
টলিপাড়ায় চর্চিত জুটিদের মধ্যে সুদীপ মুখোপাধ্যায় ও পৃথা চক্রবর্তী অন্যতম। তাঁদের সম্পর্কের রসায়ন দেখলে অনেকেই ঈর্ষান্বিত হবেন। পৃথা সুদীপের চেয়ে ২৫ বছরের ছোট হলেও তাঁদের ভালোবাসা এক চুলও কমতে দেখা যায়নি কোনওদিন। আর সেই সুখের সংসারে কিনা ভাঙন। শনিবার সন্ধ্যেতে পৃথার ফেসবুক পোস্ট দেখে অনেকেই চমকে উঠেছিলেন। অভিনেতা সুদীপ চক্রবর্তার সঙ্গে ডিভোর্সের কথা ঘোষণা করেন স্ত্রী পৃথা। আর সেই পোস্ট দেখে অনেকেই অবাক হন।
স্ত্রী পৃথা শনিবার তাঁর ফেসবুক পেজে লেখেন, আমি আর সুদীপ আর দম্পতি নেই। আমরা আনুষ্ঠানিকভাবে বিচ্ছিন্ন। আগামীতে আমরা খুব ভাল বন্ধু হয়ে থাকব। ১০ বছরের বিবাহিত জীবন সুদীপ ও পৃথার। দুই সন্তানও রয়েছে তাঁদের। হঠাৎ করে কেন ডিভোর্সের সিদ্ধান্ত নিলেন তা অনেকেই বুঝতে পারছেন না। উল্লেখ্য, কিছুদিন আগে ছোটপর্দায় এক গেম শো ‘ইস্মার্ট জোড়ি’তে অংশ নিয়েছিলেন এই দম্পতি। সেখানে তাঁদের রসায়ন ভালোই নজর কেড়েছিল দর্শকদের। বয়সের বিস্তর ব্যবধানকে উপেক্ষা করেই এই জুটি একে অপরের সঙ্গে পথ চলার সিদ্ধান্ত নেয়।
তবে সুদীপের গলায় সম্পূর্ণ অন্য সুর। তিনি এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তিনি শ্যুটিংয়ে ব্যস্ত। এই পোস্ট সম্পর্কে বিন্দুবিসর্গ জানেন না। পৃথা কেন এটা করছেন সেটাও বুঝতে পারছেন না। প্রসঙ্গত, সুদীপ এই মুহূর্তে চিরসখা সিরিয়ালের শ্যুটিংয়ে ব্যস্ত। এখানে তিনি স্বতন্ত্রর চরিত্রে অভিনয় করছেন। তবে সুদীপ বিষয়টি এড়িয়ে গেলেও গত বেশ কয়েকদিন ধরেই সুদাপের সোশ্যাল মিডিয়ায় ভেসে উঠেছে ইঙ্গিতবাহী পোস্ট। কখনও তিনি লিখেছেন ডিটাচমেন্ট আবার কখনও লেখেন হতে দাও। এমনকী শনিবারও অভিনেতা তাঁর সোশ্যাল মিডিয়ায় প্রতারণা নিয়ে পোস্ট দিয়েছেন। যেখানে লেখা কেউ কাউকে প্রতারণা করলে সেই ব্যক্তি বোকা এমনটা ভাবার কোনও দরকার নেই, বরং সে আপনাকে অনেক বেশি বিশ্বাস করেছিল। আর সুদীপের এই পোস্ট দেখে অনেকেই মনে করছেন যে স্ত্রী পৃথা কি তাহলে প্রতারিত করেছেন সুদীপকে?
তবে শনিবার সুদীপ সংবাদমাধ্যমকে এও জানিয়েছেন যে দুই সন্তানকে নিয়ে তাঁরা এখনও এক ছাদের তলায় রয়েছেন। যার একাধিক প্রমাণ পাওয়া যাচ্ছে সুদীপের সোশ্যাল মিডিয়ায়। প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়াতেই সুদীপ ও পৃথার সম্পর্কের শুরু। ওড়িশি নৃত্যশিল্পী পৃথা ঘর বেঁধেছিলেন বিবাহবিচ্ছিন্ন সুদীপের সঙ্গে। সুদীপের প্রথম স্ত্রী অভিনেত্রী দামিনী বেণী বসু। সুদীপ ও পৃথার বয়সের ব্যবধান ২৫ বছর। যদিও তা তাঁদের সুখী দাম্পত্যে বাধা হয়ে উঠতে পারেনি। হঠাৎ এমন কী হল যে কারণে বিচ্ছেদ? সে উত্তর অবশ্য পাওয়া যায়নি।