Raja-Madhubani: 'পৈতৃক বাড়ি বিক্রি করে দিতে হচ্ছে', কেন এই সিদ্ধান্ত নিলেন রাজা-মধুবনী?

Raja-Madhubani: টেলিপাড়ার তারকা দম্পতি তাঁরা। যদিও এখন তাঁদের বেশিরভাগ সময়েই সোশ্যাল মিডিয়ায় দেখা যায়। কথা হচ্ছে মধুবনী ও রাজা গোস্বামীকে নিয়ে। রাজা বর্তমানে চুটিয়ে সিরিয়ালে কাজ করলেও মধুবনী কিন্তু জমিয়ে ভ্লগিং করেন। সঙ্গে অবশ্য টুকটাক অভিনয়ের কাজ।

Advertisement
'পৈতৃক বাড়ি বিক্রি করে দিতে হচ্ছে', কেন এই সিদ্ধান্ত নিলেন রাজা-মধুবনী?রাজা-মধুবনী
হাইলাইটস
  • রাজা বর্তমানে চুটিয়ে সিরিয়ালে কাজ করলেও মধুবনী কিন্তু জমিয়ে ভ্লগিং করেন।

টেলিপাড়ার তারকা দম্পতি তাঁরা। যদিও এখন তাঁদের বেশিরভাগ সময়েই সোশ্যাল মিডিয়ায় দেখা যায়। কথা হচ্ছে মধুবনী ও রাজা গোস্বামীকে নিয়ে। রাজা বর্তমানে চুটিয়ে সিরিয়ালে কাজ করলেও মধুবনী কিন্তু জমিয়ে ভ্লগিং করেন। সঙ্গে অবশ্য টুকটাক অভিনয়ের কাজ। আর এই ভ্লগিং করতে গিয়েই মাঝে মধ্যে বিতর্কে জড়িয়ে পড়েন এই তারকা দম্পতি। শাঁখা-পলা হোক বা সন্তানের কারণে অভিনয় পেশা ছাড়া কিংবা ব্যাগের ব্যবসা করতে এসে চড়া দামে বিক্রি করা, এইসব তো ছিলই। তবে সম্প্রতি এই তারকা দম্পতি সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও করে বলেছেন যে তাঁরা তাঁদের পৈতৃক ভিটে বিক্রি করতে চান। কিন্তু কেন?

আসলে যেটা ভাবছেন সেটা নয়। ভিডিওর শুরুতে পৈতৃক ভিটে বিক্রি করার কথা বললেও রাজা এরপর বলেন, আমরা বহুদিন ধরেই দক্ষিণ কলকাতায় একটি বাড়ি কেনার চেষ্টা করছি। আমরা এখন যেখানে থাকি সেই বাড়ি গিরিশ পার্কের কাছে। যা উত্তর কলকাতায়। দীর্ঘ পনেরো বছর ধরে আমি এখান থেকেই স্টুডিও পাড়ায় অর্থাৎ টালিগঞ্জে যাতায়াত করছি। কিন্তু এখন মনে হয়েছে যে এবার একটা বাড়ি একনা খুব দরকার দক্ষিণে। এরপর অভিনেতা এও জানান যে বিভিন্ন সাইটে বাড়ির সন্ধান চালাতে গিয়ে অভিনেতী দেখেন যে অধিকাংশ বাড়িই বাঙালিদের এবং তারা তা বিক্রি করে দিচ্ছেন। 

রাজা ও মধুবনী তাঁদের ক্ষোভ উগরে দিয়ে বলেন যে জন্মসূত্রে পাওয়া ভিটে বেচে দেওয়ার অদিকার কারও নেই। নিজের সম্পত্তি কিনে তা বিক্রি করার পরামর্শ দিয়েছেন তারকা দম্পতি। এরপর বাঙালি জাতির নিন্দে করে রাজা বলেন, ‘বাঙালিদের সবথেকে বর সমস্যা হল তাঁরা কোনও ব্যাবসা করার আগেই নাক সিটকান। আলু, পটল বা ঝাল মুড়ির ব্যবসা করতে তাঁদের গায়ে লাগে। অথচ পৈতৃক ভিটে বেচতে গায়ে লাগে না। বাঙালি সর্বস্ব বেঁচে দিয়ে অন্যের কাছে বেতনভোগী কর্মচারী হয়ে কাজ করতেই পছন্দ করে। এবং তা দিনে দিনে বাড়ছে। এই জন্যই বাঙালি আজ এত পিছিয়ে। তবে এই ভিডিও পোস্টের পর ভাল ও খারাপ দুই ধরনের প্রতিক্রিয়াই পেয়েছেন তাঁরা। 

Advertisement

অনেকে বলেন, আপনার তো পারিবারিক ব্যবসা। তাহলে সেটা না দেখে অভিনয় করছেন কেন? আবার অনেকে লেখেন, নিরুপায় হয়ে কেউ কেউ পৈতৃক ভিটে বিক্রি করেন। আবার কেউ কেউ রাজা ও মধুবনীর এই ভিডিওর বক্তব্যকে সমর্থন করেছেন। এখানে উল্লেখ্যে, পুজোর কিছুমাস আগে থেকেই মধুবনী ও রাজা নিজেদের ব্যাগের ব্যবসা শুরু করেছেন।  

POST A COMMENT
Advertisement