টেলিপাড়ায় তাঁদের নিয়ে চর্চা দিন দিন বেড়েই চলেছে। কথা সিরিয়াল সেটেই তাঁদের প্রথম আলাপ। কিন্তু পর্দায় তাঁদের জুটির রসায়ন রীতিমতো আগুন ধরিয়ে দেয়। কথা হচ্ছে অভিনেতা সাহেব ভট্টাচার্য ও সুস্মিতা দে-কে নিয়ে। অনস্ক্রিনের মতো অফস্ক্রিনেও তাঁদের কেমিস্ট্রি দারুণ। যদিও সাহেব ও সুস্মিতার মধ্যে সম্পর্ক শুধুই বন্ধুত্বের নাকি ভালোবাসার, সে বিষয়টা স্পষ্ট নয়। তবে সাহেবের বাড়িতে অহরহ যাতায়াত রয়েছে কথার নায়িকার। আর এবার তো অভিনেতার বাড়ির রান্নাঘরেও ঢুকে পড়লেন সুস্মিতা।
আসলে সম্প্রতি সাহেব-সুস্মিতার ফ্যানক্লাব পেজ থেকে একটি ভিডিও পোস্ট করা হয়েছে, যেখানে সাহেব তথা পর্দার অগ্নি কথার জন্য নিজের হাতে অমলেট তৈরি করছেন। পাশে রয়েছে সাহেবের মাও। পর্দার পাচকমশাই বাস্তবেও রান্নায় যে বেশ পটু তারই আভাস পাওয়া গেল এই ভিডিওতে। সদ্য কথা সিরিয়ালের পুরো টিম গিয়েছিল পিকনিকে। আর পিকনিকে যাওয়ার আগে সাহেবের বাড়িতে ব্রেকফাস্ট সেরে নিলেন সুস্মিতা। পিকনিকে যাওয়ার আগে সুস্মিতার জন্য নিজের হাতে ব্রেকফাস্ট তৈরি করলেন অভিনেতা।
ভিডিওতে অন্য একজন সাহেবকে এই ব্রেকফাস্ট খাওয়ানোর জন্য ধন্যবাদ যেমন জানায় তেমনি কথা অর্থাৎ সুস্মিতাকে জিজ্ঞেস করেন তিনি এখানে কী করছেন, যার উত্তরে সুস্মিতা জানান কিছু শেখার চেষ্টা করছি। জন্মদিনে ফেসবুক লাইভে এসে সুস্মিতার সঙ্গে প্রেমের জল্পনা নিয়ে মুখ খোলেন সাহেব। তিনি বলেছিলেন, ‘সুস্মিতার সঙ্গে আমার রসায়ন নিয়ে অনেক কথা হচ্ছে। দুজন পেশাদার অভিনেতা যখন এক জায়গায় কাজ করছে, সেই নিয়ে অনেক আলোচনা হয়। কিন্তু আমাদের কাজ হল যে কাজের জন্য আমাদের পরিচিতি সেটা ভালোভাবে করা….এর বাইরে আমরা অন্য কিছু ভাবছি না’।
তবে টলিপাড়ায় গুঞ্জন, সুস্মিতা নন বরং মডেল স্বাগতা দাসের সঙ্গে সম্পর্কে রয়েছেন সাহেব। পুজোর পর সাহেবেক বাড়িতে এক গেট-টু-গেদারে স্বাগতাকে দেখা গিয়েছে। যেখানে কথা সিরিয়ালের টিমও উপস্থিত ছিলেন। সুস্মিতার সঙ্গেও ছবি তুলেছেন স্বাগতা। ২০১৭ সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল সাহেব ভট্টাচার্যের প্রেমিকা সোনিকা চৌহানের। এরপরই সাহেবের জীবনে স্বাগতা আসেন। সুস্মিতা সাহেবকে দাদা বলেই সম্বোধন করেন। যদিও রিল লাইফে তাঁদের জুটি এক্কেবারে সুপারহিট।