সন্তান চান রিয়া চক্রবর্তীসুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলা থেকে মাদক কাণ্ড, নাম জড়িয়েছিল বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তীর। তবে সেই ঝড় এখন কেটে গিয়েছে। ধীরে ধীরে জীবনের ছন্দে ফিরছেন নায়িকা। সুশান্তের সঙ্গে সম্পর্কে ছিলেন রিয়া। তবে অভিনেতার মৃত্যুর পর তাঁর নতুন করে প্রেমে পড়া নিয়ে গুঞ্জন শোনা গেলেও, তা নিশ্চিত করে কিছুই জানা যায়নি। ৩৩ বছরের রিয়া বিয়ে করেননি, কিন্তু তার আগেই মা হওয়ার চিন্তায় নায়িকার রাতের ঘুম উড়েছে।
রিয়া জানিয়েছেন যে তিনি তাঁর বায়োলজিক্যাল ক্লকের সঙ্গে নিজের কেরিয়ারকেও সুন্দরভাবে ব্যালেন্স করছেন। তিনি জানিয়েছেন যে তিনি তাঁর ডিম্বানু সংরক্ষণ, যাকে এগ ফ্রিজিংও বলে, সেটা করতে চলেছেন। রিয়া তাঁর পডকাস্টে হুমা কুরেশির সঙ্গে কথা বলতে গিয়ে বলেন, ‘আমার বয়স ৩৩ বছর। আমি সম্প্রতি একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞের কাছে এগ ফ্রিজিংয়ের জন্য গিয়েছিলাম। আমিও ভাবছি এটা করব।’ নায়িকা আরও বলেন যে মহিলাদের ওপর কত ধরনের চাপ থাকে।
রিয়া এও বলেন, এটা খুবই অদ্ভুত। আপনার শারীরবৃত্তিয় ঘড়ি বলছে আপনি সন্তান নিয়ে নিন। কিন্তু আপনার মাথা বলছে আপনার আগে থেকেই একটি সন্তান রয়েছে আর সেটা আপনার ব্র্যান্ড, আপনার ব্যবসা আর আগে সেই সন্তানকে পালন করুন। তোমাকে আবার বাচ্চাও সামলাতে হবে?’ বিয়ে এবং মাতৃত্ব নিয়ে সমাজের নানা ধরনের চাপ এবং সামাজিক প্রত্যাশা প্রসঙ্গে রিয়া বলেন, ‘আমি বিয়ের জন্য কোনও ‘সঠিক বয়স’-এ বিশ্বাসী নই। বিয়ে করার অনেক সময় আছে।’ অনেক বন্ধুরাই ২০ থেকে ৩০ বছর বয়সে এগ ফ্রিজ়িং করিয়েছিলেন বলেও জানিয়েছেন রিয়া। তবে তিনি পরিবার শুরু করার আগে কেরিয়ারের দিকে মনোযোগ দিতে হয় বলে মনে করেন।
এগ ফ্রিজিং বিষয়টা শারীরিকভাবে খুব যন্ত্রণাদায়ক। তাই অভিনেত্রী উল্লেখ করেছেন, যদি কেউ মনে করে এই পদ্ধতি গ্রহণ করবে, তবে দেরি না করে এখনই সিদ্ধান্ত নেওয়া উচিত। প্রসঙ্গত, রিয়া চক্রবর্তী ২০০৯ সালে বিনোদন জগতে প্রথম পা রাখেন। একজন জনপ্রিয় এমটিভি ভিজে হিসেবে তাঁর পরিচয় হয় ইন্ডাস্ট্রির সঙ্গে। তার পরে সুশান্ত সিং রাজপুতের সঙ্গে সম্পর্কের কারণে চর্চায় আসেন অভিনেত্রী।