বিয়ের পিঁড়িতে ছোটপর্দার সায়নছোটপর্দার অন্যতম জনপ্রিয় অভিনেতা হলেন সায়ন বোস। দুই শালিক সিরিয়ালে মোহনা মাইতির বিপরীতে অভিনয় করে দর্শকদের মন জয় করেছিলেন। বর্তমানে তাঁকে দেখা যাচ্ছে 'রানী ভবানী' সিরিয়ালে। 'রামকান্ত' চরিত্রে তিনি ফের দর্শকদের কাছে প্রশংসিত। পর্দায় 'রামকান্ত' বিয়ে সেরে ফেলেছেন রানী ভবানীর সঙ্গে। তবে শোনা যাচ্ছে, বাস্তবেও বিয়ে করতে চলেছেন সায়ন। প্রেমিকা কে জানেন?
সায়ন বেশ কিছু বছর ধরেই সম্পর্কে রয়েছেন। ৮ বছরের সেই প্রেমিকার সঙ্গেই এবার সাত পাকে বাঁধা পড়তে চলেছেন সায়ক। এক সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছেন যে তিনি ইতিমধ্যেই আইনি বিয়ে সেরে ফেলেছেন। চলতি বছরেই তাঁর আইনি বিয়ে হয়ে গিয়েছে। অভিনেতা জানিয়েছেন যে আগামী বছর সামাজিক বিয়েটা সেরে ফেলতে চান তাঁরা। দুই পরিবার থেকেই বিয়ের প্রস্তুতি চলছে। তবে সায়নের হবু বউ কিন্তু বিনোদন জগতের সঙ্গে যুক্ত নন।
জানা গিয়েছে, অভিনেতার প্রেমিকার নাম রিনি মুখোপাধ্যায়। তিনি কর্মসূত্রে বাইরে থাকেন। তবে সায়কের সঙ্গে তাঁর পরিচয় স্কুল জীবন থেকেই। কিন্তু তখনও তাঁরা একে-অপরের সঙ্গে কথা বলতেন না। এর বেশ কয়েক বছর পর সোশ্যাল মিডিয়ায় রিনি ও সায়কের যোগাযোগ হয় এবং তারপর থেকে নতুন করে তাঁদের বন্ধুত্ব শুরু এবং পরবর্তীতে তা প্রেমে পরিণত হয়। সায়কের সোশ্যাল মিডিয়ায় সেভাবে প্রেমিকার সঙ্গে কোনও ছবি না থাকলেও রিনির সোশ্যাল পোস্টে সায়কের সঙ্গে একাধিক ছবি রয়েছে।
সায়ক জানিয়েছেন, বিয়ের ভেন্যু বুক করা হয়ে গিয়েছে। যাঁকে যা উপহার দেওয়া হবে তা সায়কের পরিবারের কেনা হয়ে গিয়েছে। তবে অভিনেতা জানিয়েছেন যে রিনি যেহেতু বাইরে থাকে তাই ওঁর কিছু শপিং বাকি রয়েছে। টলিপাড়ার অন্দরে এখন তাঁদের বিয়ের প্রস্তুতি নিয়েই আলোচনা। কাজের সূত্রে, নানা মেগায় কাজ করেছেন সায়ন। সর্বশেষ তাঁকে 'রাজরাজেশ্বরী রাণী ভবাণী' ধারাবাহিকে 'রামকান্ত'-এর ভূমিকায় দেখা গিয়েছিল। বর্তমানে তাঁর ট্র্যাক বন্ধ। তবে রাণী ভবাণী কাহিনী অনুসারে ফের 'রামকান্ত'র প্রত্যাবর্তন ঘটতে পারে। তাছাড়াও 'দুই শালিখ', ‘কে প্রথম কাছে এসেছি’-এর মতো জনপ্রিয় মেগায় দেখা গিয়েছে।