Tollywood House Party: রাজ-শুভশ্রীর বাড়িতে তারকাদের ঘরোয়া আড্ডা, কারা কারা এলেন?

Tollywood House Party: পুজো শেষ কিন্তু তার রেশ রয়ে গিয়েছে এখনও। লক্ষ্মীপুজোর পর পরই সকলকে ফিরতে হবে যাঁর যাঁর কর্মব্যস্ততায়। টলিপাড়াতেও এতদিন ছুটির আমেজ ছিল। আর সেই রেশ থাকতে থাকতে রাজ-শুভশ্রীর বাড়িতে বিরাট ঘরোয়া পার্টির আয়োজন করা হয়।

Advertisement
রাজ-শুভশ্রীর বাড়িতে তারকাদের ঘরোয়া আড্ডা, কারা কারা এলেন?রাজ-শুভশ্রীর বাড়ির ঘরোয়া পার্টি
হাইলাইটস
  • রাজ-শুভশ্রীর বাড়িতে বিরাট ঘরোয়া পার্টির আয়োজন করা হয়।

পুজো শেষ কিন্তু তার রেশ রয়ে গিয়েছে এখনও। লক্ষ্মীপুজোর পর পরই সকলকে ফিরতে হবে যাঁর যাঁর কর্মব্যস্ততায়। টলিপাড়াতেও এতদিন ছুটির আমেজ ছিল। আর সেই রেশ থাকতে থাকতে রাজ-শুভশ্রীর বাড়িতে বিরাট ঘরোয়া পার্টির আয়োজন করা হয়। যেখানে প্রসেনজিৎ থেকে যিশু, পরমব্রত থেকে শাশ্বত, সৃজিত, কোয়েল, প্রায় সকলেই উপস্থিত ছিলেন। খানা-পিনার সঙ্গে চলল গান-বাজনাও। যার ভিডিও ক্যামেরাবন্দি করতে ভুললেন না শুভশ্রী। 

প্রতি বছরই রাজ-শুভশ্রীর বাড়িতে এই ঘরোয়া পার্টির আয়োজন করা হয়ে থাকে। যেখানে দেখা মেলে টলিউড সেলেবদের। এই বছরও তার ব্যতিক্রম হল না। রাজ-শুভশ্রীর আরবানার বাড়িতে বসল ঘরোয়া জলসা। গিটার নিয়ে গলা ছেড়ে গান গাইলেন পরমব্রত, যিশু বাজালেন বিশেষ বাদ্য আর পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরী বাজালেন হাঁড়ি। পরম-যিশুর গলায় শোনা গেল মহীনের ঘোড়াগুলি ব্যান্ডের গান। এরপর পরমকে সঙ্গ দিলেন স্ত্রী পিয়াও। সব মিলিয়ে রাজ-শুভশ্রীর বাড়ির পার্টি জমজমাট। 

কে কে এসেছিলেন? পরিচালক রাজের বাড়ির পার্টিতে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যা, কৌশিক গঙ্গোপাধ্যায়, কোয়েল, নিসপাল সিং, যিশু সেপগুপ্ত, পরমব্রত, পিয়া, সৃজিত মুখোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়, শ্রীকান্ত মোহতা, মন্ত্রী পার্থ ভৌমিক সহ প্রমুখ। শুভশ্রী তাঁদের ঘরোয়া পার্টির কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। যেখানে তারকাদের হালকা মেজাজে দেখা যাচ্ছে। রাজ-শুভশ্রীর ঘরোয়া পার্টিতে মেয়ে ইয়ালিনিকে দেখা না গেলেও ছেলে ইউভানকে দেখা গেল। প্রসেনজিতের কোলে উঠে পড়লেন রাজের ছেলে, যে ছবি শেয়ার করেছেন শুভশ্রী। 

প্রসঙ্গত, পুজোর সময় বা তার পরে টলিউড তারকাদের বাড়িতে এই ধরনের পার্টি সব সময়ই হয়ে থাকে। এ বছর মিমির বাড়িতেও ঘরোয়া পার্টির আয়োজন হয়েছিল। যেখানে অনিন্দ্য, কাঞ্চন, শ্রীময়ীদের দেখা যায়। আসলে লক্ষ্মীপুজো মিটলেই সব তারকারা ব্যস্ত হয়ে পড়বেন। তাই কাজে ফেরার আগে হালকা মেজাজে ধরা দিলেন টলিপাড়ার সব তারকারা।  

Advertisement

POST A COMMENT
Advertisement