Saurav-Darshana: 'শাড়ি পড়লে সেফটিপিন লাগিয়ে দিই', স্ত্রী দর্শনার আর কোন আবদার রাখেন সৌরভ?

Saurav-Darshana: বেশ কয়েক বছর চুপিসারে চুটিয়ে প্রেম করার পর ২০২৩ সালের ১৫ ডিসেম্বর বিয়ে করেন টলিপাড়ার লাভ বার্ডস সৌরভ দাস ও দর্শনা বণিক। বিয়ের এখনও দুবছর হয়নি, তবে ইতিমধ্যেই পাওয়ার কাপলের তকমা ছিনিয়ে নিয়েছেন তাঁরা।

Advertisement
'শাড়ি পড়লে সেফটিপিন লাগিয়ে দিই', স্ত্রী দর্শনার আর কোন আবদার রাখেন সৌরভ?সৌরভ দর্শনা
হাইলাইটস
  • বেশ কয়েক বছর চুপিসারে চুটিয়ে প্রেম করার পর ২০২৩ সালের ১৫ ডিসেম্বর বিয়ে করেন টলিপাড়ার লাভ বার্ডস সৌরভ দাস ও দর্শনা বণিক।

বেশ কয়েক বছর চুপিসারে চুটিয়ে প্রেম করার পর ২০২৩ সালের ১৫ ডিসেম্বর বিয়ে করেন টলিপাড়ার লাভ বার্ডস সৌরভ দাস ও দর্শনা বণিক। বিয়ের এখনও দুবছর হয়নি, তবে ইতিমধ্যেই পাওয়ার কাপলের তকমা ছিনিয়ে নিয়েছেন তাঁরা। একাধিক অনুষ্ঠানে তাঁদের হাতে হাত রেখে আসতে দেখা গিয়েছে। তাঁদের সংসার, ব্যক্তিগত জীবন নিয়ে দর্শক মনে কৌতূহলের শেষ নেই। দুজনেই কাজের ব্যস্ততার মাঝেও চুটিয়ে সংসার করছেন। আর তারই মাঝে সৌরভ জানালেন তাঁর ও দর্শনার সম্পর্কের রসায়ন। 

দর্শনার সঙ্গে সৌরভ যখন প্রেম করতেন তা কাকপক্ষীতেও টের পায়নি। তবে টলিপাড়ার গুঞ্জন ছিল যে তাঁরা ডেট করছেন একে-অপরের সঙ্গে। বিয়েও করেন একেবারে রাজকীয়ভাবে। এক পডকাস্টে এসে সৌরভ জানিয়েছেন যে তাঁর ও দর্শনার সম্পর্কের রসায়ন এত ভাল কেন। সৌরভ এ প্রসঙ্গে বলেন, ‘আমাদের মধ্যে সম্পর্কের রসায়ন বলতে আমি বুঝি ওর মধ্যে যে চাইল্ডিস ব্যাপারটা রয়েছে তা যেন সারা জীবন রাখতে পারি আমি। আমি জানি ও কোনও ভালো জামা কাপড় পরলে একবার আয়নার সামনে দাঁড়িয়ে নাচ করবেই। এই ব্যাপারটাকে নিয়ে এনজয় করি আমি।’ সৌরভ এও বলেন, ‘শাড়ি পরলে সেফটিপিনটা খুব সযত্নে দায়িত্ব সহকারে লাগিয়ে দেওয়া, সবদিকে সমানভাবে খেয়াল রাখা আমার কাছে এটাই রসায়ন। তবে আরও যে ব্যাপারটা আমি ভীষণভাবে খেয়াল রাখি তা হল ও ওর বাবার কাছে ভীষণ সযত্নে মানুষ হয়েছে। সেই একইভাবে ওকে রাখার চেষ্টা করি আমি।’

অভিনেতা বলেন, দর্শনা তাঁর বাবার বাড়িতে কী চালের ভাত খেত আমি সেটাও ফোন করে জিজ্ঞাসা করেছি। এই সমস্ত ছোটখাটো বিষয় সবসময় নজর রাখি আমি। অন্যদিকে ও চেষ্টা করে আমাদের পরিবারের সঙ্গে মানিয়ে নেওয়ার। এইভাবেই হয়তো আমার বাড়ি আজ ওর বাড়িতে পরিণত হয়েছে। তবে একা সৌরভ নন, বরের প্রশংসায় স্ত্রী দর্শনাও পঞ্চমুখ। এক সাক্ষাৎকারে দর্শনা বলেছিলেন, বিয়ের আগে তো আমরা একসঙ্গে থাকিনি কখনও। বিয়ের পরে একসঙ্গে থেকে বুঝলাম, সৌরভ খুবই লক্ষ্মী ছেলে। ওর কিছুতেই সমস্যা নেই। ওকে শুধু ভাত ও পেঁয়াজ কেটে দিলেও খেয়ে নেবে, আবার মাংস-ভাত দিলেও খেয়ে নেবে। মাটিতে বসে খেতে হলেও ও খেয়ে নেবে। ও খুবই ঝুটঝামেলাহীন একটা মানুষ। ও খুবই বোঝে সুবিধা-অসুবিধা।

Advertisement

অনিন্দিতা বসুর সঙ্গে লিভ-ইন রিলেশন ভাঙার পর দর্শনাকে বিয়ে করেন সৌরভ। এই বিয়ে নিয়ে দুজনকেই কটাক্ষের মুখে পড়তে হয়েছিল। দেড় বছরের সংসার জীবনে পরস্পরের বোঝাপড়া আরও বেড়েছে সেই কথা বার বার বলেছেন যুগলে। তবে এখনই দর্শনা ও সৌরভের সন্তান নেওয়ার কোনও পরিকল্পনা নেই। দুজনেই চুটিয়ে কাজ করছেন। সময় পেলেই একান্তে সময় কাটাতে ভোলেন না এই তারকা দম্পতি। 

POST A COMMENT
Advertisement