Saurav-Darshana: মালদায় শো করতে গিয়ে হেনস্থার শিকার সৌরভ-দর্শনা, ঠিক কী হয়েছে? VIDEO

Saurav-Darshana: টলিউড তারকা হোক বা টেলিভিশনের চেনা মুখ, শহরের বাইরে তাঁরা প্রায়ই একাধিক অনুষ্ঠান করে থাকেন। তবে সম্প্রতি বাইরে অনুষ্ঠান করতে গিয়ে নানান ধরনের হেনস্থার মুখে পড়তে হচ্ছে তারকাদের। সেরকমই মালদায় এক অনুষ্ঠানে যোগ দিতে এসে পারিশ্রমিক নিয়ে হেনস্থার শিকার হলেন টলিউডের জনপ্রিয় জুটি সৌরভ দাস ও দর্শনা বণিক।

Advertisement
মালদায় শো করতে গিয়ে হেনস্থার শিকার সৌরভ-দর্শনা, ঠিক কী হয়েছে? VIDEOসৌরভ-দর্শনা
হাইলাইটস
  • টলিউড তারকা হোক বা টেলিভিশনের চেনা মুখ, শহরের বাইরে তাঁরা প্রায়ই একাধিক অনুষ্ঠান করে থাকেন।

টলিউড তারকা হোক বা টেলিভিশনের চেনা মুখ, শহরের বাইরে তাঁরা প্রায়ই একাধিক অনুষ্ঠান করে থাকেন। তবে সম্প্রতি বাইরে অনুষ্ঠান করতে গিয়ে নানান ধরনের হেনস্থার মুখে পড়তে হচ্ছে তারকাদের। সেরকমই মালদায় এক অনুষ্ঠানে যোগ দিতে এসে পারিশ্রমিক নিয়ে হেনস্থার শিকার হলেন টলিউডের জনপ্রিয় জুটি সৌরভ দাস ও দর্শনা বণিক। সোশ্যাল মিডিয়াতে এসে সৌরভ ও দর্শনা জানালেন তাঁদের সঙ্গে ঠিক কী ঘটনা ঘটেছে। 

সৌরভ তাঁর ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে তাঁর সঙ্গে রয়েছেন স্ত্রী দর্শনাও। দুজনেরই মুখ থম মেরে রয়েছে। সৌরভ তাঁর ভিডিওতে এসে জানিয়েছেন যে তাঁরা মালদায় এক ফ্যাশন শো-তে এসে হেনস্থার মুখে পড়েছেন। অভিযোগের আঙুল তুলেছেন অনুষ্ঠানের আয়োজকদের ওপর। মন্টু পাইলট খ্যাত অভিনেতা তাঁর ভিডিওতে জানিয়েছেন যে মালদায় একটি অনুষ্ঠান করার কথা ছিল তাঁর ও দর্শনার। মেল করে তাঁদের সঙ্গে আয়োজকরা অনুষ্ঠানের সব তথ্য ও পারিশ্রমিক নিয়ে কথাবার্তাও বলেন। এমনকী দুদিন আগেই তাঁদের পারিশ্রমিক দিয়ে দেওয়া হবে বলেও জানানো হয়। 

সেদিন পারিশ্রমিক তো দূরের কথা, সৌরভ বা দর্শনার সঙ্গে কোনওভাবে যোগাযোগ করা হয় না। সৌরভ নানা চেষ্টা করে সেই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করতে পারলে তিনি জানান তাঁরা যেন অনুষ্ঠানে যোগদান করেন, তাহলে সমস্ত পারিশ্রমিক পেয়ে যাবেন। দুজনেই অনুষ্ঠানের দিন মালদায় পৌঁছান। রাত ৮টায় তাঁদের মঞ্চে যাওয়ার কথা। বাঁকুড়া থেকে আসেন সৌরভ ও লখনউ থেকে আসেন দর্শনা। দুজনেই হোটেলে পৌঁছান। কিন্তু এরপরও তাঁরা পারিশ্রমিক পান না। এমনকী সৌরভ বারংবার আয়োজকদের সঙ্গে যোগাযোগ করেও কোনও সাড়া পাননি। তাই সৌরভ তাঁর এই ভিডিওর মাধ্যমে দর্শকদের জানান যে তাঁরা পারিশ্রমিক পাননি বলেই মঞ্চে যেতে পারছেন না। 

সৌরভের পাশাপাশি দর্শনাও জানিয়েছেন যে এটা ছাড়াও তাঁরা আরও অনেক রকম হেনস্থার শিকার হয়েছেন, কিন্তু সেগুলো নিয়ে আর চর্চা করতে চান না। সৌরভ জানান, মালদাবাসী নিশ্চয়ই জানেন এদিন বিশেষ অতিথি হয়ে আছেন সৌরভ দর্শনা, এমনকী কিছু মানুষের সঙ্গে কথাও হয়েছে তাঁদের। কিন্তু তাঁরা পৌঁছতে পারলেন না‌। তাঁদের নামে যাতে কোনও ভুল বার্তা না যায় সাধারণ মানুষদের কাছে, সেই কারণেই সমাজমাধ্যমে এসে পুরো সত্যিটা জানালেন সৌরভ-দর্শনা।

Advertisement

তবে শুধু সৌরভ-দর্শনাই নন, এর আগে বিশ্বনাথ, শ্রাবন্তীও হেনস্থার শিকার হয়েছেন শো করতে গিয়ে। সৌরভ-দর্শনার এই ভিডিওতে বহু নেটিজেনই আয়োজকদের দোষারোপ করেছেন। তবে কারা এই শোয়ের আয়োজক তাদের নাম বা সংস্থার নাম সামনে আনেননি তাঁরা। 

POST A COMMENT
Advertisement