দেবলীনাকে নিয়ে ভিডিওতে কী বললেন সায়ক?গায়িকা দেবলীনা নন্দীর আত্মহত্যার চেষ্টার ঘটনায় সরগরম নেট দুনিয়া। শনিবার গভীর রাতে ফেসবুকে লাইভ ভিডিও করে নিজের পেশাগত ও ব্যক্তিগত জীবনের ক্ষোভ প্রকাশ্যে আনেন গায়িকা। এরপরই তিনি আত্মহত্যার চেষ্টা করেন। দেবলীনার ঘনিষ্ঠ বন্ধু ও অভিনেতা সায়ক চক্রবর্তীর পোস্ট করা ছবি দেখে জানা যায় যে দেবলীনা হাসপাতালে ভর্তি এবং তিনি আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন।
সায়কের সেই পোস্ট থেকে জানা যায় যে গায়িকার বিপদ কেটেছে। জানা গিয়েছে, মেদিনীপুরে অনুষ্ঠান করতে গিয়েছিলেন দেবলীনা। অনুষ্ঠান শেষে শনিবার রাত ১টা নাগাদ তিনি ফেসবুক লাইভে এসে তাঁর পেশাগত জীবনের সমস্যার পাশাপাশি নিজের ব্যক্তিগত জীবনের কিছু তিক্ত কথা তুলে ধরেন। সেখানে শ্বশুরবাড়ির সঙ্গে তাঁর সমস্যা, গায়িকার মাকে নিয়ে তাঁর স্বামীর সমস্যা—সবটাই বিশদে জানান গায়িকা। জানা গিয়েছে, তারপরে গাড়িতে করে ফেরার পথে অনেকগুলো ঘুমের ওষুধ খেয়ে নেন তিনি। সেই সময় তাঁর সঙ্গে ছিলেন দেহরক্ষীরা, তাঁরাই দেবলীনাকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করান।
কাছের বন্ধুর এমন পরিণতিতে খুবই মর্মাহত সায়ক। রবিবার রাতে অভিনেতা লাইভ ভিডিওতে এসে বলেন যে পরিস্থিতি যেমনই হোক, নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত সঠিক নয়। সায়ক বলেন, যখন কোনও বৈবাহিক সম্পর্কে এমন কোনও সমস্যার মুখোমুখি হতে থাকে, একবছর ধরে কোনও মানুষ, একদম দেওয়ালে পিঠ ঠেকে গেলে মানুষ এরকম সিদ্ধান্ত নেয়। সায়ক বলেন, আমি বহুবার বলেছিলাম ওকে সমস্যা হচ্ছে যখন বেড়িয়ে আয়, কারণ জোর করে তো কোনও কিছু ঠিক করা যায় না। অভিনেতা জানিয়েছেন যে তিনি স্পষ্ট করে কিছুই বলতে পারছেন না কারণ এটা তাঁর বন্ধুর জীবন। সায়ক জানিয়েছেন, তিনি দেখতে গিয়েছিলেন দেবলীনাকে এবং দেবলীনা এখন ভাল আছেন।
সায়ক জানান যে মা-বাবাকে বাদ দেওয়ার কথা কেউ বলতে পারে না। তাঁরাই ছোট থেকে মানুষ করে তুলেছে। অভিনেতা এও বলেন, বিয়ের আগে থেকেই সমস্যা ওঁদের (দেবলীনা ও প্রবাহ)। বিয়ের পর পরও সমস্যা দেখা যাচ্ছিল। আমি বিয়ের আগেই বলেছিলাম ওকে, ভাই আর একবার ভাব কিন্তু। কিন্তু যার যেটা কপালে লেখা সেটাই হবে। সায়ক জানান যে দেবলীনা সুস্থ হয়ে বাড়ি ফিরুক এটাই তিনিও চান। গায়িকার কাউন্সেলিংয়ের প্রয়োজন বলেও তাঁর মনে হয়েছে। এক সংবাদমামাধ্যমকে সায়ক জানিয়েছেন যে দেবলীনাকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নিয়েছেন ওঁর মা-বাবা।
দেবলীনার একাধিক ভিডিয়োয় স্বামী প্রবাহ নন্দীকে দেখা গিয়েছে। কিন্তু এত দিন ধরে যে তাঁদের সমস্যা চলছে, তা কখনও বোঝা যায়নি। গত বছরই পাইলট স্বামীর সঙ্গে রাজকীয় বিয়ে সারেন দেবলীনা। কিছুদিন আগেও এক বছরের বিবাহবার্ষিকী পালন করতেও দেখা যায় তাঁদের। কিন্তু দেবলীনার বৈবাহিক সম্পর্কে যে সমস্যা চলছে, তা কোনওদিনই বোঝা যায়নি বা দেবলীনা নিজেই হয়তো বুঝতে দেননি।