Arijit Singh: লন্ডনে একমঞ্চে এড শিরান ও অরিজিত্‍ সিংয়ের কনসার্ট, কাঁপিয়ে দেওয়া পারফর্ম্যান্স, VIRAL VIDEO

Arijit Singh: আরজি কর-কাণ্ডের প্রতিবাদে গর্জে উঠেছে গোটা কলকাতা শহর। আর সেখানে প্রতিবাদের স্বর হিসাবে শোনা যাচ্ছে অরিজিৎ সিংয়ের আর কবে গানটি। কলকাতাজুড়ে অরিজিৎ সিংয়ের গান ধরে পথেঘাটে প্রতিবাদ। এই গান বাঙালিদের শিরায় শিরায় পৌঁছে গিয়েছে। অরিজিৎ রাস্তায় নেমে প্রতিবাদ করেননি ঠিকই তবে তাঁর প্রতিবাদের ভাষা শোনা গিয়েছে তাঁর এই গানে।

Advertisement
লন্ডনে একমঞ্চে এড শিরান ও অরিজিত্‍ সিংয়ের কনসার্ট, কাঁপিয়ে দেওয়া পারফর্ম্যান্স, VIRAL VIDEOঅরিজিৎ সিং-এডি শিরান
হাইলাইটস
  • কলকাতাজুড়ে অরিজিৎ সিংয়ের গান ধরে পথেঘাটে প্রতিবাদ।

আরজি কর-কাণ্ডের প্রতিবাদে গর্জে উঠেছে গোটা কলকাতা শহর। আর সেখানে প্রতিবাদের স্বর হিসাবে শোনা যাচ্ছে অরিজিৎ সিংয়ের আর কবে গানটি।  কলকাতাজুড়ে অরিজিৎ সিংয়ের গান ধরে পথেঘাটে প্রতিবাদ। এই গান বাঙালিদের শিরায় শিরায় পৌঁছে গিয়েছে। অরিজিৎ রাস্তায় নেমে প্রতিবাদ করেননি ঠিকই তবে তাঁর প্রতিবাদের ভাষা শোনা গিয়েছে তাঁর এই গানে। এই আবহেই অরিজিৎ সিং পৌঁছেছেন লন্ডনে কনসার্ট করতে। আর সেখান থেকে আরও এক ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। 

লন্ডনের এই বিশেষ কনসার্টে এড শিরানের সঙ্গে অরিজিৎ সিংকে মঞ্চে পারফর্ম করতে দেখা যায়। এড শিরান ও অরিজিতের এই যুগলবন্দি দর্শকদের মন ছুঁয়ে গিয়েছে। অরিজিৎ-এর ফ্যান পেজ থেকে সেইসব ভিডিও এখন ভাইরাল। যেখানে দুই জনপ্রিয় গায়করে জমজমাটি পারফর্ম্যান্স নজরে আসল। অরিজিৎ নিজেও তাঁর সোশ্যাল মিডিয়া পেজে এই লন্ডন কনসার্টের ছবি শেয়ার করেছেন। যেখানে অরিজিৎ লিখেছেন, গতকাল রাতের অনুষ্ঠানে এভাবে পাশে থেকে এত ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

অরিজিতের ফ্যান পেজ থেকে যে ভিডিও শেয়ার করা হয়েছে, সেখানে দেখা গিয়েছে অরিজিৎ গাইছেন এড শিরানের জনপ্রিয় গান পারফেক্ট। অরিজিতের সঙ্গে গলা মেলাতে দেখা যায় এই গানের আসল গায়ক শিরানকেও। দর্শকদের কাছে এই গান দারুণ সাড়া ফেলেছে। অসুস্থতা পর একমাস বিশ্রাম নিয়ে অরিজিৎ ফিরেছেন মঞ্চে। এখন একের পর এক কনসার্ট রয়েছে তাঁর বিদেশে। গত ২ অগাস্ট সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে তিনি জানিয়েছিলেন যে তিনি অসুস্থ। তাই অগাস্টের সব শো বাতিল করে দেওয়া হয়। 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Arijit Singh (@arijitsingh)

এরই মাঝে স্ত্রী কোয়েলকে নিয়ে ভুটানেও গিয়েছিলেন তিনি। ছুটি কাটিয়ে ফিরেই রবিবার প্রথমবার কনসার্ট করলেন তিনি। অসুস্থতার মাঝেও তিনি আরজি কর-কাণ্ড নিয়ে নিজের বক্তব্য রাখতে ভোলেননি। অরিজিৎ সেই সময় জানিয়েছিলেন যে তাঁর সাধারণ মানুষের মতো স্বাধীনতা নেই রাস্তায় নেমে প্রতিবাদ করার, কারণ তাঁকে দেখলেই সেলফি তোলার হিড়িক পরে যাবে। তবে অরিজিৎ তাঁর প্রতিবাদকে তুলে ধরেন আর কবে গানের মাধ্যমে। যেটা এখন আরজি কর-কাণ্ডের প্রতিবাদের মূল গান হয়ে গিয়েছে।  

Advertisement

POST A COMMENT
Advertisement