Salman Khan Threat: '২ কোটি টাকা দাও, না হলে মরো'! ফের হুমকি সলমন খানকে

বলি সুপারস্টার সলমন খানকে ফের প্রাণে মারার হুমকি দেওয়া হল। এবার ২ কোটি টাকা চেয়ে খুনের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। মঙ্গলবার হুমকি বার্তা পেয়েছে মুম্বই ট্রাফিক পুলিশ কন্ট্রোল। উল্লেখ্য, আগেও সলমনকে একাধিক বার হুমকি দেওয়া হয়েছে। সম্প্রতি বাবা সিদ্দিকিকে হত্যার পর ফের খুনের হুমকি পান সলমন। 

Advertisement
'২ কোটি টাকা দাও, না হলে মরো'! ফের হুমকি সলমন খানকেসলমন খান।
হাইলাইটস
  • সলমন খানকে ফের প্রাণে মারার হুমকি দেওয়া হল।
  • এবার ২ কোটি টাকা চেয়ে খুনের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ।
  • তদন্ত শুরু করেছে পুলিশ। 

বলি সুপারস্টার সলমন খানকে ফের প্রাণে মারার হুমকি দেওয়া হল। এবার ২ কোটি টাকা চেয়ে খুনের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। মঙ্গলবার হুমকি বার্তা পেয়েছে মুম্বই ট্রাফিক পুলিশ কন্ট্রোল। উল্লেখ্য, আগেও সলমনকে একাধিক বার হুমকি দেওয়া হয়েছে। সম্প্রতি বাবা সিদ্দিকিকে হত্যার পর ফের খুনের হুমকি পান সলমন।

পুলিশ সূত্রে খবর, হুমকি বার্তায় বলা হয়েছে যে, ২ কোটি টাকা না দিলে সলমনকে খুন করা হবে। হুমকি বার্তা পাওয়ার পরই নড়েচড়ে বসেছে পুলিশ। ওরলি স্টেশনে অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ। 

কয়েক দিন আগেও হুমকি দেওয়া হয়েছিল সলমনকে। ফের গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের হুমকির মুখে পড়েন সলমন। সুপারস্টারের কাছ থেকে ৫ কোটি টাকা চেয়ে হুমকি বার্তা দেওয়া হয়। তবে সরাসরি সলমনকে হুমকি বার্তা পাঠানো হয়নি। সেবারও হুমকি বার্তা পাঠানো হয় মুম্বই ট্রাফিক পুলিশে। সেবার হুমকিতে বলা হয়েছিল যে, 'এই বার্তা হাল্কা ভাবে নেবেন না, নইলে বাবা সিদ্দিকির থেকেও খারাপ অবস্থা হবে।' পুলিশ সূত্রে জানা গিয়েছিল, মুম্বই ট্রাফিক পুলিশের হোয়াটসঅ্যাপ নম্বরে হুমকি বার্তা পাঠানো হয়। তাতে বলা হয়েছিল যে, লরেন্স বিষ্ণোইয়ের সঙ্গে শত্রুতার অবসান ঘটাতে ৫ কোটি টাকা দিতে হবে সলমনকে।

গত কয়েক বছরে বিষ্ণোই দলের কাছ থেকে একাধিক বার হুমকি পেয়েছেন সলমন। বাবা সিদ্দিকির হত্যার দায় স্বীকার করেছে বিষ্ণোই গ্যাং। তার পর থেকেই সলমনের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। চলতি বছরের জুন মাসে পানভেল ফার্মহাউসের কাছে সলমনকে হত্যার ছক বানচাল করেছিল মুম্বই পুলিশ। সেই সময় সলমনকে খুনের ছক কষেছিল লরেন্সের দলবল। তার আগে বান্দ্রায় সলমনের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইকে গুলি চালায় দুই দুষ্কৃতী। সলমনের বাবা সেলিম খানকেও হুমকি দেওয়া হয়েছিল।

সম্প্রতি সলমন-ঘনিষ্ঠ এনসিপি নেতা বাবা সিদ্দিকিকে খুন করা হয়েছে। যার দায়স্বীকার করেছে বিষ্ণোই গ্যাং। এর পর থেকেই সলমনের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

Advertisement

কেন সলমনের উপর রাগ লরেন্স বিষ্ণোইয়ের?

১৯৯৮ সালে রাজস্থানে 'হাম সাথ সাথ হ্যায়' ছবির শুটিংয়ের সময় ২টি কৃষ্ণসার হরিণ শিকার করেন বলে অভিযোগ ওঠে সলমনের বিরুদ্ধে। বিষ্ণোই সম্প্রদায়ের কাছে কৃষ্ণসার হরিণ অত্যন্ত পবিত্র। ফলে ওই ঘটনায় সলমনের উপর রেগে যান লরেন্স বিষ্ণোই। পরে অবশ্য ওই মামলায় জামিন পান সুপারস্টার। ঘটনার সময় লরেন্সের বয়স ছিল মাত্র ৫ বছর। সেই সময় থেকেই সলমনকে টার্গেট করেছিলেন বিষ্ণোই।

POST A COMMENT
Advertisement