Rishab Sharma- India Today Conclave 2025: 'সেতার মানসিক স্বাস্থ্যের উন্নতি করে', বললেন রবিশঙ্করের কনিষ্ঠতম শিষ্য ঋষভ

India Today Conclave 2025: সেতারবাদক হিসাবে পরিচিতি তৈরি করেছেন ঋষভ। পণ্ডিত রবিশঙ্করের থেকে তালিম নিয়েছেন তিনি। রবিশঙ্করের কনিষ্ঠতম শিষ্য ছিলেন ঋষভ।

Advertisement
সেতার মানসিক স্বাস্থ্যের উন্নতি করে: ঋষভ  শর্মা ইন্ডিয়া টুডে কনক্লেভ-এর মঞ্চে ঋষভ শর্মা

ইন্ডিয়া টুডে কনক্লেভ (India Today Conclave) আবার ফিরল। ৭-৮ মার্চ রাজধানী দিল্লিতে কনক্লেভের আয়োজন। অর্থাত্‍ শুক্রবার ও শনিবার দুদিন চলবে মেগা ইভেন্ট। ইন্ডিয়া টুডে কনক্লেভ হল বিভিন্ন ক্ষেত্রের প্রভাবশালী কণ্ঠের একটি প্ল্যাটফর্ম, যা বৈশ্বিক চ্যালেঞ্জের পরিবর্তিত জোয়ারের মধ্যে ভারতের গতিশীল বিবর্তনকে প্রতিফলিত করে। একাধিক তাবড় ব্যক্তিত্ব এই মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে অংশ নেবেন। ইন্ডিয়া টুডে কলক্লেভের প্রথম দিনে হাজির হয়েছিলেন জনপ্রিয় সেতারবাদক ঋষভ শর্মা (Rishab Sharma)। 

সেতারবাদক হিসাবে পরিচিতি তৈরি করেছেন ঋষভ। পণ্ডিত রবিশঙ্করের থেকে তালিম নিয়েছেন তিনি। রবিশঙ্করের কনিষ্ঠতম শিষ্য ছিলেন ঋষভ। ছেলেবেলা থেকেই সঙ্গীতজগতের সঙ্গে যুক্ত ঋষভ। দিল্লির খ্যাতনামী সেতার প্রস্তুতকারক সংস্থার মালিকানা রয়েছে তাঁর পরিবারের। মাত্র ১০ বছর বয়সে বাবার কাছে সেতার শিখতে শুরু করেন ঋষভ। ২০১১ সালে মঞ্চে প্রথম সেতার বাজিয়ে পারফর্ম করেন। যদিও তাঁর কথায়, "আমি আগে গিটার বাজাতাম। এরপর সেতার বাজানো শুরু করি। এই বাদ্যযন্ত্রের প্রতি গভীর ভালোবাসা থেকে। আবার বাবা- মা আমায় জোর করে সেতার শেখায়নি। আমার দাদা শিখত। আমি ওঁর ঘরে ঢুকে শিখতাম।" 

 

Rishab Sharma

সোশ্যাল মিডিয়াতেও তিনি বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন। দেশ-বিদেশের নানা জায়গায় পারফর্ম করেন ঋষভ। এছাড়াও ইউটিউবে নিজস্ব চ্যানেল রয়েছে তাঁর। সেখানে তাঁর বিপুল সংখ্যক শ্রোতা রয়েছে। তবে নিজেকে বিরাট কিছু ভাবতে নারাজ তিনি। শিল্পী বলেন, "নিজেকে বড় কিছু ভাবাটা আসলে পুরোটাই আমাদের ভাবনা চিন্তার উপর নির্ভর করে। আমি যদি ভাবি আমি বড় রকস্টার, তাহলে সেটাই মাথায় ঘুরবে। তবে আমি মাটির কাছাকাছি থাকতে ভালোবাসি।"

 

Rishab Sharma

ঋষভ শর্মা বিশ্বাস করেন, সেতার মানসিক স্বাস্থ্যের উন্নতিতে কাজ করে। এমনকী তাঁর বহু শো, মানসিক স্বাস্থ্যের সচেতনতা নিয়ে হয়। তিনি বলেন, "আমার শোয়ের প্রথম অংশ সম্পূর্ণ ক্লাসিকল হয়। দ্বিতীয় পর্যায়ে আমি অনেক পরীক্ষা- নিরীক্ষা করি। মাঝের বিরতিতে আমি কিছু প্রশ্ন করি শ্রোতাদের। যা এক প্রকার মানসিক স্বাস্থ্য ব্যায়াম।" শিল্পী জানান,তাঁর প্রচুর অনুগামী- শ্রোতা ই-মেইল, মেসেজ পান এই সংক্রান্ত।   

Advertisement

প্রসঙ্গত, নিউ ইয়র্কে গিয়ে সঙ্গীত নিয়ে পড়াশোনা করেন ঋষভ। সঙ্গীত প্রযোজনা এবং অর্থনীতি নিয়ে পড়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন শিল্পী। তিনিই প্রথম ভারতীয় সেতারবাদক, যাঁকে আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন আমন্ত্রণ জানিয়েছিলেন হোয়াইট হাউসে। সেখানে দীপাবলি উপলক্ষে একক অনুষ্ঠান করার সুযোগ পান তিনি। টেক্সাসের এনজিআর স্টেডিয়ামের মঞ্চে ভারতের প্রথম সেতারবাদক হিসাবে ৬০ হাজার দর্শকের সামনেো পারফর্ম করার অভিজ্ঞতা রয়েছে ঋষভের।


 

POST A COMMENT
Advertisement