
চিনতে পারছেন এই নায়িকাকে?বড় যতই হয়ে যাই না কেন, ছোটবেলার স্মৃতিগুলো যেন ভীষণ রকম মধুর। টলিপাড়ার অনেক তারকাই রয়েছেন, যাঁরা মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়ায় নিজেদের শৈশবের ছবি শেয়ার করে থাকেন। সেরকমই ছোটবেলার ছবি শেয়ার করলেন টেলি পাড়ার এই জনপ্রিয় নায়িকা। যিনি ছোটপর্দায় চুটিয়ে অভিনয়ের পাশাপাশি ভ্লগিং করেন। তাঁর জনপ্রিয়তা বেশ তুঙ্গে। আগামী বছর বিয়ের পিঁড়িতে বসছেন। চিনতে পারছেন এই টেলি নায়িকাকে?
ছোটপর্দার এই নায়িকা তাঁর ছোটবেলার ছবি শেয়ার করেছেন। মায়ের কোলে বসে আছে ছোট্ট একরত্তি। পরনে লাল শাড়, গলায় ফুলের মালা ও মাথায় ফুলের মুকুট। এটা দেখে মনে হচ্ছে নায়িকার মুখে ভাতের ছবি। দেখা যাচ্ছে সেই নায়িকার দিদিকেও, সেও এখন ছোটপর্দার চেনা মুখ। খুব শীঘ্রই টলিউডে পা রাখতে চলেছে নায়িকার দিদিও। মায়ের কোলে থাকা একরত্তি টেলিভিশনে নেগেটিভ চরিত্রেই অভিনয় করেন। তাঁর অভিনয় বেশ প্রশংসিত।
এখনও কলেজের গণ্ডি পেরোননি নায়িকা। এরই মধ্য়ে বিয়ের পিঁড়িতে বসবেন তিনি। আগামী বছরের মার্চে বিয়ে করছেন এই নায়িকা। তবে পাত্র বিনোদন জগতের কেউ নয়, তিনি কনটেন্ট ক্রিয়েটর। দুই বাড়িতেই এখন বিয়ের প্রস্তুতি তুঙ্গ। মাঝে মধ্যেই এই নায়িকাকে নিয়ে ট্রোলড হয় প্রচুর। তবে তিনি সেইসব বিষয় নিয়ে ভাবিত নন। খুব অল্প বয়সেই এই নায়িকা জনপ্রিয়তা পেয়েছেন।

এতক্ষণে নিশ্চয়ই বুঝে গিয়েছেন কার কথা বলা হচ্ছে। অনন্যা গুহ, যিনি ছোটপর্দার খুবই চেনা মুখ। এটা তাঁর মুখে ভাতের ছবি। আর তাঁর পাশে থাকা ছোট্ট মেয়েটি অলকানন্দা গুহ। দুই বোনই টেলিপাড়ার খুবই পরিচিত মুখ। চুটিয়ে অভিনয় করেন তাঁরা। এর পাশাপাশি তাঁরা দুজনেই ভ্লগিও করেন। আগামী বছর বিয়ে করবেন অনন্যা, পাত্র সুকান্ত জনপ্রিয় ইউটিউবার। দুই বাড়িতেই এই মুহূর্তে বিয়ের প্রস্তুতি তুঙ্গে। চলতি বছরের ফেব্রুয়ারিতে আংটি বদল করেছিলেন অনন্যা ও সুকান্ত। আর আগামী বছর বিয়ে করে ফেলছেন তাঁরা।

মাত্ ২১ বছর বয়সে বিয়ে করছেন বলে অনেকেই তাঁকে ট্রোলড করেছেন। কিন্তু সেই সব নিয়ে একেবারেই চিন্তিত নন তিনি। বরং বিয়ের আগে চুটিয়ে সবকিছু উপভোগ করছেন অনন্যা। মন্দারমণিতে বন্ধু-বান্ধব ও দিদি অলকানন্দাতে সঙ্গে নিয়ে ব্যাচেলরেট পালন করেছেন তিনি। অনন্যা ও সুকান্ত দুজনেই নেটপাড়ার পরিচিত মুখ। এখন তাঁদের বর-বধূ বেশে দেখার অপেক্ষা।