Arijit Singh: ফের বাবা হলেন নাকি অরিজিত্‍? কোয়েলের কোলে ওই শিশুটি কে?

Arijit Singh: ঝুলিতে হিট গানের সংখ্যা ক্রমশঃ বেড়েই চলেছে। অথচ তিনি লাইমলাইট থেকে দূরে থাকতেই পছন্দ করেন বেশি। নিজের গান ছাড়া সেভাবে কোনও কিছুর মধ্যেই থাকেন না গায়ক অরিজিৎ সিং। ব্যক্তিগত জীবনকেও সকলের আড়ালেই রেখে দিয়েছেন গায়ক।

Advertisement
ফের বাবা হলেন নাকি অরিজিত্‍? কোয়েলের কোলে ওই শিশুটি কে? অরিজিৎ সিং
হাইলাইটস
  • নিজের গান ছাড়া সেভাবে কোনও কিছুর মধ্যেই থাকেন না গায়ক অরিজিৎ সিং।

ঝুলিতে হিট গানের সংখ্যা ক্রমশঃ বেড়েই চলেছে। অথচ তিনি লাইমলাইট থেকে দূরে থাকতেই পছন্দ করেন বেশি। নিজের গান ছাড়া সেভাবে কোনও কিছুর মধ্যেই থাকেন না গায়ক অরিজিৎ সিং। ব্যক্তিগত জীবনকেও সকলের আড়ালেই রেখে দিয়েছেন গায়ক। কিন্তু তাও অরিজিৎ সিংয়ের ফ্যানপেজগুলির দৌলতে মাঝে মাঝেই গায়কের কিছু অদেখা মুহূর্ত সামনে চলে আসে। সেরকমই এক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে অরিজিৎ সিংয়ের স্ত্রী কোয়েলের কোলে দেখা যাচ্ছে এক ছোট্ট শিশুকে। 

আর এই ভিডিও ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়া জুড়ে তোলপাড়। আবার বাবা হলেন নাকি গায়ক। তবে আকাশ-কুসুম ভাবার কোনও দরকার নেই। কারণ এই ছবি মোটেও অরিজিৎ বা কোয়েলের সন্তানের নয়। আসলে গায়ক গিয়েছিলেন কোনও এক অন্নপ্রাশনের অনুষ্ঠানে। ভিডিওতে দেখা যায়, অরিজিৎ খুদেকে দেখার জন্য বেশ উৎসাহিত। আর সেই সময়ই স্ত্রী কোয়েলের কোলে চেপে আসে সেই খুদে। এরপরই অরিজিৎকে দেখা যায় সকলের সঙ্গে ছবি তুলতে। 

অন্নপ্রাশনের অনুষ্ঠানে অরিজিৎকে দেখা গেল গোল্ডেন রঙের পাঞ্জাবি ও চোস্ত পাজামাতে, মাথায় কালো পাগড়ি। আর কোয়েল পরেছিলেন সবুজ রঙের শাড়ি, হালকা মেকআপ, কপালে বড় টিপ ও চোখে চশমা। অরিজিৎ সকলের সঙ্গে আনন্দ করেই ছবি তোলেন। অরিজিৎ একেবারে সাধারণের মতোই সকলের সঙ্গে মিশে গিয়েছিলেন। আর এটাই গায়কের সবচেয়ে বড় ইউএসপি। লাইমলাইটে না থাকলেও অরিজিৎ তাঁর চেনা-পরিচিতদের কাছে একেবারেই ঘরের ছেলে। যে বাজার করতে যাচ্ছে, বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছে, স্ত্রীর সঙ্গে সময় কাটাচ্ছেন আবার কনসার্টে লাখো মানুষের মন জয় করছেন। 

এদিকে কদিন আগে ২০২৫ সালের পদ্মশ্রী প্রাপকদের তালিকা সামনে আসে। আর যাতে রয়েছেন অরিজিৎ সিং-ও। বাংলার ছেলে ইতিমধ্যেই জায়গা করে নিয়েছেন গোটা দেশে মানুষের মনে। বছরের বেশিরভাগ সময়ই অরিজিৎ থাকেন জিয়াগঞ্জে। এত বড় মাপের গায়ক হয়েও এখন অরিজিৎ তাঁর পুরনো স্কুটি নিয়েই ঘুরে বেড়ান। সাদামাটা জীবন যাপন করতেই ভালোবাসেন অরিজিৎ।  

Advertisement

POST A COMMENT
Advertisement