু করেছেন পূজা। এই বছর অভিনেত্রীর পূজা দ্বিতীয় বছরে পা দেবে। আর দেবীপক্ষের আগেই এই খবরে তাঁর পুজোর আনন্দ যে দ্বিগুণ করেছে, তা বলাই বাহুল্য।