সাহিত্য ও সঙ্গীতের মহা আসর এবার বঙ্গভূমে। 'সাহিত্য আজতক কলকাতা'-র (Sahitya Aajtak Kolkata 2023) দুই মঞ্চে বাংলার সাহিত্য, কবিতা, গান নিয়ে বিস্তারিত চর্চা ও বিতর্ক সভা চলবে দুদিন ব্যাপী। ইন্ডিয়া টুডে গোষ্ঠীর পরিচালিত দেশের সবচেয়ে জনপ্রিয় নিউজ চ্যানেল 'আজ তক'-এর দেশের প্রতিটি বড় শহরেই সাহিত্য চর্চার এই মহামিলনের আসরের আয়োজন করে আসছে অনেক বছর ধরেই। এবার তা হচ্ছে কলকাতায়।
আট ও নয়ের দশকে বলিউডের প্লেব্যাক গানের অন্যতম শাসক উদিত নারায়ণ। আট থেকে আশি সকলের পছন্দের তালিকায় রয়েছে তাঁর গান। একের পর এক কালজয়ী গান গেয়ে, সাহিত্য আজতক -এর মঞ্চ মাতাচ্ছেন সঙ্গীতশিল্পী।
সাহিত্য আজতক -এর মঞ্চে উদিত নারায়ণ বললেন, "উৎসর্গ ও ভাল কাজের জন্য অনেক কিছু বদলে যায় জীবনে। আমিও অনেক সংঘর্ষ করেছি। আজ যেখানে পৌঁছেছি, সে জায়গায় আসাটা অতটা সহজ ছিল না। গোটা জীবনে ৩৫- ৪০ বছর সংঘর্ষ করেছি।"
সাহিত্য আজতক -এর মঞ্চে উদিত নারায়ণ বললেন, "আবার বাবা কৃষক ছিলেন। গান গাওয়ার কথা বললেই উনি রেগে যেতেন। বলতেন ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে... । তবে মা সমর্থন করতেন। ছোটবেলা থেকে কখনও মেলা, কীর্তন বা যেখানেই সুযোগ পেতাম গান গাইতে চলে যেতাম হাফ প্যান্টেই। সেখানে সকলকে অনুরোধ করতাম আমায় গান গাইতে দেওয়ার সুযোগ দেওয়ার জন্য। কখনও কখনও তাঁদের গান ভাল লাগলে, ১১ টাকার মালাও পরিয়ে দিতেন। "
সাহিত্য ও সঙ্গীতের মহা আসর এবার বাংলায়। 'সাহিত্য আজতক কলকাতা'-র (Sahitya Aajtak Kolkata 2023) দুই মঞ্চে বাংলার সাহিত্য, কবিতা, গান নিয়ে বিস্তারিত চর্চা ও বিতর্ক সভা চলবে দু'দিন ব্যাপী। মঞ্চে হাজির বলিউড সঙ্গীতশিল্পী উদিত নারায়ণ।
সাহিত্য তকের অনুষ্ঠানে সংগীতানুষ্ঠান। মন মাতানো সংগীত পরিবেশন করছেন শিল্পীরা।
সাহিত্য় তকের মঞ্চে সৌরেন্দ্র ও সৌম্যজিৎ। শুরু হল সংগীত সন্ধ্যা।
রাজনীতি ছাড়তে চেয়েছিলাম। দিদিই বললেন রাজনীতি ছেড়ো না। কাজ করো। মানুষের ভোটে জিতে এসেছি। ৭০ শতাংশ ও ৩০ শতাংশ ভোটের রাজনীতিতে নেই। আগে দুভাগে ভাগ হয়ে গিয়েছিলাম। এখন রফি ও কিশোর একসঙ্গে গাই। কারও সম্পর্কে কিছু বলতে চাই না। তবে রসিকতা তো করা যায়। সাহেবও তো করেন: বাবুল
আমি সব কাজই করি। কোনও শো-অফ করার দরকার নেই, ২২ ঘণ্টা কাজ করি। ছুটি নেওয়া উচিত। দিনে ৭-৮ ঘণ্টা ঘুমোনো উচিত। কম ঘুমোলে সিদ্ধান্ত সঠিক হয় না: বাবুল
