
উত্তরবঙ্গের পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। ভারী বৃষ্টি, ধস, আটকে রাস্তা। এরকম ভয়ঙ্কর অবস্থায় আটকে বহু পর্যটক। মৃত্যু হয়েছে একাধিক জনের। উত্তরবঙ্গের শোচনীয় এই অবস্থার মধ্যেই রবিবার রেড রোডে কার্নিভালের আয়োজন করা হয়। যেখানে টলিউডের অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে প্রসেনজিৎকেও দেখা গিয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নাচতেও দেখা যায় বাংলা ইন্ডাস্ট্রির জ্যেষ্ঠ পুত্রকে। সোমবার রাতে প্রসেনজিৎ উত্তরবঙ্গের পরিস্থিতি নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই নেটিজেনের একাংশ ট্রোল করতে শুরু করেন অভিনেতাকে।
দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং, মিরিক সহ বাংলার পাহাড় ভাসছে। ভয়াবহ অবস্থার মুখোমুখি হয়েছেন পাহাড়ের বাসিন্দারা। ভেঙে পড়ছে ব্রিজ, ভেসে গিয়েছে হোমস্টেড, বন্ধ সড়ক যোগাযোগ ব্যবস্থা। এরকম পরিস্থিতির মধ্যেও কার্নিভাল কেন বাতিল করে দেওয়া হল না, তা নিয়ে রবিবার থেকেই রাজ্য সরকারকে সাধারণ মানুষের প্রশ্নের মুখে পড়তে হয়েছিল। এবার সেই রোষ গিয়ে পড়ল টলিপাড়ার অভিনেতা প্রসেনজিতের ওপরও। সোমবার একটু রাতের দিকে প্রসেনজিৎ লেখেন, কুচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই মুহূর্তে সারা দেশ এবং সমগ্র দেশের নিঃস্বার্থ সহযোগিতা পাক এই আশা রাখি। মানুষ ও প্রকৃতি সামঞ্জস্য হারালে সচেতনতা এবং সদুদ্যোগ একমাত্র উপায় ঘুরে দাঁড়ানোর।
প্রসেনজিৎ-এর এই লেখা পোস্ট হতেই তাঁকে ট্রোল করতে শুরু করে দেন নেটিজেনদের একাংশ। কেউ লেখেন, স্টেজে নেচে এতক্ষণে সময় হয়েছে ইন্ডাস্ট্রির। আবার কেউ লেখেন, কার্নিভালে নাচুন। কেউ লেখেন, কার্নিভালে নাচুন লাগবেনা আপনাদের মতো ছোটলোকদের সাহায্য। কেউ লেখেন, আগে আপনাদের অন্য রকম মানুষ ভাবতাম। এখন দেখি পুরো টলিউডের বেশিরভাগ মানুষই পুরো ধান্দাবাজ। সব চটির তলায় নিজেদের বিক্রি করে দিয়েছে। এই ট্রোল-কটাক্ষের বিরুদ্ধে প্রসেনজিৎ অবশ্য কোনও জবাব দেননি।
রবিবার পুজোর কার্নিভালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মঞ্চে দেখা গিয়েছিল শ্রাবন্তা, অঙ্কুশ, যিশু, রাইমা, ঐন্দ্রিলা, তৃণা সাহা সহ টেলিপাড়ার বহু চেনা মুখদের। সেই ভিড়েই দেখা গেল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পা মেলান তিনিও। প্রসঙ্গত, মাসখানেক আগেও ট্রোলের নিশানা হয়েছিলেন প্রসেনজিৎ। মুম্বইয়ে এক প্রেস মিট চলাকালীন তাঁকে বাংলার এক সাংবাদিক বাংলায় প্রশ্ন করলে, প্রসেনজিৎ বলে বসেন, ‘বাংলা বলার কী দরকার পড়ল’! তারপর রে রে করে তেড়ে আসেন মানুষ এভাবেই। এমনকী, নিঃশর্তভাবে ক্ষমাও চেয়েছিলেন পরবর্তীতে তিনি ট্রোলের মুখে পড়ে।