Prosenjit Chatterjee: বি-টাউনের জমি আরও শক্ত প্রসেনজিতের! টলিউডের পরে এবার বলিউডে নয়া ভূমিকায়

Prosenjit Chatterjee Big News: নীরজ পাণ্ডের নতুন ওয়েব সিরিজ 'খাকি:দ্য বেঙ্গল চ্যাপটার' ইতিমধ্যে স্ট্রিমিং হচ্ছে এবং যথেষ্ট প্রশংসা কুড়াচ্ছে। সিরিজের প্রচার নিয়ে বি-টাউনে ব্যস্ত প্রসেনজিৎ।

Advertisement
বি-টাউনের জমি আরও শক্ত প্রসেনজিতের! টলিউডের পরে এবার বলিউডে নয়া ভূমিকায়    প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

বলা হয়, তিনিই 'ইন্ডাস্ট্রি'। যদিও তিনি নিজেকে 'ইন্ডাস্ট্রি' বলতে নারাজ। উল্টে নিজেকে 'টলিউডের জ্যেষ্ঠ পুত্র' বলেন তিনি।  গত প্রায় চার দশক ধরে দর্শকদের মনের একেবারে কাছেই রয়েছেন। কথা হচ্ছে অভিনেতা, প্রযোজক তথা পরিচালক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিয়ে। এই মুহূর্তে টলিউডের 'বুম্বাদা' ব্যস্ত মায়ানগরীতে।

নীরজ পাণ্ডের নতুন ওয়েব সিরিজ 'খাকি:দ্য বেঙ্গল চ্যাপটার' ইতিমধ্যে স্ট্রিমিং হচ্ছে এবং যথেষ্ট প্রশংসা কুড়াচ্ছে। সিরিজের প্রচার নিয়ে বি-টাউনে ব্যস্ত প্রসেনজিৎ। মুম্বই- কলকাতায় তাঁর নিয়মিত যাতায়াত লেগেই রয়েছে। এরই মধ্যে শোনা যাচ্ছে বড় খবর। বলিউডে নিজের মাটি আরও শক্ত করছেন অভিনেতা। 

স্টুডিও পাড়ার খবর, এবার হিন্দি ধারাবাহিক প্রযোজনা করতে চলেছেন প্রসেনজিৎ। যদিও বহুদিন ধরেই বাংলা ধারাবাহিকের প্রযোজক তিনি। তাঁর প্রযোজনা সংস্থা এন আইডিয়াজের ব্যানারে 'মহানায়ক', 'আলোর কোলে', 'অমর সঙ্গী-র মতো জনপ্রিয় ধারাবাহিক রয়েছে। বর্তমানে জি বাংলা চলছে তাঁর প্রযোজিত 'মিত্তির বাড়ি' ধারাবাহিকটি। টিনসেন টাউনে গুঞ্জন, এবার হিন্দি মেগাতেও প্রযোজক হিসাবে দেখা যাবে তাঁকে।

খবর অনুযায়ী, 'কভি নিম নিম কভি শহদ শহদ' নামে একটি ধারাবাহিক প্রযোজনা করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। নতুন এই  ধারাবাহিকটিতে অভিনয় করবেন 'কুমকুম ভাগ্য' খ্যাত আরবার কাজি ও আফিয়া তয়বালি। সাহেব ভট্টাচার্য ও সুস্মিতা দে অভিনীত 'কথা'-র হিন্দি রিমেক নাকি হতে চলেছে প্রসেনজিতের প্রযোজনা সংস্থার ব্যানারে। যদিও এপ্রসঙ্গে অভিনেতা বা তাঁর সংস্থার তরফে কোনও কিছু জানানো হয়নি এখনও। 

প্রসঙ্গত,  লীনা গঙ্গোপাধ্যায়, শৈবাল বন্দ্যোপাধ্যায়, সুশান্ত দাস, স্নেহাশিস চক্রবর্তীদের মতো একাধিক বাংলা টেলিভিশনের প্রযোজক হিন্দি টেলিভিশনে প্রযোজক হিসাবে সফলভাবে কাজ করছেন। এবার সেই তালিকায় নাম জুড়তে চলেছে প্রসেনজিতেও।


 

POST A COMMENT
Advertisement