B Praak: এবার বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় 'তেরি মিট্টি' খ্যাত গায়ক, ১০ কোটি চেয়ে হুমকি ফোন

অক্ষয় কুমারের 'কেসরি' সিনেমাতে 'তেরি মিট্টি' গানটি গেয়েছিলেন তিনি। সেই পঞ্জাবি গায়ক বি প্রাককে এবার হুমকি দিল লরেন্স বিষ্ণোই গ্যাং। ১০ কোটি টাকা দাবিও করা হল।

Advertisement
এবার বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় 'তেরি মিট্টি' খ্যাত গায়ক, ১০ কোটি চেয়ে হুমকি ফোনবি প্রাক
হাইলাইটস
  • বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় গায়ক বি প্রাক
  • ১০ কোটি টাকা চেয়ে হুমকি ফোন
  • প্রাণনাশে হুমকি পেয়ে পুলিশের দ্বারস্থ শিল্পী

এবার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় সঙ্গীতশিল্পী বি প্রাক। জানা গিয়েছে, কুখ্যাত এই গ্যাং তাঁকে প্রাণনাশের হুমকি দিয়েছে। শুধু তাই নয়, ১০ কোটি টাকাও চাওয়া হয়েছে তাঁর থেকে। ঘটনায় তদন্তে নেমেছে মোহালি পুলিশ। 

অভিযোগ, বি প্রাকের সঙ্গে যুক্ত অপর এক পঞ্জাবি গায়ক দিলনূর প্রথমে ৫ জানুয়ারি ২টি ফোন পান। কিন্তু অজ্ঞাত পরিচয় নম্বর থেকে আসা ফোনগুলি ধরেননি তিনি। এরপর ৬ জানুয়ারি একটি বিদেশি নম্বর থেকে আবার ফোন আসে। ফোনের অপর প্রান্তের মানুষের কথাবার্তা সন্দেহজনক ঠেকে তাঁর। সঙ্গে সঙ্গে ফোন কেটে দেন দিলনূর। কিছুক্ষণের মধ্যেই তাঁর কাছে একটি ভয়েস মেসেজ আসে। 

অডিও বার্তায় কলার নিজেকে আরজু বিষ্ণোই বলে পরিচয় দেয় এবং হুমকির সুরে বলে, 'এই বার্তা বি প্রাককে পৌঁছে দাও। আমরা ১০ কোটি টাকা চাই। তোমাদের হাতে এক সপ্তাহ সময় রয়েছে। যে কোনও দেশে চলে যেতে পার। কিন্তু ওর আশপাশে যদি কেউ ধরা পড়ে তাহলে ক্ষতি করা হবে। দাবি পূরণ না হলে বি প্রাককে ধুলোয় মিশিয়ে দেওয়া হবে।'

এই হুমকির পর গত ৬ জানুয়ারি দিলনূর মোহালির সিনিয়র সুপারিন্টেন্ডেন্ট অফ পুলিশে লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছে। 

উল্লেখ্য, বি প্রাক বলিউডের অন্যতম পরিচিত নাম এবং তাঁর বহু গান সুপারহিট হয়েছে। 

এই ঘটনা এমন একটা সময়ে সামনে এল যখন লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে যুক্ত একাধিক হিংসাত্মক ঘটনার খবর প্রকাশ পাচ্ছে। নতুন বছরের শুরুতেই দিল্লির রোহিনীতে এক ব্যবসায়ীর বাড়ির সামনে সন্ধ্যায় প্রয় ২৫ রাউন্ড গুলি চালানো হয়। একই ধাঁচে পশ্চিম বিহারের একটি জিম এবং পূর্ব দিল্লির এক ব্যবসায়ীকেও লক্ষ্য করে হামলা চালানো হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনাগুলির আগে ফোনে হুমকি দেওয়া হয়েছিল। 

দিল্লি পুলিশ জানিয়েছে, এই হামলাগুলির মধ্যে দু'টির সঙ্গে জড়িত অপরাধীদের এনকাউন্টারের পর গ্রেফতার করা হয়েছে। 

Advertisement

 

POST A COMMENT
Advertisement