Putul in Oscar 2025: অস্কার দৌড়ে ফের 'পুতুল', 'প্রথমবার কোনও বাংলা ছবি...', আবেগপ্রবণ পরিচালক

Putul in Oscar 2025: বছরের শুরুতে ফের দারুণ খবর বাঙালির জন্য। অস্কারের দৌড়ে সামিল হল প্রথম বাংলা ছবি। অ্যাকাডেমির তরফ থেকে প্রকাশ্যে আনা হয়েছে সেরা ছবি বিভাগের মনোয়ন। আর সেই তালিকায় জায়গা করে নিয়েছে ইন্দিরা ধর মুখোপাধ্যায় পরিচালিত বাংলা ছবি 'পুতুল'। 

Advertisement
অস্কার দৌড়ে ফের 'পুতুল', 'প্রথমবার কোনও বাংলা ছবি...',  আবেগপ্রবণ পরিচালক  'পুতুল' ছবির দৃশ্য, ইন্দিরা ধর মুখোপাধ্যায় (ছবি: সংগৃহীত)

২০২৫ সালের অ্যাকাডেমি পুরস্কারে (Academy Awards 2025) সেরা মৌলিক গান বিভাগে মনোনয়ন পেয়েছিল 'পুতুল' (Putul)  ছবির 'ইতি মা' গানটি। অস্কারের দৌড়ে সামিল হয়েও, অস্কারের (Oscar) দৌড় থেকে ছিটকে যায় ইমন চক্রবর্তীর গাওয়া এই গানটি। তবে বছরের শুরুতে ফের দারুণ খবর বাঙালির জন্য। অস্কারের দৌড়ে সামিল হল প্রথম বাংলা ছবি। অ্যাকাডেমির তরফ থেকে প্রকাশ্যে আনা হয়েছে সেরা ছবি বিভাগের মনোয়ন। আর সেই তালিকায় জায়গা করে নিয়েছে ইন্দিরা ধর মুখোপাধ্যায় পরিচালিত বাংলা ছবি 'পুতুল'। 

অস্কারে 'বেস্ট পিকচার' নমিনেশনে এই প্রথম কোনও বাংলা ছবি স্থান পেল। বলাই বাহুল্য দারুণ গর্বের খবর বাঙালিদের জন্য। জানা যাচ্ছে, এবছরের অ্যাকাডেমি পুরষ্কারকে যোগ্যের তালিকায় রাখা হয়েছে মোট ৩২৩ টি ছবি । যার মধ্যে 'বেস্ট পিকচার' বিভাগে স্থান পেয়েছে মোট ২০৭ টি ছবি। যার মধ্যে রয়েছে 'পুতুল'-এরও নাম।  আগামী ৮ জানুয়ারি থেকে অস্কারের দ্বিতীয় এবং অন্তিম নির্বাচন প্রক্রিয়া শুরু হবে। চূড়ান্ত ঝাড়াই-বাছাই পর্ব শেষ হবে ১২ তারিখের মধ্যে।

 

Oscar nomination list

 

এই সুখবর পাওয়া মাত্রই উৎসাহিত ইন্দিরা ধর মুখোপাধ্যায়। পরিচালক জানান, 'আমি অ্যাকাডেমি এবং গোটা অস্কার কমিটির কাছে কাছে কৃতজ্ঞ আমার ছবিটাকে পছন্দ করার জন্য, আমার কাজ পছন্দ করার জন্য। আমার পরিচালনা, আমার লেখা পছন্দ করার জন্য। ছবিটা সেরা ছবি বিভাগে মনোনীত হয়েছে। অ্যাকাডেমির ওয়েবসাইটে এখন সেটা বেরিয়েও গেছে। এটাই সবথেকে বড় ভ্যালিডেশন। আমি ভুল না হলে প্রথমবার সেরা ছবি বিভাগে একটা বাংলা ছবি প্রতিযোগিতা করছে'

