Mamata Banerjee-Tollywood: 'ওয়ার ২' বনাম 'ধূমকেতু'! মমতাকে চিঠি দেব-প্রসেনজিৎদের

Mamata Banerjee-Tollywood: একইদিনে বাংলা ছবি ও হিন্দি ছবি মুক্তি পেলে এ রাজ্যে টলিউডকেই পিছনে ফেলে দেয় বলিউড। কয়েক বছর ধরেই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি নিজের রাজ্যেই কদর পায় না। যার জন্য দায়ি বলিউডের বিগ বাজেটের সিনেমা। গত কয়েক বছর ধরেই এই বৈষম্যের শিকার বাংলা ছবি। এর আগেও একাধিক হিন্দি ছবির দাপটে প্রাইম টাইমে শো দেওয়া হয়নি বাংলা ছবিকে।

Advertisement
'ওয়ার ২' বনাম 'ধূমকেতু'! মমতাকে চিঠি দেব-প্রসেনজিৎদের মুখ্যন্ত্রীকে চিঠি দেব-প্রসেনজিৎদের
হাইলাইটস
  • একইদিনে বাংলা ছবি ও হিন্দি ছবি মুক্তি পেলে এ রাজ্যে টলিউডকেই পিছনে ফেলে দেয় বলিউড।

একইদিনে বাংলা ছবি ও হিন্দি ছবি মুক্তি পেলে এ রাজ্যে টলিউডকেই পিছনে ফেলে দেয় বলিউড। কয়েক বছর ধরেই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি নিজের রাজ্যেই কদর পায় না। যার জন্য দায়ি বলিউডের বিগ বাজেটের সিনেমা। গত কয়েক বছর ধরেই এই বৈষম্যের শিকার বাংলা ছবি। এর আগেও একাধিক হিন্দি ছবির দাপটে প্রাইম টাইমে শো দেওয়া হয়নি বাংলা ছবিকে। এর আগেও  একাধিক পরিচালক-প্রযোজক, অভিনেতাদের এই নিয়ে প্রতিবাদ করতে দেখা গিয়েছে। টলিউডের অন্দরে এই নিয়ে ক্ষোভ ছিল। এবার সেই ক্ষোভ চিঠির আকারে গেল খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। 

গত কয়েক বছর ধরেই রাজ্যের সিঙ্গল স্ক্রিন মাল্টিপ্লেক্সে একটা অদৃশ্য চাপ কাজ করছে। অভিযোগ উঠেছে, কিছু হিন্দি ছবির ডিস্ট্রিবিউটররা হল মালিকদের কাছে শর্ত পাঠিয়ে চিঠি লিখেছেন। যেখানে তাদের দাবি বাংলা ছবির সঙ্গে শো ভাগ করা চলবে না। এর ফলে বাংলা ছবিগুলো দিনের প্রাইম টাইম স্লটে শোয়ের সময় পাচ্ছে না। যার ফলে বাংলা ছবির ব্যবসা মার খাচ্ছে। এই পরিস্থিতিতে বাংলার সিনেমার দুই মহারথী—প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও দেব, সঙ্গে রয়েছেন প্রযোজক শ্রীকান্ত মোহতা, নিসপাল সিং রানে, পরিচালক-অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্যায় এবং সৃজিত মুখোপাধ্যায়—মিলিতভাবে সরাসরি চিঠি পাঠিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে।

চিঠিতে স্পষ্টভাবে দাবি করা হয়েছে, মহারাষ্ট্রে, পঞ্জাবে, দক্ষিণ ভারতে কেউ এমন শর্ত চাপিয়ে দেয় না, কিন্তু বাংলায় কেন বাংলা ছবিকে এই অপমান সহ্য করতে হবে? কেন নিজেদের রাজ্যেই মাথা তুলে দাঁড়াতে পারবে না বাংলা সিনেমা? পরিচালক-প্রযোজকদের লেখা মুখ্যমন্ত্রীকে এই চিঠিতে আবেদন করা হয় যে সারা বছর রাজ্যের সব সিনেমাহলে বাংলা ছবিকে প্রাইম টাইম শো দেওয়াটা বাধ্যতামূলক করা হোক। বাংলা সিনেমা যেন তার সম্মান, ঐতিহ্য আর গৌরব ফিরে পায়, এই দায়িত্ব বাংলার মুখ্যমন্ত্রীর হাতে তুলে দিলেন তাঁরা। এই প্রসঙ্গে পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় bangla.aajtak.in-কে এই চিঠি পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন যে বাংলা সিনেমার স্বার্থে এই চিঠি পাঠানো হয়েছে। কোনও ছবি মুক্তি পাওয়ার পর তার ডিস্ট্রিবিউশন কীভাবে হবে, সিনেমা হলে শো কীভাবে পাবে, সবটা নিয়েই এই চিঠি লেখা হয়েছে। পরিচালক এও জানিয়েছেন যে ৭ অগাস্ট নন্দনে মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে এই নিয়ে বৈঠকও রয়েছে। সেখানেই গোটাটা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা হবে। 

Advertisement

এখানে উল্লেখ্য, আগামী ১৪ অগাস্ট মুক্তি পাবে পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের ধূমকেতু। যা নিয়ে দর্শকদের মধ্যে প্রবল উত্তেজনা ইতিমধ্যেই দেখা গিয়েছে। অপরদিকে, ১৫ অগাস্ট মুক্তি পাচ্ছে হৃত্বিক রোশন ও কিয়ারা আদবাণীর ওয়ার ২। আর সূত্রের খবর, ওয়ার ২-এর ডিস্ট্রিবিউটাররা ইতিমধ্যেই শর্ত রেখেছেন যে তারা এ রাজ্যে কোনও বাংলা ছবির সঙ্গে শো ভাগ করে নেবেন না। যদিও কৌশিক গঙ্গোপাধ্যায় জানিয়েছেন যে শুধুমাত্র ধূমকেতু নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি লেখা হয়নি, বরং গোটা বাংলা সিনেমার ভবিষ্যৎ নিয়েই মুখ্যমন্ত্রীকে এই চিঠি লেখা হয়েছে।  

POST A COMMENT
Advertisement