Shruti Das-Aratrika Maity: একসঙ্গে ছোটপর্দায় শ্রুতি-আরাত্রিকা, কবে থেকে শুরু নতুন সিরিয়াল?

Shruti Das-Aratrika Maity: বাংলা টেলিভিশনের জনপ্রিয় দুই মুখ শ্রুতি দাস ও আরাত্রিকা মাইতি। শ্রুতি বেশ কয়েক মাস ছোটপর্দা থেকে দূরে রয়েছেন। শিবপ্রসাদ-নন্দিনীর আমার বস ছবিতে ডেবিউ করার পর উইনডোজ প্রোডাকশনের ভানুপ্রিয়াভাতের হোটেলেও অভিনয় করবেন অভিনেত্রী। অপরদিকে, আরাত্রিকা মাইতির মিঠিঝোরা সদ্য শেষ হয়েছে।

Advertisement
একসঙ্গে ছোটপর্দায় শ্রুতি-আরাত্রিকা, কবে থেকে শুরু নতুন সিরিয়াল?নতুন সিরিয়ালে একসঙ্গে এই দুই নায়িকা
হাইলাইটস
  • বাংলা টেলিভিশনের জনপ্রিয় দুই মুখ শ্রুতি দাস ও আরাত্রিকা মাইতি।

বাংলা টেলিভিশনের জনপ্রিয় দুই মুখ শ্রুতি দাস ও আরাত্রিকা মাইতি। শ্রুতি বেশ কয়েক মাস ছোটপর্দা থেকে দূরে রয়েছেন। শিবপ্রসাদ-নন্দিনীর আমার বস ছবিতে ডেবিউ করার পর উইনডোজ প্রোডাকশনের ভানুপ্রিয়াভাতের হোটেলেও অভিনয় করবেন অভিনেত্রী। অপরদিকে, আরাত্রিকা মাইতির মিঠিঝোরা সদ্য শেষ হয়েছে। সৃজিত মুখোপাধ্যায়ের লহ গৌরাঙ্গের নাম রে ছবিতে অভিনয়ের মাধ্যমে বড়পর্দায় আত্মপ্রকাশ করবেন পর্দার রাই। তবে এবার শোনা যাচ্ছে, শ্রুতি ও আরাত্রিকা একসঙ্গে সিরিয়াল করবেন। একই ধারাবাহিকে দেখা যাবে মেগা সিরিয়ালের দুই জনপ্রিয় মুখকে। 

এই প্রথমবার একসঙ্গে পর্দায় দেখা যাবে দুই নায়িকাকে। জি-বাংলায় খুব শীঘ্রই আসছে এই নতুন মেগা ধারাবাহিক। পরিচালনায় সুশান্ত দাস। দুই বোনের গল্পে নিয়ে আসছে এই মেগা। জানা গিয়েছে, বড় বোন নিশার চরিত্রে দেখা যাবে শ্রুতিকে, তাঁর চরিত্র একেবারে অন্য রকমের। যে কোনো উপায়ে সে কোটিপতি হতে চায়। অন্যদিকে তাঁর বোন উজি, (আরাত্রিকা মাইতি), সে চায় শিক্ষিত হয়ে সৎ পথে উপার্জন করতে। তাঁদের চরিত্রে এই মত বিরোধ ধারাবাহিকের মূল প্রেক্ষাপট। আগামী এই সিরিয়াল নিয়ে স্বাভাবিকভাবেই খুশি এই দুই নায়িকা। 

শ্রুতি ও আরাত্রিকা দুজনেই টেলিভিশনের গণ্ডি পেরিয়ে বড়পর্দায় নাম লিখিয়ে ফেলেছেন। উল্লেখ্য, এই প্রথম একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে শ্রুতি ও আরাত্রিকাকে। উল্লেখ্য, দুই অভিনেত্রীই শেষ ধারাবাহিকের পর কাজ করে ফেলেছেন তাবড় পরিচালকদের সঙ্গে। কিছু মাস আগেই আরাত্রিকা শেষ করেছেন তাঁর শেষ ধারাবাহিক ‘মিঠিঝোরা’। এই ধারাবাহিক শেষ করার পর সৃজিত মুখোপাধ্যায়ের ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবিতে অভিনয় করেছেন অভিনেত্রী। অন্যদিকে শ্রুতি বছরখানেক আগে শেষ করেছেন ‘রাঙা বউ’ ধারাবাহিক।

নতুন ধারাবাহিক শুরু হওয়ার আগে শ্রুতি ও আরাত্রিকাকে দেখা গেল নিজেদের বন্ধুত্বে শান দিতে। দুজনেই পরিবারের সঙ্গে পাহাড়ে বেড়াতে গিয়েছেন। একঝাঁক ছবি পোস্ট করে ক্যাপশনে শ্রুতি লিখেছেন, নতুন পথচলা শুরু আমাদের। সকলে আমাদের শুভকামনা জানাবেন। শ্রুতি ও আরাত্রিকাকে একসঙ্গে দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকও   

Advertisement

POST A COMMENT
Advertisement