Advertisement

Sahitya Aaj Tak 2025 LIVE: অপেক্ষার অবসান, 'সাহিত্য আজতক' শুরু আজই, কুমার বিশ্বাস থেকে নেহা, 'তিন তাল', প্রতিটি আপডেট রইল

Aajtak Bangla | নয়াদিল্লি | 21 Nov 2025, 10:16 AM IST

যাঁরা সাহিত্য, গান, অভিনয় বা লোকসংস্কৃতিকে খুব কাছ থেকে অনুভব করতে চান, ভারতের আত্মাকে অনুভব করতে চান, তাঁদের জন্য এই উৎসবই সেরা ঠিকানা। এখানে আপনি আপনার প্রিয় লেখক-শিল্পীদের সামনে পাবেন, শুনতে পারবেন তাঁদের অভিজ্ঞতার গল্প, মঞ্চে দেখতে পাবেন জনপ্রিয় গায়ক-অভিনেতাদের লাইভ পরিবেশনা।

সাহিত্য আজতক ২০২৫সাহিত্য আজতক ২০২৫

'সাহিত্য আজতক'-এর জন্য আর অপেক্ষা করতে হবে না। মঞ্চ প্রস্তুত। শুধু এবার আপনার আসার অপেক্ষা। আজ থেকেই সাহিত্য, সঙ্গীত, শিল্প চর্চার মহাকুম্ভ Sahitya Aaj Tak 2025-এর আসর শুরু হচ্ছে দিল্লিতে মেজর ধ্যানচাঁদ স্টেডিয়ামে।   

যাঁরা সাহিত্য, গান, অভিনয় বা লোকসংস্কৃতিকে খুব কাছ থেকে অনুভব করতে চান, ভারতের আত্মাকে অনুভব করতে চান, তাঁদের জন্য এই উৎসবই সেরা ঠিকানা। এখানে আপনি আপনার প্রিয় লেখক-শিল্পীদের সামনে পাবেন, শুনতে পারবেন তাঁদের অভিজ্ঞতার গল্প, মঞ্চে দেখতে পাবেন জনপ্রিয় গায়ক-অভিনেতাদের লাইভ পরিবেশনা। ২১, ২২ এবং ২৩ নভেম্বর, দিল্লির মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়াম হয়ে উঠবে কলা-সংস্কৃতির এক প্রাণবন্ত আখড়া। দেশের সবচেয়ে বড় হিন্দি নিউজ নেটওয়ার্ক ‘আজতক’-এর উদ্যোগে আয়োজিত এই সাহিত্য উৎসব প্রতি বছরই নতুন মাত্রা পায়। এবারেও তিন দিনে ছড়িয়ে রয়েছে নানারকম আলোচনাসভা, সঙ্গীতানুষ্ঠান, পাঠ, দাস্তানগোয়ি এবং বহু আকর্ষণ। কুমার বিশ্বাস থেকে মালিনী অৱস্থী, শেষ দিনে নেহা কক্কর, তিন দিনের তারকাসমাবেশ।

এই বছরের সাহিত্য আজতক-এর বিশেষ আকর্ষণ বিখ্যাত কবি কুমার বিশ্বাস। গত কয়েক বছরে ‘আপনে-আপনে রাম’ স্টেজ-শোয়ের মাধ্যমে তিনি যে নতুন পরিচয় গড়েছেন, তা তাঁকে পৌঁছে দিয়েছে এক ভিন্ন উচ্চতায়। তিন দিনই তিনি থাকছেন আলাদা সেশন নিয়ে। এছাড়াও থাকছেন লোকগীতির অমর কণ্ঠ মালিনী অবস্থী, যাঁর গলায় লোকগন্ধ ছড়িয়ে পড়বে মঞ্চজুড়ে। মিলবে গ্রামীণ ভারতের মাটির গন্ধ। আর উৎসবের তৃতীয় দিনে গ্র্যান্ড ফিনালেতে মঞ্চ মাতাবেন জনপ্রিয় গায়িকা নেহা কক্কর।

‘তিন তাল’-এর জমজমাট আড্ডা

এই বছর ‘তিন তাল’ তাউ, খান চা ও সর্দার, তাঁদের অনবদ্য হাস্যরস, সমসাময়িক সমাজ-সংলাপ আর জীবনের মজা-মশলাদার গল্প নিয়ে হাজির থাকছেন। তিনজনের আলাদা সুর, কিন্তু একই তাল, যা দর্শকদের সামনে এক অন্যরকম অভিজ্ঞতা সৃষ্টি করবে। অলতাফ রাজা, যশবীর জাস্সি থেকে হারগুন কৌর, সুর-লহরিতে ভরা থাকবে তিন দিন।

10:07 AM(in 5 hours)

বেলা ১২টায় শুভ সুচনা করবেন কলি পুরী

Posted by :- Arindam

আজ প্রথম দিন বেলা ১২টায় সাহিত্য আজতক-এর শুভ সূচনা করবেন ইন্ডিয়া টুডে গোষ্ঠীর ভাইস প্রেসিডেন্ট কলি পুরী। তারপরেই 'আপনে আপনে রাম' চর্চায় হাজির হবে কবি কুমার বিশ্বাস। তারপরে ২টো ১৫ মিনিটে আসছেন প্রেম রাওয়াত, লেখক ও শিক্ষাবিদ।  

9:51 AM(in 5 hours)

আজ শুরু সাহিত্য আজতক ২০২৫

Posted by :- Arindam

আজ শুরু হচ্ছে সাহিত্য আজতক ২০২৫। দিল্লির মেজর ধ্যানচাঁদ স্টেডিয়ামে সাহিত্য চর্চার মহাকুম্ভ। এবারে সবচেয়ে বড় আকর্ষণ কবি কুমার বিশ্বাস।  ২১, ২২ এবং ২৩ নভেম্বর, দিল্লির মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়াম হয়ে উঠছে কলা সংস্কৃতির এক প্রাণবন্ত আখড়া।

কবি কুমার বিশ্বাস
কবি কুমার বিশ্বাস
Advertisement