Hunarbaaz-এ দেখা যাবে শেহনাজ গিলকে, প্রোমো দেখেই উত্তেজিত ভক্তরা

ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন শেহনাজ গিল, যেখানে তাঁকে গান গাইতে দেখা গিয়েছে। ভিডিওতে তাঁর ভয়েসওভারও শোনা রয়েছে। এছাড়া ভিডিওতে তাঁকে বলতে শোনা গিয়েছে, "আমারও সেই দক্ষতা আছে যা আমাকে অনেক আনন্দ দেয়। হুনারবাজ হল সেই প্ল্যাটফর্ম যেখানে সাধারণ মানুষ তাঁদের স্বপ্ন পূরণ করতে এবং তাঁদের দক্ষতা দেখাতে আসেন।"

Advertisement
Hunarbaaz-এ দেখা যাবে শেহনাজ গিলকে, প্রোমো দেখেই উত্তেজিত ভক্তরাশেহনাজ গিল
হাইলাইটস
  • গান গাইবেন শেহনাজ গিল
  • দেখা যাবে হুনরবাজে
  • শুভেচ্ছা জানালেন ভক্তরা

গতবছরটায় খুবই কঠিন সময়ের মধ্যে গিয়েছেন অভিনেত্রী শেহনাজ গিল (Shehnaaz Kaur Gill)। মৃত্য়ু হয়েছে তাঁর বিশেষ বন্ধু সিদ্ধার্থ শুক্লার। তবে এবার সেইসব ঘটনার ধাক্কা কাটিয়ে উঠে সামনের দিকে এগোতে চাইছেন অভিনেত্রী। এবার নিজের সঙ্গীতের প্রতিভা তুলে ধরতে দেখা যাবে তাঁকে। নয়া ট্যালেন্ট শো হুনরবাজে (Hunarbaaz: Desh Ki Shaan) দেখা যাবে শেহনাজকে। ইতিমধ্যেই অনুষ্ঠানের প্রোমোও দেখা গিয়েছে। 

গান গাইলেন শেহনাজ গিল
ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন শেহনাজ গিল, যেখানে তাঁকে গান গাইতে দেখা গিয়েছে। ভিডিওতে তাঁর ভয়েসওভারও শোনা রয়েছে। এছাড়া ভিডিওতে তাঁকে বলতে শোনা গিয়েছে, "আমারও সেই দক্ষতা আছে যা আমাকে অনেক আনন্দ দেয়। হুনারবাজ হল সেই প্ল্যাটফর্ম যেখানে সাধারণ মানুষ তাঁদের স্বপ্ন পূরণ করতে এবং তাঁদের দক্ষতা দেখাতে আসেন।"

ভিডিওর ক্যাপশানে শেহনাজ লিখেছেন, আসল দক্ষতার পরিচয় হতে চলেছে শুধুমাত্র 'হুনরবাজ দেশ কি শান'-এ। আগামী ২২ জানুয়ারি থেকে প্রতি শনিবার ও রবিবার রাত ৯টায় কার্লাস টিভিতে শুরু হচ্ছে অনুষ্ঠানটি। এদিকে এই খবর পেয়ে ব্যাপক খুশি শেহনাজের ফ্যানেরা। ভক্তরা তাঁকে শুভেচ্ছাও জানিয়েছেন। 

আগামী ২২ তারিখ থেকে শুরু হতে চলা এই অনুষ্ঠানে দেখা যাবে করণ জোহর, পরিণীতি চোপড়া ও মিঠুন চক্রবর্তীকে। এর আগেও শোয়ের একটি প্রোমো রিলিজ হয়েছে। অনুষ্ঠানের সঞ্চালক ও সঞ্চালিকা হলেন হর্ষ লিম্বাচিয়া এবং ভারতী সিং।


 

POST A COMMENT
Advertisement