scorecardresearch
 

কাপুর পরিবারে একমাত্র রণবীরই মাধ্যমিক পাশ পুরুষ, কত নম্বর পেয়েছিলেন?

বলিউডের প্রাচীন পরিবারগুলির মধ্যে একটি কাপুর ফ্যামিলি। এই পরিবারের চার প্রজন্ম চলচ্চিত্রের সঙ্গে যুক্ত। তবে অভিনয়ে এই পরিবারের সদস্যরা যতটা এগিয়ে, ততটা এগিয়ে নন পড়াশোনায়। রণবীর জানান, তিনিও পড়াশোনায় দুর্বল ছিলেন। কিন্তু দশম শ্রেণিতে কম নম্বর পাওয়া সত্ত্বেও খুশি হয়েছিল তাঁর পরিবার।

Advertisement
রণবীর কাপুর রণবীর কাপুর
হাইলাইটস
  • আসছে রণবীর কাপুরের নতুন ছবি
  • সাক্ষাৎকারে জানালেন নতুন তথ্য
  • পরিবারে তিনিই সবচেয়ে শিক্ষিত পুরুষ

'শামশেরা' ছবি নিয়ে ফের একবার প্রকাশ্যে আসতে প্রস্তুত রণবীর কাপুর (Ranbir Kapoor)। ছবির প্রচারেও পুরোদমে কাজ করছেন রণবীর। এরই মাঝে একটি সাক্ষাৎকারে রণবীর কাপুর জানান, তিনিই কাপুর পরিবারের একমাত্র পুরুষ, যিনি দশম শ্রেণী পাশ করেছে। এই নিয়ে পরিবারের সদস্যদের প্রতিক্রিয়া কী ছিল তাও জানান তিনি।

পড়াশোনায় দুর্বল ছিলেন রণবীর
বলিউডের প্রাচীন পরিবারগুলির মধ্যে একটি কাপুর ফ্যামিলি। এই পরিবারের চার প্রজন্ম চলচ্চিত্রের সঙ্গে যুক্ত। তবে অভিনয়ে এই পরিবারের সদস্যরা যতটা এগিয়ে, ততটা এগিয়ে নন পড়াশোনায়। রণবীর জানান, তিনিও পড়াশোনায় দুর্বল ছিলেন। কিন্তু দশম শ্রেণিতে কম নম্বর পাওয়া সত্ত্বেও খুশি হয়েছিল তাঁর পরিবার।

একটি সাক্ষাৎকারে এই বিষয়ে জানিয়েছেন রণবীর কাপুর। রণবীরকে জিজ্ঞাসা করা হয়, দশম শ্রেণি পাশ করার পর অঙ্ক না বিজ্ঞান কোনটি বেছে নিয়েছিলেন তিনি? উত্তরে অভিনেতা বলেছেন যে তিনি অ্যাকাউন্টস বেছে নিয়েছিলেন। তারপর তাঁকে প্রশ্ন করা হয়, তিনি কি পড়াশোনায় দুর্বল ছিলেন? রণবীর বলেন, 'খুবই দুর্বল ছিলাম'।

কত নম্বর পেয়েছিলেন?
রণবীর কাপুর জানান, তিনি দশম শ্রেণিতে ৫৩.৪% নম্বর পান। তিনি বলেন, 'যখন আমার রেজাল্ট বের হয়, তখন আমার পরিবার খুব খুশি হয়। তারা আমার জন্য একটি পার্টির আয়োজন করেছিল। তাদের কোনও আশাই ছিল না। আমি আমার পরিবারের প্রথম পুরুষ যে দশম শ্রেণিতে উত্তীর্ণ হয়েছিলাম।'

২০১৭ সালের একটি সাক্ষাৎকারে, রণবীর কাপুর নিজেকে পরিবারের সবচেয়ে শিক্ষিত সদস্য হিসাবে বর্ণনা করেছিলেন। রণবীর বলেছিলেন, 'আমার পারিবারিক ইতিহাস খুব একটা ভাল নয়। আমার বাবা ৮ম শ্রেণীতে ফেল করেন। আমার মামা ৯ম শ্রেণীতে এবং দাদা ৬ষ্ঠ শ্রেণীতে। আমি আসলে আমার পরিবারের সবচেয়ে শিক্ষিত ব্যক্তি।'

স্কুল শেষ করার পর রণবীর কাপুর অভিনয় শুরু করেন। ২০০৭ সালে ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেন তিনি। খুব শীঘ্রই 'শামশেরা' ছবিতে দেখা যাবে রণবীরকে। ছবি তাঁর সঙ্গে রয়েছেন বাণী কাপুর ও সঞ্জয় দত্ত। 

Advertisement

আরও পড়ুনচুলে খুশকি? শ্যাম্পু নয়, এই ৫ ঘরোয়া উপায়েই সমাধান


 

Advertisement