Tollywood Gossip: ভাগ্নিকে কোলে নিয়ে বসে আছেন মামা, ইনিই এখন টলিপাড়ার জনপ্রিয় পরিচালক

Tollywood Gossip: পরনে প্রিন্টেড পাঞ্জাবি, চোখ ক্যামেরার দিকে। কোলে বসে একরত্তি, যার মাথায় লাল চেলি, গলায় ফুলের মালা। সামনে রাখা প্রদীপ, ধূপদানি। দেখেই বোঝা যাচ্ছে এটা কোনও অন্নপ্রাশনের ছবি। একরত্তি যাঁর কোলে বসে আছে, সে সম্পর্কে তার মামা। বহুবছর আগে তোলা এই ছবির ব্যক্তি এখন টলিউডের নামকরা পরিচালক।

Advertisement
ভাগ্নিকে কোলে নিয়ে বসে আছেন মামা, ইনিই এখন টলিপাড়ার জনপ্রিয় পরিচালকচিনতে পারছেন এই পরিচালককে?
হাইলাইটস
  • একরত্তি যাঁর কোলে বসে আছে, সে সম্পর্কে তার মামা।

পরনে প্রিন্টেড পাঞ্জাবি, চোখ ক্যামেরার দিকে। কোলে বসে একরত্তি, যার মাথায় লাল চেলি, গলায় ফুলের মালা। সামনে রাখা প্রদীপ, ধূপদানি। দেখেই বোঝা যাচ্ছে এটা কোনও অন্নপ্রাশনের ছবি। একরত্তি যাঁর কোলে বসে আছে, সে সম্পর্কে তার মামা। বহুবছর আগে তোলা এই ছবির ব্যক্তি এখন টলিউডের নামকরা পরিচালক। তাঁর একাধিক ছবি বক্স অফিসে হিট। ভাগ্নির জন্মদিন উপলক্ষ্যে পরিচালক তাঁর এই পুরনো ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়া পেজে। 

পরিচালকের ব্যক্তিগত জীবন সর্বদাই বেশ চর্চায় থাকে। একাধিক প্রেম ও দুটো বিয়ে পরিচালকের। প্রথম বিয়ে করলেও সেই সংসার টেকে নি। পরে পরিচালক বিয়ে করেন টলিপাড়ার জনপ্রিয় নায়িকাকে। এখন তাঁদের দুই সন্তান নিয়ে সুখের সংসার।  এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন এই ব্যক্তি আসলে কে। ইনি হলেন রাজ চক্রবর্তী। যিনি বাংলা ছবির একজন সফল পরিচালক। ভাগ্নি সৃষ্টি পাণ্ডের জন্মদিন উপলক্ষ্যে রাজ বেশ কিছু ছবি শেয়ার করেছেন। সেখানেই তাঁর পুরনো দিনের ছবিও দেখা গিয়েছে। 

৭ সেপ্টেম্বর রাজের ভাগ্নি সৃষ্টির জন্মদিন। যিনি টেলিভিশনের বেশ চেনা মুখ। একাধিক সিরিয়ালে তাঁকে অভিনয় করতে দেখা গিয়েছে। এই মুহূর্তেও সৃষ্টি ‘গৃহপ্রবেশ’ ধারাবাহিকে অভিনয় করছেন। বিশেষ দিনে ভাগ্নির সঙ্গে কাটানো মিষ্টি সব লেন্সবন্দি মুহূর্ত প্রকাশ্যে এনেছেন পরিচালক। সৃষ্টির মুখে ভাত থেকে শুরু করে বর্তমান সময়ে তাঁর সঙ্গে কাটানো দিনের একাধিক ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ‘মামা’।

রাজ-শুভশ্রীর বাড়িতে অহরহ যাতায়াত সৃষ্টির। ইউভান-ইয়ালিনির সঙ্গে মাঝে মধ্যেই সময় কাটাতে দেখা যায় দিদি সৃষ্টিকে। রাজের পাশাপাশি শুভশ্রীরও খুব প্রিয় সৃষ্টি। রাজ-শুভশ্রীর পারিবারিক সব অনুষ্ঠানেই সৃষ্টির উজ্জ্বল উপস্থিতি লক্ষ্য করা যায়। মামা রাজ এবং মামি শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের খুবই আদরের সৃষ্টি। মাঝেমাঝেই রাজ এবং শুভশ্রীর ইনস্টাগ্রামে তাঁর ছবি দেখা যায়।

Advertisement

অভিনেতা অর্ণব বিশ্বাসের সঙ্গে সম্পর্কে আছেন সৃষ্টি। সৃষ্টি তাঁর প্রেম নিয়ে কোনও দিনই লুকোছাপা করেন না। আগে রীতিমতো আলোচনা হয়েছিল তাঁর প্রেমিক অনির্বাণ বিশ্বাসকে নিয়ে। খোলামেলা প্রেম করেন সৃষ্টি ও অর্ণব। রাজ-শুভশ্রীর পারিবারিক অনুষ্ঠানেও তাঁকে দেখা গিয়েছে। আপাতত ‘হোক কলরব’-এর কাজে ব্যস্ত রাজ। নতুন ছবি নিয়ে আসছেন রাজ চক্রবর্তী। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে প্রথম মোশন পোস্টার।  

POST A COMMENT
Advertisement