'শোলে' ও 'দিওয়ার' ছবিতে অমিতাভ বচ্চনের জায়গায় তাঁর অভিনয় করার কথা ছিল। কিন্তু দু'টি ছবিতেই তাঁর অভিনয় করা হয়ে ওঠেনি। নিজের ফিল্মোগ্রাফি নিয়ে এই আক্ষেপ এখনও রয়ে গিয়েছে শত্রুঘ্ন সিনহার। সেই সঙ্গে এটাও জানালেন, গৌতম ঘোষের বাংলা ছবি অন্তর্জলি যাত্রায় অভিনয় করে অনেক কিছু শিখেছেন। সেই ছবি বিদেশের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হয়েছিল।
'শোলে' ও 'দিওয়ার'- দুই ছবিই ভারতীয় সিনেমায় মাইলস্টোন। যার মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন। অমিতাভ অ্যাংরি ইয়াংম্যান ইমেজ দিয়েছিল দিওয়ার। তার পর আর পিছন ফিরে তাকাতে হয়নি অমিতাভকে। অথচ দুটি ছবিই অমিতাভের ভাগ্যে থাকত না যদি শত্রুঘ্ন সিনহা 'হ্য়াঁ' বলতেন। ওই দুই ছবিতেই অভিনয় করার কথা ছিল বিহারীবাবুর। অথচ তাঁর করা হয়নি। জীবন সায়াহ্নে এসেও এ নিয়ে আক্ষেপ যায়নি শত্রুঘ্নর।
সাহিত্য তকের মঞ্চে শত্রুঘ্নর গলায় ঝরে পড়ল আফসোস। তিনি বলেন,'দিওয়ার ফিল্ম না করার আক্ষেপ এখনও রয়ে গিয়েছে। চিত্রনাট্য আমাকে মাথায় রেখে লেখা হয়েছিল। সেই চিত্রনাট্য ৬ মাস আমার কাছে ছিল। কিন্তু মতের মিল না হওয়ায় ওই ছবি আমি ছেড়ে দিই।'
ভারতীয় সিনেমার ইতিহাস অমর হয়ে গিয়েছে 'শোলে'। রমেশ সিপ্পির ছবি কয়েক বছর ধরে টানা চলেছিল হলে। ওই ছবিতে অমিতাভের 'জয়' চরিত্র করার প্রস্তাব গিয়েছিল শত্রুঘ্নর কাছে। তিনি জানান,'শোলে ছবিতে অমিতাভের চরিত্র আমার করার কথা ছিল। কেউ কেউ চেয়েছিলেন গব্বর সিংয়ের চরিত্র করি। তবে আমি ভিলেনের চরিত্র ছেড়ে দিয়েছিলাম। কিন্তু রমেশ সিপ্পি আমাকে নির্দিষ্ট করে তারিখ বলতে পারছিলেন না। তাই আর অভিনয় করা হয়নি।'
পরে মনোজ কুমারের শোর ছবিও করা হয়নি শত্রুঘ্ন। ৪ মাসে ছবি করতে চেয়েছিলেন মনোজ কুমার। শত্রুঘ্ন চেয়েছিলেন ৮ মাস। তবে জয়া বচ্চনের কারণে ৪ মাসেই করতে চেয়েছিলেন মনোজ। পরে সেই ছবি ১৬ মাসে শেষ হয়। শোলে ও দিওয়ার না করার আফসোস থাকলেও অমিতাভের সাফল্যে খুশি শত্রুঘ্ন। তাঁরা কথায়,'আমি না করায় ভারতের শ্রেষ্ঠ অভিনেতা অমিতাভ বচ্চন বিরাট মঞ্চ পেয়ে গেলেন। আমার বন্ধু এত বড় অভিনেতা হওয়ায় আমি গর্বিত।'
অমিতাভের সঙ্গে এককালে তাঁর সম্পর্ক সৌহাদ্যের ছিল না। এখন কেমন? শত্রুঘ্ন জানালেন, অতীত ভুলে দুজনেই এগিয়ে গিয়েছেন। পারস্পরিক সম্মান রয়ে গিয়েছে। এখন খুব ভালো বন্ধু তাঁরা। আসানসোলের সাংসদ বলেন,'অমিতাভ বচ্চন বয়সে বড় হলেও ফিল্মি দুনিয়ায় আমার থেকে সামান্য জুনিয়র। আমরা পরস্পরকে সম্মান করি। আমাদের মধ্যে কোনও সমস্য়া আর নেই।'
আরও পড়ুন-মজার ছলেই তরুণ মজুমদারের ছবির 'নায়ক', ইচ্ছাপূরণের কাহিনি শোনালেন বাবুল