Shah Rukh Khan: বাঙালি সব্যসাচীর পোশাকেই বাজিমাত, নিউ ইয়র্ক টাইমসের ‘মোস্ট স্টাইলিশ’ তালিকায় কিং খান

২০২৫ সাল নিঃসন্দেহে শাহরুখ খানের। ঝুলিতে একের পর এক সফলতা আসছে। এই বছর শাহরুখের বৃহস্পতি যে তুঙ্গে, তা বোঝাই যাচ্ছে। ব্যক্তিগত জীবনে একাধিক মাইলস্টোন ছুঁয়েছেন এসআরকে। তাঁর তিন দশকের ফিল্মি কেরিয়ারে প্রথমবার জাতীয় পুরস্কারপ্রাপ্তি ঘটেছে।

Advertisement
বাঙালি সব্যসাচীর পোশাকেই বাজিমাত, নিউ ইয়র্ক টাইমসের ‘মোস্ট স্টাইলিশ’ তালিকায় কিং খানশাহরুখ খান
হাইলাইটস
  • ২০২৫ সাল নিঃসন্দেহে শাহরুখ খানের।

২০২৫ সাল নিঃসন্দেহে শাহরুখ খানের। ঝুলিতে একের পর এক সফলতা আসছে। এই বছর শাহরুখের বৃহস্পতি যে তুঙ্গে, তা বোঝাই যাচ্ছে। ব্যক্তিগত জীবনে একাধিক মাইলস্টোন ছুঁয়েছেন এসআরকে। তাঁর তিন দশকের ফিল্মি কেরিয়ারে প্রথমবার জাতীয় পুরস্কারপ্রাপ্তি ঘটেছে। শুধু তাই নয়, সম্পত্তির নীরিখে প্রথমবার ১০ হাজার কোটির গণ্ডি পেরিয়ে বিশ্বের তাবড় ধনকুবেরদের তালিকায় নাম লিখিয়েছেন শাহরুখ। এবার বলিউড বাদশার মুকুটে নতুন পালক। নিউ ইয়র্ক টাইমসের ৬৭ জন সবচেয়ে স্টাইলিস্ট তারকাদের তালিকায় নাম রয়েছে শাহরুখ খানের। 

চলতি বছরের মে মাসেই মেট্রো পলিটান মিউজিয়াম অফ আর্ট গ্যালারিতে আয়োজিত মেট গালার মতো বিশ্বমানের ফ্যাশন ইভেন্টে প্রথমবারের মতো অংশ নিয়েছিলেন শাহরুখ। আর সেই লাল গালিচায় হেঁটেই ইতিহাস গড়লেন বলিউড সুপারস্টার। বাঙালি ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের অনবদ্য স্টাইলে সেজে উঠতে দেখা গিয়েছিল বলিউড বাদশাকে। কালো রঙের পোশাকে শাহরুখ খানের অন্য ধরনের লুকস সকলের দৃষ্টি কেড়েছিল। ভারতীয় ঐতিহ্যের সঙ্গে পশ্চিমী ছোঁয়ার মিশেলে কিং খানের জন্য ‘বন্ধ গলা’ পোশাক তৈরি করেছিলেন সব্যসাচী। আর কিং স্টাইলেই পশ্চিমী সিনেদুনিয়ার রাতের ঘুম ওড়ান শাহরুখ। সেই মেট গালা অধ্যায়ের হাত ধরেই এবার প্রথম ভারতীয় হিসেবে নয়া রেকর্ড গড়লেন বলিউড বাদশা।

এই প্রথমবার নিউ ইয়র্ক টাইমসের ‘মোস্ট স্টাইলিশ’ ক্যালেন্ডারে কোনও ভারতীয় তারকার নাম ঠাঁই পেল। প্রথমবার মেট গালাতে হেঁটে এরকম মাইলস্টোন ছোঁয়ার ঘটনা আগে কখনও দেখা যায়নি। উল্লেখ্য, এবারের মেট গালায় এই প্রথমবার কৃষ্ণাঙ্গ ডিজাইনারদের সম্মান জানিয়ে “সুপারফাইন: টেইলারিং ব্ল্যাক স্টাইল’ সাজপোশাকে লাল গালিচায় ধরা দিয়েছিলেন তারকারা। এমন উদ্যোগেরও ভূয়সী প্রশংসা করেছিলন শাহরুখ।

শাহরুখ খানকে দেখা যাবে তাঁর আগানী ছবি কিং-এ। যেখানে তিনি প্রথমবার স্ক্রিন শেয়ার করবেন তাঁর কন্যা সুহানার সঙ্গে। রয়েছেন দীপিকা পাড়ুকোনও। এই ছবির পরিচালক সিদ্ধার্থ আনন্দ, যিনি এর আগেও কিং খানের সঙ্গে ২০২৩-এর বক্স ব্লাস্টার ছবি পাঠান তৈরি করেছিলেন।    

Advertisement

POST A COMMENT
Advertisement