সোশ্যাল মিডিয়া ছেড়ে দিয়েছি। বাঙালিরা মতামত দিতে ভালোবাসে। ২০১৭ সালে আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে ইস্তফা দিয়েছিলাম। দাঙ্গাবাজ অভিযোগ উঠছিল আমার বিরুদ্ধে। আমার মনে হয়েছিল, আর রাজনীতি করতে চাই না। তখন বোঝানো হয়েছিল, এটা করবেন না। লোকেরা যা বলছে বলতে দিন। আয়নার সামনে দাঁড়াতে পারছি কিনা সেটা আসল ব্যাপার। নিজের জীবনে আমিই শাহেনশা। আমি সাংসদ পদও ছেড়ে দিয়েছি। একটাই জীবন: বাবুল
আজ যদি কহোনা প্যায়ার হ্যায় গাই তাহলে অনেক বেটার গাইব। মন্তব্য করলেন বাবুল সুপ্রিয়। তিনি জানান, তাঁর মনে হয় যদি এখন পুরোনো সেই সব গান করেন তাহলে আগের থেকে অনেক বেটার গান করবেন।
'স্ত্রীর কথা না শুনে অ্যাসিডিটি ভেবে গ্যাসের ওষুধ খেলে হাসপাতালে পৌঁছতে পারতাম না। এখন একদম সুস্থ আছি। সপ্তাহে তিন দিন ফুটবল খেলি। ক্লট হার্টে হয়েছিল। মনে নয়।' শারীরিক অসুস্থতা নিয়ে বললেন বাবুল সুপ্রিয়।
ব্যবসার সঙ্গে যুক্ত সকলেরই সমাজ-শিক্ষা-শারীরিক ও মানসিক স্বাস্থ্যের বিকাশে তাদের সাধ্য মতো দায়িত্ব নিতে হবে। ব্যবসার সঙ্গে সমাজের সংযোগ থাকা জরুরি।
রাজনীতিকদের জন্য সাহিত্যচর্চার কতটা সময় পান? বাবুল জানান,'যে জিনিস পছন্দ করেন তার জন্য অনেক সময় থাকে। যা আমি ভালোবাসি সেটাই করি। সেজন্য ২৪ ঘণ্টাই সময় আছে আমার।'
সমাজ-সাহিত্য-শিক্ষার সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িত আমাদের ব্যবসা, মত বাংলার উদ্যোগপতি, প্যাটন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সঞ্জয় বুধিয়ার।
শারীরিক সমস্যায় আমরা চিকিৎসকের কাছে যাই, তাঁর পরামর্শ মেনে চিকিৎসা করাই। কিছু মানসিক সমস্যা নিয়ে আমরা এখনও সে ভাবে আলোচনা করতে চাই না। সমাজকে কী ভাবে মানসিক সমস্যার কথা বলব, তা ভেবে পাই না। মত প্যাটন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সঞ্জয় বুধিয়ার।
'গান করতে চাই, আর কিছু চাই না', বললেন উষা উত্থুপ।
আমি দেখতে যেমন আর আমার আওয়াজ আলাদা, আমার বিগেস্ট ইউএসপি এটাই।
সৎভাবে কথা বলা কমে আসছে। সিনেমায় মুক্তকণ্ঠে কথা বলার জায়গা নেই। শিল্পীদের দিকে কেন আঙ্গুল তোলা হয়?, মন্তব্য অরিন্দম শীলের।
গানের কোনও বয়স হয় না। তা আজকের অনুষ্ঠানে এসেই বোঝা যায়। দেখা যাচ্ছে, অনেক মানুষ এসেছেন, তাঁদের বয়স বিভিন্ন। এর থেকে প্রমাণ হয়, গান গাওয়ার কোনও বয়স হয় না। গানের কোনও ভেদ নেই।
সিনেমাতে রাজনীতি নেই, কূটনীতি ঢুকে গেছে। এটাকে রাজনীতি বলে না, মন্তব্য কমলেশ্বর মুখোপাধ্যায়ের