Animal Pre-Teaser: ধুতি পরে কুড়ুল হাতে শত্রু দমন, 'অ্যানিমাল' প্রি-টিজারে নয়া লুকে রণবীর

Animal Pre-Teaser: বেশ কয়েক বছরের ব্যর্থতার পর সাফল্যে ফিরেছেন রণবীর কাপুর। গত কয়েক বছরে সেভাবে তাঁর সিনেমা বক্সঅফিসে সফল হয়নি। তবে গত বছরের শেষ ও চলতি বছরের গোড়ার দিক মোটের ওপর ভালোই কেটেছে রণবীরের। ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান– শিবা’ ও ‘তু ঝুটি ম্যায় মক্কার’ ছবির মাধ্যমে বলিউডে ফিরে এসেছেন রণবীর।

Advertisement
ধুতি পরে কুড়ুল হাতে শত্রু দমন, 'অ্যানিমাল' প্রি-টিজারে নয়া লুকে রণবীররণবীর কাপুরের ছবি অ্যানিমাল ছবির টিজার আউট
হাইলাইটস
  • বেশ কয়েক বছরের ব্যর্থতার পর সাফল্যে ফিরেছেন রণবীর কাপুর। গত কয়েক বছরে সেভাবে তাঁর সিনেমা বক্সঅফিসে সফল হয়নি। তবে গত বছরের শেষ ও চলতি বছরের গোড়ার দিক মোটের ওপর ভালোই কেটেছে রণবীরের।

বেশ কয়েক বছরের ব্যর্থতার পর সাফল্যে ফিরেছেন রণবীর কাপুর। গত কয়েক বছরে সেভাবে তাঁর সিনেমা বক্সঅফিসে সফল হয়নি। তবে গত বছরের শেষ ও চলতি বছরের গোড়ার দিক মোটের ওপর ভালোই কেটেছে রণবীরের। ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান– শিবা’ ও ‘তু ঝুটি ম্যায় মক্কার’ ছবির মাধ্যমে বলিউডে ফিরে এসেছেন রণবীর। এই বছরেই আবার মুক্তি পেতে চলেছে তাঁর বহু প্রতীক্ষিত ছবি অ্যানিমাল। রবিবার অ্যাকশন-থ্রিলার সিনেমা অ্যানিমাল ছবির টিজার মুক্তি পেল। 

এই ছবির জন্য ‘অর্জুন রেড্ডি’ ও ‘কবীর সিংহ’ খ্যাত পরিচালক সন্দীপ রেড্ডি বঙ্গার সঙ্গে জুটি বেঁধেছেন রণবীর। টিজার মুক্তির আগেই এই বছরে ছবির পোস্টার প্রকাশ্যে এসেছিল। এবার মুক্তি পেল ছবির টিজার। যদিও নির্মাতারা একে টিজার বলতে রাজি নন, বরং এটাকে প্রি-টিজার বলছেন তাঁরা। খুব ছোট প্রি-টিজারে দেখা গিয়েছে, পরনে সাদা শার্ট, সঙ্গে দক্ষিণী কায়দায় পরা সাদা ধুতি। কুড়ুল হাতে পর্দায় হাজির রণবীর। মুখোশ পরে থাকা এক দল মানুষের দিকে কুড়ুল হাতেই ধেয়ে গেলেন তিনি। তার পর এক এক করে শত্রুনিধন। নেপথ্যে চলছে পাঞ্জাবী গান। প্রচার ঝলকের লালচে আভা থেকেই পরিষ্কার, বেশ রক্তাক্ত এক অভিজ্ঞতার মুখোমুখি হতে চলেছেন দর্শক।

টিজারে রণবীর কাপুরকে একেবারে নতুন অবতারে দেখা গিয়েছে। দর্শকদের বেশ পছন্দ হয়েছে রণবীরের এই নয়া লুক। রণবীরের বিপরীতে এই সিনেমায় দেখা যাবে রশ্মিকা মন্দানাকে। এছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে অনিল কাপুর, ববি দেওল, তৃপ্তি দিমরিকে। ১১ অগাস্ট মুক্তি পাবে এই সিনেমা। এই ছবিতে থাকছে আরও অনেক চমক। পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার সঙ্গে এই প্রথমবার কাজ করতে চলেছেন অভিনেতা রণবীর কাপুর। কবীর সিং-এর পর অ্যানিমাল পরিচালকের দ্বিতীয় ছবি।

তবে অ্যানিমাল-এর প্রথম ঝলক সামনে আসতেই শুরু হয়েছে বিতর্ক। দক্ষিণ কোরিয়ার একটি ছবি থেকে নাকি হুবহু নকল করে ছবি বানিয়েছেন পরিচালক, অভিযোগ নেটাগরিকদের একাংশের। যদিও এটা নিয়ে খুব বেশি হাঙ্গামা হয়নি। রণবীরকে শেষবারের মতো দেখা গিয়েছিল লভ রঞ্জনের রোম্যান্টিক ছবি তু ঝুটি ম্যায় মক্কার ছবিতে, শ্রদ্ধা কাপুরের বিপরীতে। 
 

Advertisement

POST A COMMENT
Advertisement