টলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ও সুস্মিত চট্টোপাধ্যায়ের প্রেমের গুঞ্জন। ফিল্মি পার্টিতে হোক একসঙ্গে দুজনকে দেখা যাচ্ছিল এবার পুজোতেও তাঁদের দেখা গেল একসঙ্গে। তাঁর প্রেম করছেন নাকি শুধুই ভাল বন্ধু, সেই বিষয়ে মুখ খোলেননি সৃজিত বা সুস্মিতা কেউই। অপরদিকে প্রায় ২ বছর হতে চলল সৃজিতের সঙ্গে থাকেন না তাঁর স্ত্রী রাফিয়াত রশিদ মিথিলা। কেন ভারতে আসেননা পরিচালকের স্ত্রী? এই নিয়েই বাংলাদেশের এক সংবাদপত্রের কাছে মুখ খুলেছেন মিথিলা।
সাক্ষাৎকারে সৃজিতের সঙ্গে আদৌ মিথিলার সম্পর্ক রয়েছে কিনা সে প্রসঙ্গে অভিনেত্রী বলেন যে তিনি এই বিষয়ে কিছুই বলবেন না। যারা যেটা বলার সেটা বলুক। এরই সঙ্গে মিথিলা এও জানিয়েছেন যে তাঁর পাসপোর্টে এখনও সৃজিতের নাম স্বামী হিসাবেই রয়েছে। তাহলে কেন সৃজিতকে ছেড়ে মিথিলা বাংলাদেশে রয়েছেন? দু বছর আগেই মিথিলা তাঁর মেয়েকে নিয়ে বাংলাদেশে চলে আসেন। এখানকার স্কুলেই ভর্তি করেন মেয়েকে। সেই সময় মিথিলা জানিয়েছিলেন যে মেয়ের শিক্ষা ও তাঁর গড়ে ওঠার জন্যই তিনি বাংলাদেশে তাঁর মা-বাবার কাছে থাকছেন।
কিন্তু দু বছর পেরিয়ে গেলেও সৃজিতের সঙ্গে মিথিলা দেখা করতেও আসেননি ভারতে। এমনকী সৃজিত যখন হাসপাতালে ভর্তি ছিলেন তখনও মিথিলা আসেননি। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে তাঁদের সম্পর্কে যদি সব ঠিকই থাকে তাহলে কেন মিথিলা সৃজিতের কাছে ফিরছেন না। ২০২৪ সালের জুলাইয়ের পর মিথিলা আর কলকাতা যাননি। তিনি কেন যাননি সেই বিষয়ে জানতে চাওয়া হলে মিথিলা বলেন, ভিসা নেই, তাই তিনি ভারতে যেতে পারছেন না।
প্রসঙ্গত, এই বছরের আগস্টে ইউনিভার্সিটি অব জেনেভা থেকে আর্লি চাইল্ডহুড এডুকেশন নিয়ে পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেছেন মিথিলা। মিথিলাকে অভিনন্দন জানিয়েছেন সৃজিত। ২০১৯ সালে মিথিলা ও সৃজিতের বিয়ে হয়। বিয়ের পর তাঁদের সুখের সংসার ছিল। মিথিলার মেয়েকেও সৃজিত নিজের মেয়ের মতনই ভালোবাসতেন। কিন্তু হঠাৎ করেই তাঁদের সম্পর্কে দুরত্ব আসার খবর শোনা যেতে থাকলেও তা নিয়ে পরিচালক বা মিথিলা কেউই কিছু বলেননি। এরপর গত বছরের জুলাইয়ের পর থেকেই মিথিলা বাংলাদেশেই রয়েছেন। আর সৃজিত এখন ঘুরে বেড়াচ্ছেন তাঁর বিশেষ বন্ধু সুস্মিতার সঙ্গে।