এবার বাংলাতেও চলবে 'পুষ্পা' ম্যাজিক- রাজত্ব করবে পুষ্পারাজ। ৫ ডিসেম্বর তামিল, তেলুগু, মালয়লম, কন্নড়, হিন্দি ছাড়া বাংলাতেও মুক্তি পাবে 'পুষ্পা ২'। 'পুষ্পা দ্য রুল' (Pushpa:The Rule) আসার খবর চাউর হওয়ার পর থেকেই দারুণ উৎসাহিত গোটা দেশের দর্শক। এবার সামনে আসছে এমন একটি তথ্য যা, আল্লু অর্জুন ভক্তদের উত্তেজনা বাড়িয়ে দেবে।
'পুষ্প ২'-র রানটাইম সম্পর্কে রিপোর্ট এসেছে। এই ছবিটি বেশ দীর্ঘ। যদিও ছবির দীর্ঘ রানটাইম সাধারণত দর্শকদের কাছে কিছুটা ক্লান্তিকর এবং অনেকেই পছন্দ করে না। তবে যদি সেই ছবি যদি হয় প্রিয় তারকার বা তবে দীর্ঘ রানটাইম দর্শকের উত্তেজনাও বাড়িয়ে তোলে।
'পুষ্প ২'-এর রানটাইম 'অ্যানিমল'-র সমান
রণবীর কাপুরের গত বছরের ব্লকবাস্টার ছবি 'অ্যানিমল' বক্সঅফিসে দারুণ রেকর্ড করেছিল। ৩ ঘণ্টা ২১ মিনিটের এই ছবিটি গত ১৫ বছরের মধ্যে দীর্ঘতম হিন্দি ছবি। এদিকে 'পুষ্প ২'-র রানটাইম প্রায় ৩ ঘণ্টা ২২ মিনিট। গত কয়েক বছরে ছবির গড় রানটাইম দুই থেকে আড়াই ঘণ্টা। এর বেশি রানটাইম হলে, ছবিটি আলোচনার আলাদা বিষয় হয়ে দাঁড়ায়। মাল্টিপ্লেক্সগুলোয় আবার এর সঙ্গে যুক্ত হবে বিজ্ঞাপনের সময়। অর্থাৎ ছবিটির সময় হয়ে দাঁড়াবে প্রায় ৪ ঘণ্টা।
প্রেক্ষাগৃহে এতক্ষণ বসে থাকা দর্শকের মনোযোগ ধরে রাখতে, গল্পে সেই টানটান উত্তেজনা ধরে রাখতে হবে। 'পুষ্পা ২' সেক্ষেত্রে দর্শকের বিনোদনে কতটা সফল হবে, তা খুব শীঘ্রই প্রেক্ষাগৃহে জানা যাবে। তবে এটাও ঠিক যে লকডাউনের পর থেকে ব্লকবাস্টার ছবিগুলির রানটাইমও বাড়তে শুরু করেছে।
দীর্ঘ ছবি কি হিট হচ্ছে?
চিত্রনাট্যের সঙ্গে দর্শক কতক্ষণ নিযুক্ত থাকবে, তার সঙ্গে ছবির রানটাইম সরাসরি সম্পর্কিত। এই বছরের তিনটি বৃহত্তম ভারতীয় ছবিগুলির মধ্যে 'কল্কি ২৮৯৮ এডি' এবং 'দ্য গোট'-র ৩ ঘণ্টার বেশি রানটাইম ছিল। এই দুই ছবির মধ্যে, দ্বিতীয় স্থানে আসা 'স্ত্রী ২' আড়াই ঘণ্টার ছিল। যা, সম্ভবত তার ঘরানার কারণে ছোট ছিল। নয়তো নির্মাতারা গল্পের স্বার্থে দীর্ঘ সময় অবলম্বন করতে দ্বিধা করেন না।
শাহরুখ খানের 'জওয়ান' ছিল ২ ঘণ্টা ৫০ মিনিটের। কিন্তু 'অ্যানিমল'-র থেকেও প্রায় আধ ঘণ্টা বেশি ছিল এবং ছবিটি ব্লকবাস্টার। গত বছর মুক্তিপ্রাপ্ত 'গদর ২' এবং 'সালার' প্রায় ২ ঘণ্টা ৫৫ মিনিটের ছবি ছিল। অন্যদিকে 'পুষ্পা ১: দ্য রাইজ', ছিল প্রায় তিন ঘণ্টার।
প্রসঙ্গত, দীর্ঘদিন শিরোনামে ছিল তেলেগু ক্রাইম অ্যাকশন থ্রিলারধর্মী ছবি 'পুষ্পা দ্য রাইজ'। দক্ষিণ ভারত তো বটেই, এছাড়াও প্রায় গোটা দেশেই ঝোড়ো ব্যাটিং করেছে এই ছবি। এমনকী পশ্চিমবঙ্গেও চুটিয়ে ব্যবসা করে, সুপার-ডুপার হিট 'পুষ্পা'। ছবির গানগুলিও যথেষ্ট হিট। আর সেই ট্রেন্ডিং গানে গা ভাসিয়েছিলেন আট থেকে আশি, টলি থেকে বলি তারকা ও নেটিজেনরা। এক কথায় বলা যায়, 'পুষ্পা' জ্বরে কাবু ছিল নেটপাড়া। নান বাঁধা পেরিয়ে শেষমেশ মুক্তি পেতে চলেছে 'পুষ্পা'২। সুকুমার পরিচালিত, আল্লু অর্জুনের এই বহু প্রতীক্ষিত ছবিটি কতটা সকলের মন জয় করে, সেটাই এখন দেখার।