Sauraseni Maitra In Manish Malhotra's Party: মণীশকে জড়িয়ে পোজ! বলিউড তারকাদের সঙ্গে দিওয়ালি পার্টিতে তাক লাগালেন সৌরসেনী

Sauraseni Maitra In Manish Malhotra's Party: বুধবার থেকে সকলের চোখ আটকেছে অভিনেত্রীর সোশ্যাল পেজে। বোল্ড লুকে বি-টাউনের হাই ভোল্টেজ পাটিতে সামিল হয়ে, নেটপাড়ায় রীতিমতো আগুন ঝরাচ্ছেন টলি নায়িকা।

Advertisement
মণীশকে জড়িয়ে পোজ! বলিউড তারকাদের সঙ্গে দিওয়ালি পার্টিতে তাক লাগালেন সৌরসেনীমণীশের পার্টিতে সৌরসেনী (ছবি: ইনস্টাগ্রাম)

টলিপাড়ার চেনা মুখ সৌরসেনী মৈত্র (Sauraseni Maitra)। বর্তমানে তিনি খুবই ব্যস্ত থাকেন। কলকাতা- মুম্বইতে যাতায়াত যেন লেগেই রয়েছে। কিছু আগেই ফিরেছেন নর্থ আমেরিকা বঙ্গ সম্মেলন থেকে। বিদেশের মাটিতে এই অনুষ্ঠানে, রীতিমতো মঞ্চ মাতানো পারফরম্যান্সে তাক লাগিয়েছেন সকলকে। তবে বুধবার থেকে সকলের চোখ আটকেছে অভিনেত্রীর সোশ্যাল পেজে। বোল্ড লুকে বি-টাউনের হাই ভোল্টেজ পাটিতে সামিল হয়ে, নেটপাড়ায় রীতিমতো আগুন ঝরাচ্ছেন টলি নায়িকা।

জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রার (Manish Malhotra ) দিওয়ালি পার্টিতে দেখা গেল সৌরসেনীকে। স্টার স্টাডেড পার্টিতে মণীশকে জড়িয়ে ধরে পোজ দিয়ে সেই মুহূর্ত লেন্সবন্দি করেছেন তিনি। এছাড়াও বরুণ ধাওয়ান, কিয়ারা আডবানি, কৃতী শ্যানন, দিব্যেন্দু শর্মা, অভয় দেওয়াল, বিজয় বর্মা, রাধিকা মদন, কুশা কপিলাদের সঙ্গে ফটোসেশনের নানা মুহূর্ত, নিজের সোশ্যাল পেজে শেয়ার করেন অভিনেত্রী। ক্যাপশনে লিখেছেন, "দিওয়ালির উদযাপন শুরু হল আমার খুব প্রিয় মণীশ মালহোত্রার সঙ্গে। দারুণ আতিথেয়তা। আমার সিনড্রেলা মোমেন্টের প্রতিটা মুহূর্ত উপভোগ করলাম। উষ্ণ অভ্যর্থনা আর এতটা ভালোবাসা জন্য অসংখ্য ধন্যবাদ।" 

 

 

মণীশ মালহোত্রার দিওয়ালি ব্যাশ-এ (Manish Malhotra’s Diwali Bash) যোগ দেওয়ার জন্য মুখিয়ে থাকেন বলিপাড়ার তারকারা। প্রতি বছর রীতিমতো চাঁদের হাঁট বসে এই পার্টিতে। চারিদিকে থাকে শুধুই ফ্যাশন- গ্ল্যামারের ছটা। রেড কার্পেটে ডিজাইনার ড্রেসে একে-অপরকে জব্বর টেক্কা দেন তারকারা। এবছর মণীশের দিওয়ালি পার্টিতে হাজির ছিলেন গৌরী খান, আলিয়া ভাট, করণ জোহার, রাধিকা মার্চেন্ট, ইশা আম্বানি, সিদ্ধার্থ-কিয়ারা, কৃতী শ্যানন, বরুণ ধাওয়ান, সুহানা খান, জাহ্নবী কাপুর, খুশি কাপুরের মতো তারকারাও।  

 

 

মডেলিং দিয়েই কেরিয়ার শুরু করেন সৌরসেনী। টলিউডে ডেবিউ বেদব্রত পাইনের ছবি 'চিটাগং'-র মাধ্যমে। এরপর 'মাছের ঝোল', 'জেনারেশন আমি', 'ব্যোমকেশ গোত্র', 'একান্নবর্তী', 'আমি আসব ফিরে'-র মতো একগুচ্ছ ছবিতে অভিনয় করে সকলের মন জিতেছেন তিনি। রাজ চক্রবর্তীর 'বাবলি'-তে শেষ দেখা গিয়েছে তাঁকে। এই মুহূর্তে নায়িকার ঝুলিতে রয়েছে বেশ কয়েকটি কাজ।

Advertisement

প্রসঙ্গত, গত কয়েক মাস ধরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে সৌরসেনী মৈত্র। টলিপাড়ার অন্দরের খবর, আমেরিকায় বঙ্গ সম্মেলনে গিয়ে অর্জুন চক্রবর্তীর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে নায়িকার। সেই ঘনিষ্ঠটা এতটাই বাড়াবাড়ি পর্যায় যায় যে, সেটা অর্জুনের স্ত্রীর কানে যেতে খুব বেশি সময় লাগেনি। দুরত্ব বাড়ে জুটির মধ্যে। যদিও পুরো বিষয়টি সংবাদমাধ্যমের কাছে অস্বীকার করেন অর্জুন। বিষয়টিতে সিলমোহন দেননি সৌরসেনীও। এর আগে নুসরত জাহানের প্রাক্তন স্বামী নিখিল জৈনের সঙ্গে তাঁর ডেটিং গুঞ্জন তুঙ্গে ছিল। যদিও সে সম্পর্ক এখন ভেঙেছে বলেই খবর। 

 

POST A COMMENT
Advertisement