অরিজিৎ সিংয়ের সঙ্গে সলমন খানের ঝগড়ার খবর বলিউডের ওপেন সিক্রেট। একটা সময় তাঁদের সম্পর্ক ছিল আদায়-কাঁচকলায়। সলমনেরছবির কোনও গানই অরিজিৎকে দিয়ে গাওয়ানো হত না। এখন অবশ্য সময় অনেকটা এগিয়ে গিয়েছে। কিন্তু সল্লু মিঞার সঙ্গে অরিজিতের মনোমালিন্য আদৌও মিটেছে? বিগ বস ১৯-এ রবিবার উইকেন্ড কা ওয়ার-এ এসে সলমন তাঁর সঙ্গে অরিজিতের পুরনো বিবাদ নিয়ে বিস্তারিত কথা বললেন। সলমন এও স্বীকার করে নেন যে ভুলটা তাঁর তরফ থেকেই হয়েছিল।
'বিগ বস'-এর মঞ্চে উপস্থিত ছিলেন কমেডিয়ান রবি গুপ্ত। তিনি এসেই সলমনকে বলেন, আমার আপনার সামনে আসতে ভয় করছিল। সেই কথা শুনে একটু অবাকই হন ভাইজান। তিনি কারণ জানতে চাইলে রবি জানান যে তাঁর মুখের সঙ্গে অরিজিৎ সিংয়ের মিল রয়েছে, তাই তিনি সলমনের সামনে আসতে ভয় পাচ্ছিলেন। সলমন এই কথার পরিপ্রেক্ষিতে জানান যে এখন তিনি ও অরিজিৎ খুব ভাল বন্ধু হয়ে গেছেন।
সলমন বলেন, অরিজিৎ ও আমি এখন খুব ভাল বন্ধু। একটা ভুল বোঝাবুঝি হয়েছিল আর সেটা আমার তরফ থেকেই হয়। তারপর অরিজিৎ সিং আমার জন্য গানও গেয়েছেন। টাইগার সিনেমায় আমরা একসঙ্গে কাজ করি, আমার আগামী সিনেমা গালওয়ান-এও কাজ করেছেন অরিজিৎ। সলমনের এই কথা শুনে কমেডিয়ান রবিও খুব খুশি হন। তবে বিগ বস-এর এই মঞ্চ থেকেই সলমন ঘোষণা করেন যে তাঁর আগামী ছবিতে কাজ করছেন অরিজিৎ।
ঠিক কী ঘটেছিল সলমন ও অরিজিতের মধ্যে? সাল ২০১৪। এক অ্যাওয়ার্ড শোয়ের মঞ্চে সলমন-অরিজিতের কাজিয়া শুরু। মঞ্চে সঞ্চালকের ভূমিকায় সলমন। সলমনের ডাকে পুরষ্কার নিতে মঞ্চে ওঠেন অরিজিৎ। সলমনের রসবোধ যে মারাত্মক, সেটা কমবেশি সকলেই জানেন। সেদিন সলমন মজার ছলে অরিজিৎকে প্রশ্ন করেছিলেন, 'দর্শকাসনে বসে কি ঘুমিয়ে পড়েছিলে?' কম যান না গায়ক। অরিজিতের পাল্টা জবাব, 'আপনারাই তো ঘুম পাড়িয়ে দিলেন।' ব্যস তাতেই চটে যান সল্লু মিঞা। তবে আগুনে ঘি পড়ে যখন অরিজিৎ অ্যাওয়ার্ড নিয়ে মঞ্চ থেকে নেমে চেয়ারে না বসে সোজা বাইরে চলে যান। সলমনের মনে হয়েছিল, অরিজিৎ তাঁকে ঔদ্ধত্য দেখিয়েছেন। তবে সলমন যে তাঁকে ভুল বুঝছেন, পরে অরিজিৎ সেটা বহুবার বলার চেষ্টা করেছেন। ২০১৬ সালে প্রকাশ্যে সলমনের কাছে ক্ষমাও চেয়েছেন গায়ক। কিন্তু বরফ গলেননি। সলমনের রাগ একটুও কমেনি। নিজের সিদ্ধান্তেই অনড় ছিলেন তিনি।
সলমনের সঙ্গে এই ঝামেলার ফল ভুগতে হয় অরিজিতকে। বহু কাজ তাঁর সেই সময় হাতছাড়া হয়ে যায়। 'কিক'-এর জন্য গান রেকর্ড করেছিলেন অরিজিৎ। সলমনের নির্দেশে সেই গান বাদ দেওয়া হয় ছবি থেকে। 'বজরঙ্গি ভাইজান'-এও গান গাওয়ার কথা ছিল অরিজিতের। তবে সলমন ক্ষুব্ধ হবেন ভেবে ছবির সঙ্গীত পরিচালক প্রীতম অরিজিৎকে দিয়ে গান গাওয়াননি। সময়ের সঙ্গে সঙ্গে সলমনও তাঁর ভুলটা বুঝতে পারেন। তাই ঘটনার ৯ বছর পর টাইগার ৩ ছবিতে অরিজিৎ গান গায়।