Hiya Chatterjee: ব্লাউজ নেই, কাঁধ থেকে খসে পড়ছে আঁচল, শাশ্বত-কন্যার বোল্ড লুক পারদ চড়াচ্ছে

Hiya Chatterjee: ছোট থেকেই দাদু-বাবাদের দেখেছেন অভিনয় করতে। আর সেই বংশের মেয়ে হয়ে অভিনয় যে তাঁর রক্তে তা অনেকেই জানতেন। যদিও বেশ কয়েক বছর লাইমলাইট থেকে দূরেই ছিলেন শাশ্বত চট্টোপাধ্যায়ের মেয়ে হিয়া। মাঝে মাঝে বাবার সঙ্গে অথবা মায়ের সঙ্গে দেখা মিলত হিয়ার।

Advertisement
ব্লাউজ নেই, কাঁধ থেকে খসে পড়ছে আঁচল, শাশ্বত-কন্যার বোল্ড লুক পারদ চড়াচ্ছেহিয়া চট্টোপাধ্যায়
হাইলাইটস
  • যদিও বেশ কয়েক বছর লাইমলাইট থেকে দূরেই ছিলেন শাশ্বত চট্টোপাধ্যায়ের মেয়ে হিয়া।

ছোট থেকেই দাদু-বাবাদের দেখেছেন অভিনয় করতে। আর সেই বংশের মেয়ে হয়ে অভিনয় যে তাঁর রক্তে তা অনেকেই জানতেন। যদিও বেশ কয়েক বছর লাইমলাইট থেকে দূরেই ছিলেন শাশ্বত চট্টোপাধ্যায়ের মেয়ে হিয়া। মাঝে মাঝে বাবার সঙ্গে অথবা মায়ের সঙ্গে দেখা মিলত হিয়ার। তবে গত দু-তিন বছরে হঠাৎ করেই শাশ্বত-কন্যাকে একেবারে অন্যভাবে দেখা গেল। প্রথমে ফটোশ্যুট, বিজ্ঞাপনের মুখ আর এখন তো টলিউডেও ডেবিউ করে ফেলেছেন হিয়া। তাঁর সোশ্যাল মিডিয়ায় ঢুঁ মারলেই দেখা যাবে একাধিক ছবি। সম্প্রতি সেরকমই কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন হিয়া। 

বরাবরই হিয়া নিজেকে অন্য নায়িকাদের থেকে আলাদা করে রাখার চেষ্টা করে গিয়েছেন। তাঁর সোশ্যাল মিডিয়ায় ঢুঁ মারলেই সেই ছবি দেখা যাবে। এবারও তার ব্যতিক্রম হল না। হিয়ার যে ছবি শেয়ার করেছেন, তাতে দেখা গিয়েছে, চওড় সোনালি পাড় ও তাতে কারুকাজ করা কালো শাড়ি পরেছেন তিনি। ব্লাউজ নেই, কাঁধ থেকে খসে পড়ছে শাড়ির আঁচল। মানানসই মেকআপ ও খোঁপা, সঙ্গে হাতে আলতা পরেছেন তিনি। সব মিলিয়ে হিয়ার এই লুক বেশ বোল্ড বলা চলে। একাধিক ভঙ্গীমায় পোজ দিয়েছেন শাশ্বত কন্যা। হিয়ার এই লুকসের প্রশংসা অনেকেই করেছেন। 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Hiya (@hiyachatterjee03)

খুব ছোট বয়স থেকেই লাইট, ক্যামেরা ও অ্যাকশনের সঙ্গে পরিচিত হিয়া। শুভেন্দু চট্টোপাধ্যায়ের নাতনি, শাশ্বতর মেয়ে হিয়া সকলের খুবই চেনা। ইতিমধ্যেই বিজ্ঞাপনের মুখ হিসাবে তাঁকে দেখা গিয়েছে। এবার রাহুল মুখোপাধ্যায়ের নতুন ছবিতে হিয়াকে দেখা যাবে নায়িকা হিসাবে। হিয়ার অভিনয় দিয়ে দর্শকদের মধ্যে প্রত্যাশা য উচ্চ, তা বলার অপেক্ষা রাখে না। কারণ বাবা ও দাদু ডাকসাইটে অভিনেতা। হিয়াও এই সুযোগ পেয়ে ভীষণ খুশি। প্রথম প্রথম কিছুটা নার্ভাস লাগলেও তিনি ছোট থেকেই অভিনেত্রী হতে চেয়েছিলেন, তাই খুব স্বাভাবিকভাবেই এই সুযোগটি হাতছাড়া করেননি তিনি।

Advertisement

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Hiya (@hiyachatterjee03)

হিয়া অবশ্য অনেক আগে থেকেই গ্ল্যামার দুনিয়ায় পা রেখে ফেলেছেন। ফটোশ্য়ুট তো বটেই গয়নার বিজ্ঞাপনেও নজর কেড়েছেন শাশ্বত কন্যা। দাদু এবং বাবার পর হিয়া হতে চলেছেন বংশের তৃতীয় প্রজন্ম, যিনি টলিউডে অভিনয় করতে চলেছেন। সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে ২০২৩ সালে স্নাতক পাশ করেন হিয়া। এরপর টানা দু বছর বেণীদির (দামিণী বেণী বসু)-র কাছ থেকে অভিনয়ের প্রশিক্ষণ নিয়েছেন তিনি। এরপরই তিনি অভিনয় দুনিয়ায় পা রাখেন। একটা চটকদার বিষয় রয়েছে হিয়ার মধ্যে। যেটা দর্শকদের ভাল লাগবে বলেই মনে করা হচ্ছে। 

POST A COMMENT
Advertisement