তিনি আরও যোগ করেন, 'আমি আমার টিমের সকলকে ধন্যবাদ জানাতে চাই। আমি খুব কষ্ট করে ছবিটা বানিয়েছি। এটা আমার ডেবিউ ছবি। আর নতুন পরিচালক -প্রযোজক হিসেবে বাংলা ছবিকে আন্তর্জাতিক স্তরে নিয়ে যেতে পারলাম, সিলেকশন করাতে পারলাম বলে এটা আমার কাছে একটা বড় ব্যাপার। আমি খুব খুশি। অনেক ছবিই অনেক সময় বাইরে মুক্তি পায়, কিন্তু এই ছবিটা তার স্বীকৃতি পেল। আর অস্কার তো ছবির জগতে সর্বোচ্চ স্থানে রয়েছে, আর সেখান থেকে ছবিটা সম্মান পেল বলে আমি খুব খুশি

Advertisement

।'   

Oscar putul

ভারতের সব পথ শিশুদের উৎসর্গ করে 'পুতুল' ছবিটা বানানো। পথ শিশুদের নিয়ে এবং তাদের জন্য ছবিটা তৈরি করেছেন ইন্দিরা। সমাজের বর্তমান  চিত্র ফুটে উঠেছে 'পুতুল'-এ। অস্কারে যাওয়ার আগে ছবিটি দেখানো হয় কান চলচ্চিত্র উৎসবে। এমনকী সেখানে এক দিন একটি বিশেষ প্রদর্শনীও হয় 'পুতুল'-র। গত ২৭ ডিসেম্বর পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে এই ছবি। তবে অর্থের কথা ভেবেই, কোনও ডিস্ট্রিবিউটর না রেখে, ছবির ডিস্ট্রিবিউশনের দায়িত্বও নিজেই কাঁধে তুলে নিয়েছিলেন পরিচালক।

ছবি মুক্তির আগে বাংলা ডট আজতক ডট ইন- এর কাছের লড়াইয়ের গল্প শেয়ার করেছিলেন, 'পুতুল' ছবির পরিচালক। ইন্দিরা ধর মুখোপাধ্যায় জানিয়েছিলেন, 'আমি একদিকে যেমন খুশি, সেরকম এই মুহূর্তে কিছুটা মন খারাপ রয়েছে। কারণ আমার কাছে টাকা নেই ছবির প্রচার করার। ছবিটার মেরিট আছে। আমিই এই ছবির প্রযোজক। ছবিটা শুরু করে একটা সময়ের পর দেখলাম, 'পুতুল'-র যা প্রযুক্তিগত দিক আছে, সেটা আর্থিকভাবে সামলাতে পারছি না। এটা আমার গোটা ইউনিট জানে। এদিকে ছবিটা শেষ করতে হবে। সেই সময় বাবা- মাকে বসিয়ে, বুঝিয়েছিলাম। ওঁদের সমর্থন পাই। আমায় গয়না বেচতে হয়। সব গয়না বিক্রি করে ছবিটা শেষ করেছি আমি।' 

 

Oscar putul

প্রসঙ্গত, 'পুতুল' ছবির মাধ্যমেই পরিচালনায় ডেবিউ করেছেন ইন্দিরা। যদিও এর আগে ৭ বছর শর্ট ফিল্ম বানিয়েছেন তিনি। সবকটি ছবিই ছিল হিন্দি ভাষায়। এমনকী পরিচালকের পরের ছবিটাও হিন্দিতে। যেখানে অভিনয় করেছেন দিব্যা দত্ত ও নীরজ কবি। কিছুদিন আগেই এই ছবির শ্যুটিং শেষ হয়েছে। তবে বাংলা ছবি দিয়েই ডেবিউ করতে চেয়েছিলেন,  বাংলার দর্শকদের জন্য খাঁটি বাংলা ছবি বানাবেন বলে। 

এরপর কি টলিউডে কাজ করবেন ইন্দিরা? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, 'আমার জন্যে ছবিটা ভারতীয় ছবি। ভাষা একদমই গুরুত্বপূর্ণ নয় এখানে। আমার কাছে বলিউড- টলিউড বলে আলাদা কিছু নেই। অস্কারে জন্য 'পুতুল' একটি ভারতীয় ছবি হিসাবে মনোনীত। আমার পরের ছবির ভাষা হয়তো হিন্দি। কিন্তু ওটা একটা আন্তর্জাতিক ছবি। সুযোগ- সুবিধা এলেই বাংলা ছবিও নিশ্চয় বানাবো।'  
           

POST A COMMENT
Advertisement