Roi Roi Binale Box Office Collection: ভারতের বক্স অফিসের সেরা দশে ঢুকল 'রই রই বিনালে', জুবিনের শেষ ছবির আয় কত?

Roi Roi Binale Box Office Collection: প্রয়াত গায়ক জুবিন গর্গের শেষ ছবি 'রই রই বিনালে' নিয়ে অসম সহ গোটা দেশ ছিল উৎসাহিত। মুক্তির প্রথম দিনেই এই ছবি দেড় কোটির ওপর টাকা আয় করে অসমের বক্স অফিসে সাড়া ফেলে দিয়েছিল। মুক্তির আগে থেকেই অসম জুড়ে এই ছবির টিকিটের চাহিদা ছিল তুঙ্গে। রাজেশ ভুঁইয়া পরিচালিত ও গরিমা গর্গ ও জুবিন প্রযোজিত এই ছবি অসমের ফিল্মি ইতিহাসে এটি ষষ্ঠ সর্বোচ্চ আয়কারী অসমীয়া ছবি হিসাবে বিবেচিত হচ্ছে।

Advertisement
ভারতের বক্স অফিসের সেরা দশে ঢুকল 'রই রই বিনালে', জুবিনের শেষ ছবির আয় কত?রই রই বিনালে বক্স অফিস কালেকশন
হাইলাইটস
  • প্রয়াত গায়ক জুবিন গর্গের শেষ ছবি 'রই রই বিনালে' নিয়ে অসম সহ গোটা দেশ ছিল উৎসাহিত।

প্রয়াত গায়ক জুবিন গর্গের শেষ ছবি 'রই রই বিনালে' নিয়ে অসম সহ গোটা দেশ ছিল উৎসাহিত। মুক্তির প্রথম দিনেই এই ছবি দেড় কোটির ওপর টাকা আয় করে অসমের বক্স অফিসে সাড়া ফেলে দিয়েছিল। মুক্তির আগে থেকেই অসম জুড়ে এই ছবির টিকিটের চাহিদা ছিল তুঙ্গে। রাজেশ ভুঁইয়া পরিচালিত ও গরিমা গর্গ ও জুবিন প্রযোজিত এই ছবি অসমের ফিল্মি ইতিহাসে এটি ষষ্ঠ সর্বোচ্চ আয়কারী অসমীয়া ছবি হিসাবে বিবেচিত হচ্ছে। ভারতীয় সিনেমার বক্স অফিসেও রই রই বিনালে দারুণ সাড়া ফেলেছে। মিউজিক্যাল রোম্যান্টিক এই সিনেমা প্রেক্ষাগৃহে দর্শকদের মন জয় করতে সফল হয়েছে। রই রই বিনালে চতুর্থ সপ্তাহান্তে প্রবেশ করেছে, যা ২০২৫ সালের অষ্টম সর্বাধিক লাভজনক ভারতীয় ছবি। 

৩১ অক্টোবর রাজেশ ভুঁইয়া পরিচালিত ছবিটি অসম সহ গোটা দেশে মুক্তি পায়। ছবি মুক্তির আগে থেকেই অ্যাডভান্স টিকিট বুকিং ও ছবি মুক্তির দিনই ১.৮৫ কোটি টাকা উপার্জন করে বক্স অফিসে নতুন মাইল ফলক স্থাপন করে। অসমের ফিল্মি ইতিহাসে রই রই বিনালে সর্বাধিক আয়ের ছবি, যা ২২ দিনে অসমেই সংগ্রহ করেছে ২৪.৪৯ কোটি টাকা। স্যানিল্কের মতে, এই সিনেমা ২২ দিনে ৩৭ লক্ষ টাকা যোগ করেছে বক্স অফিসে। 

তবে তৃতীয় শুক্রবার ৪৭ লক্ষের কিছু কম উপার্জন হয়েছে এই ছবির। তবে শনি ও রবিবার জুবিন গর্গের এই ছবি আরও ভাল আয় করবে বলে মনে করা হচ্ছে। যা অসমীয়া সিনেমায় ২৫ কোটির মাইলফলক অতিক্রম করবে, যা আগে কখনও দেখা যায়নি। দেখে নিন রই রই বিনালে-এর বক্স অফিস কালেকশন। 

প্রথম সপ্তাহ-১১.৪৮ কোটি
দ্বিতীয় সপ্তাহ-৭.৪৭ কোটি
তৃতীয় সপ্তাহ-৫.১৭ কোটি
২২তম দিন-৩৭ লক্ষ
মোট-২৪.৪৯ কোটি

বৃহস্পতিবার রই রই বিনালে ছাবাকে ছাড়িয়ে ২০২৫ সালের দশম সর্বাধিক লাভজনক ভারতীয় ছবি হিসাবে উঠে এসেছে। লাভ বেড়ে হয়েছে ৩৮৯.৮%। শুধু তাই নয়, অসমীয়া এই ছবি মারাঠি ব্লকবাস্টার দশাবতার (৩৮৩.৬%)-কে ছাড়িয়ে নবম স্থান অধিকার করেছে। মনে করা হচ্ছে রাজেশ ভূঁইয়ার ছবিটি কন্নড় সুপার-ডুপার হিট কান্তারা চ্যাপ্টার ১-কে ছাড়িয়ে যাবে, যা ৩৯৭.০৮% লাভ করেছিল।

Advertisement

২০২৫-এর বক্স অফিস অনুযায়ী ভারতীয় সিনেমা

১.লালো-কৃষ্ণ সদা সহায়তে (গুজরাতি): ০.৫ কোটি/৬০.৯০ কোটি/১২০৮০%

২.সু ফ্রম সো (কন্নড়): ৪.৫ কোটি/৯২.৩৩ কোটি কোটি/১৯৫১.৭%  

৩.মহাবতার নরসিংহ (হিন্দি): ১৫ কোটি/২৪৭.৯৬ কোটি/১৫৫৩%

৪.লিটিল হার্টস (তেলেগু): ২ কোটি/২৬.৪৭ কোটি/১২২৩.৫%

৫.সাইয়ারা (হিন্দি): ৪৫ কোটি/৩৩৭.৬৬ কোটি/৬৫০.৩%

৬.বউ বুট্টু ভুটা (ওড়িয়া): ৩ কোটি/১৬.১৭ কোটি/৪৩৯%

৭.লোকা চ্যাপ্টার ১ (মালায়ালাম): ৩০ কোটি/১৫৫.৯৪ কোটি/৪১৯.৮%

৮.কান্তারা চ্যাপ্টার ১ (কন্নড়): ১২৫ কোটি/৬২১.৩৫ কোটি/৩৯৭.০৮%

৯.রই রই বিনালে (অসমীয়া): ৫ কোটি/২৪.৪৯কোটি/৩৮৯.৮%

১০.দশাবতার (মারাঠি): ৫ কোটি/২৪.১৮ কোটি/৩৮৩.৬%

রই রই বিনালে বক্স অফিস (২২ দিনে) 
বাজেট-৫ কোটি
ভারতীয় সংগ্রহ-২৪.৪৯ কোটি
ভারতীয় গ্রস-২৮.৮৯ কোটি
ROI(Return On Investment)-৩৮৯.৮%
ফ্লপ না হিট-সুপার হিট

POST A COMMENT
Advertisement