শাহরুখ খানপর্দায় তাঁর ম্যাজিক এখনও ম্লান হয়ে যায়নি। তাঁর টোল পরা হাসিতে মন হারিয়েছেন লাখো লাখো পুরুষ-মহিলা নির্বিশেষে। তাঁকে এক ঝলক দেখার জন্য মন্নতের বাইরে ভিড় জমে যায়। ২ নভেম্বর বলিউডের বাদশা শাহরুখ খানের জন্মদিন। ৬০ বছরে পা দিলেন এসআরকে আর এইদিনই শাহরুখের আগামী ছবি কিং-এর ফার্স্ট লুক সামনে এল। যার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন ভক্ত-অনুরাগীরা। শাহরুখ তাঁর জন্মদিনে ভক্তদের সবচেয়ে বড় উপহার দিলেন। আর এই সিনেমার প্রথম ঝলক সামনে আসতেই ভাইরাল হতে সময় নেয়নি।
শাহরুখের আগামী ছবি কিং বেশ অনেকদিন ধরেই শিরোনামে রয়েছে। এই ছবিতে কে কে আছেন, কী নিয়ে ছবির গল্প তা নিয়ে দর্শকদের মধ্য়ে কৌতুহলের শেষ নেই। যদিও আগেই শাহরুখের কিং ছবির লুক প্রকাশ্যে চলে এসেছিল। নিজের ৬০তম জন্মদিনের দিনই শাহরুখ তাঁর ছবির ফার্স্ট লুক টিজার সামনে এনে ভক্তদের সারপ্রাইজ দিলেন একরকমভাবে।
পুরো টিজার জুড়ে শাহরুখের ভয়েস ওভার শোনা গিয়েছে, এসআরকে তাঁর চরিত্র নিয়ে এই টিজারে কথা বলছেন। শাহরুখকে বলতে শোনা গিয়েছে, আমি কত খুন করেছি, মনে নেই। খুন করার সময় কখনও কাউকে জিজ্ঞাসা করিনি সে ভাল না খারাপ মানুষ। শুধু অনুভব করতাম তাঁদের শেষ নিঃশ্বাসটুকু। সে অনেক অপরাধ করেছে এবং প্রায় ১০০ দেশে সে বদনাম। তাই সবাই তাকে কিং বলে ডাকে। শাহরুখের এই ছবির টিজার ফুল অন অ্যাকশনে ভরপুরয প্রত্যেক ফ্রেমেই অ্যাকশন দেখা গিয়েছে।
ছবির টিজারে শাহরুখের অন্য ধরনের লুকস সামনে এসেছে। ধূসর রঙের চুল, একেবারে মাফিয়া লুকস, যা শাহরুখের চরিত্রের সঙ্গে মানানসই। শাহরুখের ছবি কিং ২০২৬ সালে মুক্তি পাবে। এই ছবির পরিচালক সিদ্ধার্থ আনন্দ। প্রসঙ্গত, শাহরুখের ছবি কিং ঘোষণা হওয়ার পর থেকেই তা আলোচনার কেন্দ্রে ছিল। এই ছবিতে শাহরুখ ছাড়াও রয়েছেন অনিল কাপুর, অভিষেক বচ্চন, জ্যাকি শ্রফ, জয়দীপ আহলাওয়াত, আরশাদ ওয়ার্সি এবং সৌরভ শুক্লা সহ তাবড় তাবড় অভিনেতারা। দীপিকা পাড়ুকোন এবং রানি মুখার্জিও এই ছবির গুরুত্বপূর্ণ সদস্য। এই ছবিতেই শাহরুখের সঙ্গে প্রথমবার স্ক্রিন শেয়ার করবেন মেয়ে সুহানা খানও।