Dev-Idhika: থাইল্যান্ডে দেব-ইধিকার উষ্ণ প্রেম, দুষ্টুমি, VIRAL VIDEO

Dev-Idhika: এমন রোম্যান্স বহুদিন দেখেনি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি। তবে এবার মাখো মাখো প্রেমের সাক্ষী হতে চলেছে টলিউড। কিশোরী গানে যে রোম্যান্স অসম্পূর্ণ ছিল 'রঘু ডাকাত' ছবির নতুন গান মুক্তি পেতেই ষোল কলা সম্পূর্ণ হল। দেব ও ইধিকার রসায়ন কয়েক ধাপ এগিয়ে দর্শকদের পাগল করে দিয়েছে।

Advertisement
থাইল্যান্ডে দেব-ইধিকার উষ্ণ প্রেম, দুষ্টুমি, VIRAL VIDEOদেব-ইধিকার রোম্যান্স
হাইলাইটস
  • এমন রোম্যান্স বহুদিন দেখেনি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি।

এমন রোম্যান্স বহুদিন দেখেনি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি। তবে এবার মাখো মাখো প্রেমের সাক্ষী হতে চলেছে টলিউড। কিশোরী গানে যে রোম্যান্স অসম্পূর্ণ ছিল 'রঘু ডাকাত' ছবির নতুন গান মুক্তি পেতেই ষোল কলা সম্পূর্ণ হল। দেব ও ইধিকার রসায়ন কয়েক ধাপ এগিয়ে দর্শকদের পাগল করে দিয়েছে। 'রঘু ডাকাত' ছবির নতুন গান 'ঝিলমিল লাগে রে' গানে বাংলার ডাকাত সর্দার রোম্যান্স করছেন প্রেমিকা সৌদামিনীর সঙ্গে। গানটি মুক্তি পেতেই তা নিমেষে ভাইরাল। 

এতদিন বাংলার দর্শকেরা দেবকে রোম্যান্স করতে দেখেছেন শুভশ্রী, কোয়েল, শ্রাবন্তী, পায়েল, ইশা, সৌমিতৃষা, এমনকী রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও। তবে সেইসব অনস্ক্রিন রোম্যান্স বা প্রেম পুরোটাই ফিকে হয়ে গেল রঘু ডাকাত ছবিতে দেব-ইধিকার প্রেমের রসায়নে। এখানে দেব নিজেকে নতুনভাবে তুলে ধরেছেন। তাঁর সুঠাম শরীর থেকে দর্শকদের চোখ যে সরবে না, এটুকু পাকা। তবে 'ঝিলমিল লাগে' গানে নজর কেড়েছেন ইধিকা। কিশোরী গানে তাঁর মিষ্টি ভঙ্গী সবাইকে মুগ্ধ করেছিল। আর রঘু ডাকাত সিনেমায় ইধিকার বোল্ডনেস পাগল করে দেবে। বিশেষ করে নায়িকার চোখ যেন কথা বলছে দেবের সঙ্গে। সৌদামিনী ও রঘুর জমজমাট রসায়ন তুলে ধরা হয়েছে এই গানে। 

চারিদিকে পাহাড় আর সবুজে ঘেরা এক অপরূপ প্রাকৃতিক দৃশ্য। তার মাঝেই বোনা হয়েছে ‘ঝিলমিল লাগে রে’ গানটি। গানের দৃশ্যায়ন ও দেব-ইধিকার রোম্যান্সের সঙ্গে কিছুটা মিল খুঁজে পাবেন দক্ষিণী ছবি বাহুবলীর পাঞ্চি বোলে গানটির দৃশ্যায়নের সঙ্গে। নীলায়ন চট্টোপাধ্যায়ের সঙ্গীত পরিচালনায়, প্রসেনের কথায় এই গান গেয়েছেন ঈশান মিত্র ও সুচিস্মিতা চক্রবর্তী। নতুন বছরের শুরুতেই ‘রঘু ডাকাত’ লুকে কৌতূহলের পারদ চড়িয়েছিলেন টলিউড সুপারস্টার। সিঁদুরে কপাল, চাদরে ঢাকা মুখ! তবে স্বাধীনতা দিবসের সকালে মুক্তিপ্রাপ্ত পয়লা টিজারে ‘রঘু ডাকাত’ দেব আরও ভয়ানক অবতারে ধরা দিলেন। মাতৃভূমি রক্ষার্থে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে কীভাবে গর্জে উঠেছিলেন দুস্থদের রবিনহুড রঘু? সেই ঝলকই ঝরা পড়েছিল টিজারের টুকরো কোলাজে। কখনও চাঁদের শরীরে ঘোড়সওয়ার রঘুর কায়া, আবার কখনও বা অত্যাচারী ব্রিটিশের আস্তানায় রঘুর লঙ্কাকান্ড, টিজারেই পুজোর বক্স অফিস দখলের হুঁশিয়ারি দিয়েছিলেন নির্মাতারা। এর আগে ‘জয় কালী’ গানটির মিউজিক ভিডিও প্রকাশ্যে এনে উন্মাদনার পারদ আরও চড়ালেন দেব-ধ্রুব জুটি।

Advertisement

পুজোর সময় মুক্তি পাবে রঘু ডাকাত। ইতিমধ্যেই এই ছবির ট্রেলার লঞ্চের দিনক্ষণ জানিয়ে দেওয়া হয়েছে। আগামী ২০ সেপ্টেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হবে রঘু ডাকাত-এর মেগা ট্রেলার লঞ্চের অনুষ্ঠান। ইতিমধ্যেই এই ট্রেলার লঞ্চের অনুষ্ঠানের পরিকল্পনা কেমন হবে তা জানাতে কলকাতা পুলিশ কমিশনার মনোজ বর্মার সঙ্গে দেখা করেন দেব। হাইভোল্টেজ ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে যাতে কোনওরকম দুর্ঘটনা না ঘটে, শত ব্যস্ততার মাঝেও নিজে ভেন্যু টহল দিয়ে নজর রাখছেন দেব।     

POST A COMMENT
Advertisement